আসছে গ্যালাক্সি সিরিজের নতুন ফোন: গ্যালাক্সি মেগা

স্যামসাং গ্যালাক্সি এস৪ এর রেশ কাটতে না কাটতেই আরও একটি চমক উপহার দিলো স্যামসাং। আজ বৃহস্পতিবারই স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো তাদের নতুন দুটি ফোন গ্যালাক্সি মেগা ৬.৩ এবং গ্যালাক্সি মেগা ৫.৮ যেগুলো বের হবার গুজব বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো।

গ্যালাক্সি এস, গ্যালাক্সি নোট সিরিজের পর গ্যালাক্সি মেগা সিরিজের বৈশিষ্ট্য হলো এই সিরিজের ফোনগুলো আকারে গ্যালাক্সি নোটের চেয়েও বড়। তাই এদের ফ্যাবলেট এর কাতারে ফেলবেন নাকি ট্যাবলেট এর সেটা আপনিই ঠিক করুন! এবার এক নজর দেখে নেয়া যাক কী কী আছে এই ডিভাইস দুটিতে।

স্যামসাং গ্যালাক্সি মেগা ৬.৩

গ্যালাক্সি মেগা সিরিজের ফোনগুলোর নাম এর ডিসপ্লের আকারের উপর নির্ভর করেই দেয়া হয়েছে। তাই নাম শুনেই বুঝে ফেলার কথা এই ফোনটিতে থাকছে ৬.৩” ডিসপ্লে। তবে এটি কোন সাধারণ ডিসপ্লে নয়,  গ্যালাক্সি মেগা ৬.৩ -এ দেয়া হবে এলসিডি এইচডি ডিসপ্লে যার রেজলুশন ৭২০ পিক্সেল।

স্যামসাং গ্যালাক্সি মেগা ৬.৩

এতে থাকছে ১.৭ গিগাহার্জের ডুয়াল কোর প্রসেসর। তবে এতে ঠিক কোন প্রসেসর ব্যবহার করেছে সে সম্পর্কে স্যামসাং এখনো কিছু জানায়নি। তেমনি এই ডিভাইসের জিপিইউ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে স্যামসাং এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ডিভাইসটিতে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম যার মাঝে ১.৫ গিগাবাইট ব্যবহারযোগ্য। এছাড়া ৮ গিগাবাইট এবং ১৬ গিগাবাইট এই দুটি ভার্সনে ডিভাইসটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে স্যামসাং। অর্থাৎ এর ইন্টারনাল মেমোরি থাকবে ৮ গিগাবাইট অথবা ১৬ গিগাবাইট। এতে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে যার সাহায্যে ৬৪ গিগাবাইটের মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা সম্ভব।

গ্যালাক্সি মেগা ৬.৩ -এ থাকছে ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। এছাড়া ভিডিও কল করার জন্যও থাকছে ১.৯ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা।

এর ব্যাটারিও বেশ শক্তিশালী কারন এতে দেয়া হবে ৩২০০ mAh এর ব্যাটারি। তবে এত বড় ডিসপ্লের কারনে ব্যাকআপ কতটুকু থাকে এখন সেটাই দেখার বিষয়। এছাড়া এতে রয়েছে থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, জিপিএস, আইআর সেন্সর এবং একটি স্মার্টফোনের সকল ফিচার।

বাজারে ছাড়ার সময় এতে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন দেয়া থাকবে তবে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ৫ “কি লাইম পাই” এর আপডেট আসার কথাও উড়িয়ে দেয়নি স্যামসাং। আর বরাবরেই মতই এতে থাকবে স্যামসাং এর টাচউইজ ইউজার ইন্টারফেস এবং সাথে দেয়া হবে স্যামসাং এর বেশ কিছু নিজস্ব অ্যাপ্লিকেশন।

স্যামসাং গ্যালাক্সি মেগা ৫.৮

এটিরও নাম দেখেই আকার বুঝে ফেলার কথা। গ্যালাক্সি ৫.৮ এর রয়েছে কিউএইচডি ৫.৮” এলসিডি ডিসপ্লে। এতে দেয়া হয়েছে ১.৫ গিগাহার্জের ডুয়াল কোর প্রসেসর। তবে এটিতেও ঠিক কোন প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা জানায়নি স্যামসাং, জিপিইউ এর ক্ষেত্রেও তাই।

স্যামসাং গ্যালাক্সি মেগা ৫.৮

তাছাড়া এটির র‍্যাম সম্পর্কেও কোন ধারনা দেয়নি স্যামসাং। তবে এটিরও ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইটের দুটি ভার্সন থাকবে বলে জানানো হয়েছে। আর মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে এটিতেও ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

স্যামসাং গ্যালাক্সি মেগা ৬.৩ এর মত মেগা ৫.৮ এও থাকছে ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ১.৯ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

তবে এতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ২৬০০ mAh এর ব্যাটারি। তাছাড়া বাকি সবকিছুই গ্যালাক্সি মেগা ৬.৩ এর মতই কারন এতেও ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, জিপিএস, আইআর সেন্সর ইত্যাদি রয়েছে। আর থ্রিজি এর কথা উল্লেখ না করলেই নয়।

স্যামসাং গ্যালাক্সি মেগা ৫.৮ ও বাজারে ছাড়া হবে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন দিয়ে। তবে এটির জন্যও অ্যান্ড্রয়েড ৫ “কী লাইম পাই” এর আপডেট আসতে পারে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রিলিজের সময় ও দাম

বরাবরের মত এবারও স্যামসাং এই ডিভাইস দুটির দামের ব্যাপারটি রহস্যই রেখে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এর দাম জানা না গেলেও জার্মানির এক টেলি সেবাদাতা প্রতিষ্ঠান স্যামসাং ঘোষণা দেয়ার আগেই গ্যালাক্সি মেগা ৬.৩ ডিভাইসটি ৬৯৯ ইউরোতে প্রি অর্ডার নিচ্ছে, বাংলাদেশি টাকায় যা প্রায় ৭১,০০০ হাজার টাকা। তবে স্যামসাং আনুষ্ঠানিকভাবে এই দামেই বাজারে ছাড়বে কিনা তা এখনি নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।

আনুষ্ঠানিকভাবে দাম জানা না গেলেও স্যামসাং নিশ্চিত করেছে আগামী মে মাসেই ইউরোপ ও রাশিয়ায় বাজারজাত করার মাধ্যমে ডিভাইস দুটি বিশ্বব্যাপী পরিচিতি পাবে। এবার দেখা যাক স্মার্টফোনের বাজারে গ্যালাক্সি মেগা সিরিজ কেমন সাড়া জাগায়!