[এক্সক্লুসিভ] হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo X2

ঈদ সামনে রেখে এরই মাঝে Walton Primo NXWalton Primo R2 এর মত ডিভাইস বাজারে এনে ব্যাপক সাড়া ফেলেছে দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন। আজই আবার তারা Walpad 7 নামে ওয়াল্টনের প্রথম ট্যাবলেট ডিভাইস বাজারে আনার ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে জানায়। তবে তারও আগে ওয়াল্টন তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Walton Primo X2 বাজারে আনার ঘোষণা দেয়।

অনেকেরই ধারণা দেশীয় ব্র্যান্ডের আনা ডিভাইসগুলোর মাঝে এটিই সবচেয়ে বেশি শক্তিশালী ও বেশি ফিচার সমৃদ্ধ ফোন হতে যাচ্ছে। এবার তাহলে দেখা যাক সবার ধারণা ঠিক কতটুকু যুক্তিযত। কারণ ওয়াল্টনের এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Walton Primo X2 নিয়েই আজ থাকছে আমাদের এক্সক্লুসিভ হ্যান্ডস-অন রিভিউ।

Walton Primo X2

এক নজরে Walton Primo X2

  • প্রসেসরঃ মিডিয়াটেক এমটি৬৫৮৯টি (MT6589T) অর্থাৎ টার্বো সংস্করণ এর কর্টেক্স এ৭ ভিত্তিক কোয়াড কোর প্রসেসর।
  • র‌্যামঃ ২ গিগাবাইট, ১.৯২ গিগাবাইট ব্যবহারযোগ্য।
  • জিপিইউঃ পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪এমপি (PowerVR SGX 544MP)।
  • ডিসপ্লেঃ ৫ ইঞ্চি প্রশস্ত ফুল এইচডি যার রেজলুশন ১৯২০x১০৮০, ৩য় জেনারেশন গোরিলা গ্লাস সমৃদ্ধ ২য় জেনারেশন Vivid IPS ডিসপ্লে, মাল্টি টাচ সাপোর্ট।
  • ক্যামেরাঃ ৈCMOS সেন্সর ও ব্লু গ্লাস বিশিষ্ট Omni Vision এর ১৩ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক।
  • স্টোরেজঃ অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য ৩ গিগাবাইট এবং অন্যান্য ডাটা স্টোরেজের জন্য ২৫ গিগাবাইট অর্থাৎ এতে রয়েছে ৩২ গিগাবাইট রম।
  • ওএসঃ অ্যান্ড্রয়েড ৪.২.১ জেলি বিন।
  • অন্যান্যঃ থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই ডিরেক্ট, ব্লুটুথ, জিপিএস, ২১৫০ mAh ব্যাটারি, প্রায় সবরকম সেন্সর, ডিটিএস সাউন্ড টেকনোলজি, ৩.৫ মিমি অডিও জ্যাক পোর্ট, মাইক্রো ইউএসবি পোর্ট ইত্যাদি।

বিল্ড কোয়ালিটি ও ডিজাইন

ডিজাইনের দিক দিয়ে Waton Primo X2 ফোনটিকে একটি বার ফোন বলা যায় যার বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। ফোনটির পুরো বডিটাই আমাদের কাছে বেশ মজবুত মনে হয়েছে। অসাবধানতাবসত হাত থেকে পড়ে গেলেও ডিভাইসটির ক্ষতি হবার সম্ভাবনা কম।

সাদা ও কালো দুটি রং এই বের হওয়া এই ডিভাইসটির দৈর্ঘ্য ১৪২.৪ মিলিমিটার, প্রস্থ ৬৯.৪ মিলিমিটার এবং পুরুত্ব মাত্র ৭.৮ মিলিমিটার। অর্থাৎ বিল্ড কোয়ালিটির পাশাপাশি এর ডিজানটিও স্লিম হওয়ায় ডিভাইসটি দেখতে বেশ স্টাইলিশ।

তবে এর ডিজাইনের একটি সীমাবদ্ধতা হলো এর কোন আলাদা ব্যাক কভার নেই, অর্থাৎ ডিভাইসটি আপনি খুলতে পারবেন না। অনেকটা ট্যাবলেট কম্পিউটারের মত নন-রিমুভেবল ব্যাটারির কারণে পুরো ডিভাইসটিই ফিক্সড। একারণে এর সিম স্লটও ডিভাইসটির বাইরে রাখা হয়েছে।

সিপিইউ ও জিপিইউ

Walton Primo X2 ডিভাইসটিতে দেয়া হয়েছে করটেক্স এ৭ ভিত্তিক মিডিয়াটেক ১.৫ গিগাহার্জ এমটি৬৫৮৯টি (MT6589T) কোয়াড কোর প্রসেসর। অনেকেরই ধারণা এটি সম্পূর্ন আলাদা একটি প্রসেসর যা অনেকটা ভুল। কারণ এই প্রসেসরটি মূলত মিডিয়াটেক এর আগের সেই এমটি৬৫৮৯ (MT6589) সিপিইউটিরই ওভারক্লকড সংস্করণ। ফলে এতে আগের প্রসেসরটির চেয়ে কিছুটা বেশি পারফরম্যান্স পাওয়া সম্ভব হবে।

এছাড়া জিপিইউ হিসেবে দেয়া হয়েছে সেই আগের পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪এমপি (PowerVR SGX544MP) জিপিইউটিই। এমটি৬৫৮৯ এর টার্বো সংস্করণের পাশাপাশি পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪এমপি জিপিইউ মিলে ডিভাইসটিতে বেশ ভালই পারফরম্যান্স পাওয়া যাবে। তবে ফুল এইচডি রেজলুশনের জন্য এই চিপসেটটি আমাদের কাছে পুরোপুরি উপযুক্ত মনে হয়নি, সে ব্যাপারে বিস্তারিত সামনেই থাকছে।

র‍্যাম ও রম

Walton Primo X2 তে দেয়া হয়েছে ২ গিগাবাইটের হাই স্পিড র‍্যাম। তবে ২ গিগাবাইটের পুরোটা আপনি ব্যবহার করতে পারবেন না। এর মাঝে ১.৯২ গিগাবাইট ব্যবহারযোগ্য।

ডিভাইসটির আরেকটি আকর্ষণীয় দিক হলো এতে এবার ৩২ গিগাবাইটের রম দিয়েছে ওয়াল্টন যা দেশীয় ব্র্যান্ডের ডিভাইসগুলোর মাঝে প্রথম। এই ৩২ গিগাবাইটের মাঝে আপনি ৩ গিগাবাইট অ্যাপ্লিকেশন ইন্সটল করার জন্য ব্যবহার করতে পারবেন। আর ২৫ গিগাবাইট থাকবে আপনার ডিভাইসের মূল এসডি হিসেবে।

ডিসপ্লে ও টাচ রেসপন্স

Walton Primo X2 ডিভাইসটির অন্যতম আকর্ষণ হলো এর ডিসপ্লে। এতে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেয়া না হলেও প্রায় একই কোয়ালিটির ৫ ইঞ্চি প্রশস্ত ২য় জেনারেশন Vivid IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর সাথে ৩য় জেনারেশনের গোরিলা গ্লাস তো আছেই।

ডিসপ্লেটির চারপাশে ২.৫২ মিলিমিটারের একটি ফ্রেমও রয়েছে যা ডিভাইসটির সৌন্দর্য্য আরও বাড়িয়ে তুলেছে। এছাড়া পিওর ব্ল্যাক লেভেল এর ডিসপ্লে ও গোরিলা গ্লাস থাকায় ডিসপ্লেটি বন্ধ থাকা অবস্থায়ও ডিভাইসটি বেশ আকর্ষণীয় মনে হয়।

তবে সবচেয়ে বড় চমক রয়েছে এর রেজলুশনে, কারণ এটাই দেশীয় ব্র্যান্ডের প্রথম ফোন যাতে ফুল এইচডি ডিসপ্লে দেয়া হয়েছে। অর্থাৎ এর রেজলুশন ১৯২০x১০৮০ যা বর্তমানে দেশের বাজারে খুব কম ডিভাইসেই রয়েছে।

এছাড়া এর টাচ রেসপন্সও অসাধারণ। ইউজার ইন্টারফেস এ আমরা টাচের ক্ষেত্রে কোন প্রকার ল্যাগ পাইনি। তবে গেমিং এর ক্ষেত্রে রেজলুশন বেশি হবায় তখন কিছুটা ল্যাগ দেখা দেয়। সে ব্যাপারে গেমিং এই আলোচনা করছি।

তবে ডিসপ্লেটির কোয়ালিটি, ব্রাইটনেস ও ভিউইং অ্যাঙ্গেল বিবেচনায় একে কোন অংশেই সুপার অ্যামোলেড থেকে খারাপ মনে হয়নি। এছাড়া পিপিআই ৪৪‌১ হবার কারণে ডিসপ্লেটি যেকোন স্মার্টফোন ব্যবহারকারীদেরই নজর কাড়বে বলে আমাদের মনে হয়। আইপিএস ডিসপ্লে এর মাঝে রেটিং করলে একে নিঃসন্দেহে ৫ এ ৫ ই দেয়া যায়।

ইউজার ইন্টারফেস

ওয়াল্টন তাদের প্রায় সবগুলো ডিভাইসেই বেশি কোন কাস্টমাইজেশন ছাড়াই মোটামুটি স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করলেও Walton Primo X2 এর ক্ষেত্রে তারা এবার ভিন্ন পথে গিয়েছে। কারণ Walton Primo X2 তে এবার ব্যবহার করা হয়েছে পুরোপুরি কাস্টমাইজ করা এক নতুন ইউজার ইন্টারফেস।

Walton Primo X2 এর এই নতুন ইউজার ইন্টারফেসটা অনেকটা MUSE ইউজার ইন্টারফেস এর মত হলেও Symphony Xplorer ZII এর মত নয়। Symphony Xplorer ZII এর ইউজার ইন্টারফেস অনেকটাই আইফোনের মত। কারণ এতে হোমস্ক্রিণেই সব অ্যাপ্লিকেশন ও মেনু চলে আসে, আলাদা কোন মেনু থাকেনা। ফলে অনেকেই এতে বিরক্ত হন।

তবে ওয়াল্টন এমনটি করেনি। ওয়াল্টনের এই কাস্টমাইজ করা ইউজার ইন্টারফেসটি অনেকটা স্টক অ্যান্ড্রয়েড এর মতই, অর্থাৎ এতে আলাদা মেনুও রয়েছে। শুধুমাত্র আইকন, ডিসপ্লে ইফেক্টস এবং মেনু ও অ্যাপ্লিকেশনগুলোর ইন্টারফেসেই বেশ কিছু পরিবর্তন এনেছে ওয়াল্টন। যেমন এর নটিফিকেশন বারটি পুরোপুরি Cyanogenmod 10.1 এর মত, যা আমাদের বেশ অবাক করেছে।

এর গ্যালারি অ্যাপ্লিকেশনটিও অন্যান্য অ্যান্ড্রয়েড এর থেকে কিছুটা ভিন্ন। অন্যান্য ডিভাইসে যেখানে একসাথে সব অ্যালবাম দেখায় সেখানে Walton Primo X2 এর গ্যালারিতে আপনি নির্দিষ্ট ফোল্ডার বাছাই করে রাখতে পারবেন। মেনুতে গেলে আপনি সবগুলো ফোল্ডার পেয়ে যাবেন, সেখান থেকে আপনার পছন্দমত যেকোনটি বাছাই করে রাখতে পারবেন। এছাড়া এর ইউজার ইন্টারফেসে বেশ কিছু চমৎকার ইফেক্টও যুক্ত করা হয়েছে।

ক্যামেরা

Walton Primo X2 ফোনটির আরেকটি অন্যতম আকর্ষণ হলো এর ক্যামেরা। Walton Primo X2 তে দেয়া হয়েছে CMOS সেন্সর, BSI 2 ও ব্লু গ্লাস বিশিষ্ট ১৩ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা যার মাধ্যমে ফুল এইচডি অর্থাৎ ১০৮০পি তেই ভিডিও রেকর্ডং সম্ভব। অর্থাৎ এটি ১৯২০x১০৮০ রেজলুশনের ভিডিও ধারণ করতে সক্ষম।

এর ক্যামেরা ইন্টারফেসও বাজারে থাকা অন্যান্য দেশীয় ব্র্যান্ডের ডিভাইসের থেকে অনেক বেশি অপশন রয়েছে। যেমন এতে জায়রোস্কোপিক EIS (Electronic Image Stabilization) রয়েছে। এছাড়া স্থির ছবি তোলার জন্য HDR Mode, Burst Mode, Gesture Camera, Smiling Photographs, Face Tracking এর মত দারুন কিছু অপশনও রয়েছে।

রিয়ার ক্যামেরা তো গেল, এবার ফ্রন্ট ক্যামেরাতে আসা যাক। Walton Primo X2 তে ফ্রন্ট ক্যামেরা হিসেবেও দেয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা যার মাধ্যমে ৭২০পি এর ভিডিও রেকর্ডিং সম্ভব। ক্যামেরাটির কোয়ালিটি বেশ ভাল হওয়ায় ভিডিও কলিং এর পাশাপাশি এর সাহায্যে কিউআর কোড পড়তেও খুব একটা সমস্যা হয়না।

অডিও ও ভিডিও

অডিও তথা সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রেও ডিভাইসটি যে কারও মন জয় করতে সক্ষম। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ডিটিএস সাউন্ড টেকনোলজি যার কারণে ডিভাইসটির মাধ্যমে আপনি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এর অভিজ্ঞতা পাবেন। এছাড়া হাই ডেফিনিশন অডিও থাকার ফলে আপনি আপনার মনমতই বেজ ও ট্রেবল পাবেন। মিউজিকপ্রেমীদের কাছে নিঃসন্দেহে এটি একটি আদর্শ ডিভাইস হতে পারে।

এবার ভিডিও তে আসা যাক। ভিডিও নিয়ে অবশ্য খুব বেশি কিছু বলার নেই, করণ আপনি ইতিমধ্যেই জেনে গেছেন ডিভাইসটির রেজলুশন ১৯২০x১০৮০ অর্থাৎ ফুল এইচডি এর এর ক্যামেরার সাহায্যে ১০৮০পি এর ভিডিও রেকর্ডং ও সম্ভব। অর্থাৎ বুঝতেই পারছেন এর মাধ্যমে সহজেই ১০৮০পি এর ভিডিও প্লেব্যাক করা সম্ভব।

বেঞ্চমার্ক

একটি ডিভাইসের ক্ষমতা ঠিক কতটুকু সেটি পরিমাপ করতেই মূলত বেঞ্চমার্ক করা হয়ে থাকে। আর বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশনগুলোর মাঝে বর্তমানে Antutu Benchmark অ্যাপ্লিকেশনটিই সবচেয়ে জনপ্রিয়। তাই Walton Primo X2 ডিভাইসটি বেঞ্চমার্ক করার জন্য প্রথমেই আমরা Antutu Benchmark ব্যবহার করেছি।

উপরেই দেখতে পারছেন Walton Primo X2 এর বেঞ্চমার্ক স্কোর এসেছে ১৪৪৯০ বা প্রায় ১৪৫০০ এর কাছাকাছি। ডিভাইসটির চিপসেট হলো মিডিয়াটেক এমটি৬৫৮৯ এরই ওভারক্লকড সংস্করণ। ফলে শুধু এমটি৬৫৮৯ এর স্কোর ১৩ হাজারের কাছাকাছি এলেও এর টার্বো সংস্করণে স্কোর এসেছে ১৪,৪৯০। কর্টেক্স এ৭ ভিত্তিক প্রসেসর এর দিক দিয়ে এই স্কোরকে বেশ ভালই বলা চলে।

এবার আসা যাক Nenamark2 বেঞ্চমার্কে। রেজলুশনের তুলনায় এর চিপসেট কতটা উপযুক্ত সেটা নিয়ে উপরে আমরা বেশ কয়েকবারই সন্দেহ প্রকাশ করেছি। এবার এই বেঞ্চমার্কের মাধ্যমেই সেটি জানা যাবে।

স্ক্রিনশটেই দেখতে পারছেন ১৯২০x১০৮০ রেজলুশনে Walton Primo X2 এর বেস্ট বেঞ্চমার্ক স্কোর এসেছে মাত্র ৩৩.৯ যাকে এমন অসাধারণ বিল্ড কোয়ালিটির ডিভাইসের তুলনায় বেশ কমই বলা যায়। যদিও ওয়াল্টন এর এই ডিভাইসটিতে এমটি৬৫৮৯টি অর্থাৎ টার্বো সংস্করণের চিপসেট ব্যবহার করা হয়েছে, তবুও ১৯২০x১০৮০ রেজলুশন এর কোন ডিভাইসে জন্য এই চিপসেট দেয়া আমাদের কাছে যুক্তিযত মনে হয়নি। তবে রেজলুশন কমিয়ে নিলে ডিভাইসটির মাধ্যমে আপনি ঠিকই ৬০ এর উপরে এফপিএস পাবেন।

গেমিং

এখনকার প্রজন্ম অ্যান্ড্রয়েড ডিভাইসে যেসব কাজ করে থাকে তার মাঝে গেমিং অন্যতম। আর একটি ডিভাইস ঠিক কতটা শক্তিশালী তা উপলব্ধি করার জন্য গেমিং এর মাধ্যমে টেস্ট করাটা বেশ কার্যকরী। কারণ উচ্চক্ষমতার গেমগুলো চালানোর জন্য যেকোন ডিভাইসের সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ দেখা যায়। আর ২ গিগাবাইট র‍্যাম, টার্বো সংস্করণের কোয়াড কোর সিপিইউ এর সাথে পাওয়ারভিআর এসজিএক্স৫৪৪এমপি জিপিইউ থাকার কারনে হাতে কলমে এটিকে গেমারদের জন্য সম্পূর্ন উপযোগী একটি ডিভাইসই বলা চলে।

কিন্তু দুঃখজনক ব্যাপার হলো শুধুমাত্র ফুল এইচডি রেজলুশন দেয়ার কারণে গেমাররা গেমিং এর জন্য আদর্শ স্পেসিফিকেশন এর এই ডিভাইস থেকে এইচপি গেম খেলার ক্ষেত্রে তেমন একটা পারফরম্যান্স পাবেন না। কারণ অতিরিক্ত বেশি রেজলুশনের কারণে আপনার এফপিএস কিছুটা স্কিপ করবে । তবে এফপিএস কম আসলেও ডিভাইসটির মাধ্যমে আপনি উচ্চ গ্রাফিক্সের স্বাদ যে পুরোপুরি ুউপভোগ করতে পারবেন সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তাছাড়া হতাশ হবারও খুব বেশি কারণ নেই, কারণ প্রায় সবরকম জনপ্রিয় গেমেরই আলাদা মড থাকে যেটি ডাউনলোড করে আপনি রেজলুশন কমিয়ে উচ্চ গ্রাফিক্সে কোনরকম ল্যাগ ছাড়াই ৬০ এর উপর এফপিএস -এ খেলতে পারবেন।

এছাড়া Walton Primo X2 তে আমরা Temple Run 2, Despicable Me 2, Into The Dead, Dead Trigger এর মত ছোট গেমগুলো কোনরকম ল্যাগ ছাড়াই ফুল গ্রাফিক্সে খেলে দেখেছি। তবে সময় স্বল্পতার কারণে এইচডি গেমগুলোর ভেতর ডিভাইসটিতে শুধুমাত্র Real Racing 3 ও NFS Most Wanted গেম দুটিই আমরা টেস্ট করে দেখতে সক্ষম হয়েছি। হাই গ্রাফিক্স ও স্পেশাল ইফেক্ট পুরোপুরি আসলেও সেই রেজলুশনের কারণে এফপিএস কম হওয়ায় কিছুটা ল্যাগ দেখা যায়। তবে NFS Most Wanted এর রেজলুশন কমিয়ে খেলার Mod টি আমাদের কাছে থাকায় আমরা সেটি ইন্সটল করেও টেস্ট করেছি। ৭২০পি তে খেললে কোনরকম ল্যাগ ছাড়াই প্রায় ৫৪ এফপিএস এই উচ্চ গ্রাফিক্সে গেমটি খেলা সম্ভব।

কানেক্টিভিটি, সেন্সর ও অন্যান্য

একটি সিম ব্যবহারের সুবিধাসম্পন্ন Walton Primo X2 -তে প্রায় সকল কানেকটিভিটি সুবিধাই দেয়া হয়েছে। ব্লুটুথ ভার্সন ৪, ওয়াইফাই, জিপিএসসহ প্রায় সবই রয়েছে এই ডিভাইসে। তবে আরেকটি চমৎকার ব্যাপার হলো এতে ওয়াইফাই ডিরেক্ট সুবিধাও যা Symphony Xplorer ZII তে ছিলনা। অর্থাৎ আপনি সহজেই Walton Primo X2 -তে ওয়াইফাই ডিরেক্ট সুবিধা সম্পন্ন অন্যান্য ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করে উচ্চ গতিতে ডাটা আদান প্রদান করতে পারবেন।

এছাড়া ইন্টারনেট ব্যবহারের জন্য এতে ওয়াইফাই, জিপিআরএস/এজ এর পাশাপাশি ৩জি প্রযুক্তি দেয়া আছে। আছে ৩জি ব্যবহার করে ন্যাটিভ ভিডিও কলিং এর সুবিধাও। অর্থাৎ ভিডিও কলিং এর জন্য আপনাকে আলাদা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না, ৩জি ব্যবহার করে আপনি সরাসরিই ভিডিও কল করতে পারবেন।

এবার আসা যাক সেন্সর এর দিকে। পূর্বে সেন্সর নিয়ে কেউ মাথা না ঘামালেও বর্তমানে অনেকেই সেন্সর এর প্রতি গুরুত্ব দিয়ে ডিভাইস কিনছেন। এদিক দিয়ে Walton Primo X2 তে প্রায় সবরকম সেন্সরই রয়েছে। অ্যাক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, রোটেশন ভেক্টর সেন্সর, কম্পাস সেন্সর, ম্যাগনেটিক সেন্সর সহ প্রয়োজনীয় প্রায় সবরকম সেন্সরই ডিভাইসটিতে উপস্থিত। আর অনেকেই সেন্সর নিয়ে যে কমন প্রশ্নটি করে থাকেন তা হলো  ডিভাইসে জায়রোস্কোপ আছে কিনা। তাদের আনন্দের সাথেই জানাচ্ছি ডিভাইসটিতে জায়রোস্কোপও রয়েছে। আপনাদের সুবিধার্থে Android Assistant এর সেন্সর লিস্ট এর স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। সবরকম সেন্সর সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টটিও পড়ে দেখতে পারেন।

এছাড়া এর ব্রাউজিং পারফরম্যান্সও বেশ সন্তোষজনক। ক্রোম কিংবা ফায়ারফক্স ব্রাউজার তো বটেই, এর ডিফল্ট ব্রাউজারের মাধ্যমেই বেশ ভাল গতিতেই আপনি ব্রাউজ করতে পারবেন। তাছাড়া ইবুক পড়ার জন্যও ডিভাইসটি বেশ উপযুক্ত। ৫ ইঞ্চি প্রশস্ত ডিসপ্লে থাকার ফলে এটিকে ফ্যাবলেটই বলা যায়। তাই বই পড়ার জন্যও নিঃসন্দেহে এটি একটি দারুন ডিভাইস।

ব্যাটারি ব্যাকআপ

Walton Primo X2 -তে দেয়া হয়েছে ২১৫০ mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি। ৫ ইঞ্চি প্রসস্ত ডিসপ্লের জন্য এই ব্যাটারিকে বেশ ভালই বলা চলে। টানা ডিসপ্লে অন করে কাজ করলে এতে আপনি ৭-৮ ঘন্টার মত ব্যাকআপ পাবেন, আর হাই গ্রাফিক্সের গেম খেলার ক্ষেত্রে পাবেন প্রায় ৪-৫ ঘন্টা ব্যাকআপ।

তবে সাধারণভাবে ব্যবহার করলে দিনে ১ বার চার্জ করাই যথেষ্ট। অর্থাৎ একটু যত্ন সহকারে ব্যবহার করলে দিনে ১ বার চার্জ দিয়েই আপনি অনায়াসেই ২৪ ঘন্টা ব্যবহার করতে পারবেন।

দাম ও সিদ্ধান্ত

যেকোন প্রোডাক্ট কেনার ক্ষেত্রেই ক্রেতার কাছে তার দামই সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। যেহেতু ওয়াল্টন তাদের এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটিকে হাই এন্ড ফোনের ক্যাটাগরিতেই রেখেছে, তাই এর দামও সেভাবেই রাখা হয়েছে। ওয়াল্টন এর পক্ষ থেকে Walton Primo X2 এর দামের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও অ্যান্ড্রয়েড কথন টিম -কে তারা ধারণা দিয়েছে যে ডিভাইসটির দাম ২৫,০০০ টাকার কাছাকাছি হবে। তবে এর দাম যে কোনভাবেই ২৬ হাজার অতিক্রম করবেনা সে ব্যাপারে তারা নিশ্চয়তা দিয়েছে।

বর্তমানে বসুন্ধরা সিটির ওয়াল্টন প্লাজাসহ সারাদেশের প্রায় সব ওয়াল্টন প্লাজা থেকেই Walton Primo X2 এর জন্য প্রি-অর্ডার নেয়া হচ্ছে। প্রি-অর্ডারকারীদের মাঝে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে কিছু বিজয়ীকে ৬০% পর্যন্ত ডিসকাউন্টও দেয়া হবে বলে জানিয়েছে ওয়াল্টন। ধারণা করা হচ্ছে ঈদের পর আগষ্টের শেষেই ডিভাইসটি তারা বাজারে নিয়ে আসবে।

আপনার কী মনে হয় Walton Primo X2 ফোনটিও ওয়াল্টনের অন্যান্য ফোনের মত জনপ্রিয়তা লাভ করবে? স্পেসিফিকেশনের তুলনায় এর দামও কী আপনাদের কাছে যথাযথ মনে হয়েছে? ডিভাইসটি সম্পর্কে যেকোন জিজ্ঞাসা, পরামর্শ বা মতামত জানাতে চাইলে মন্তব্যের ঘরে তা আমাদের নির্দ্বিধায় জানাতে পারেন। এছাড়া অ্যান্ড্রয়েড সম্পর্কিত সর্বশেষ খবর ও এমন সব এক্সক্লুসিভ রিভিউ পেতে চোখ রাখুন অ্যান্ড্রয়েড কথন এর অফিসিয়াল ফেসবুক পাতায়।