একের পর এক সর্বাধুনিক প্রযুক্তির সব অ্যান্ড্রয়েড ফোন বাজারে এনে ইতোমধ্যেই আলোচনায় উঠে আসা কোম্পানি Walton এবার বড় আকৃতির স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট ডিভাইসের দিকে নজর দিচ্ছে। অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তারা তাদের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট, Walpad 7 সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
ওয়াল্টন জানিয়েছে, তাদের প্রথম এই প্রিমো ওয়ালপ্যাড ৭ ডিভাইসে রয়েছে ৭” এইচডি (1280 × 800) আইপিএস ডিসপ্লে। এতে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, পাওয়ারভিআর এসজিএক্স ৫৪৪ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ও ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি স্টোরেজ। এছাড়াও স্টোরেজ বাড়ানোর জন্য রয়েছে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ডের সাপোর্ট।
অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন চালিত এই ট্যাবলেটে বিল্ট-ইন সিম স্লটের মাধ্যমে ৩জি ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে, যার চাহিদা বর্তমানে দেশের বাজারে অনস্বীকার্য। ওয়ালপ্যাড ৭-এ থাকছে ৫ মেগাপিক্সেল ব্যাক এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যালুমিনিয়াম বডি’র এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটে রয়েছে ব্লুটুথ ৪.০, ওটিজি সাপোর্ট, জিপিএস/এ-জিপিএস, মোশন সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর। এছাড়া এই ডিভাইসে ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা রয়েছে বলেও জানিয়েছে ওয়াল্টন।
(আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ডিভাইসের সেন্সরের পরিচিতি ও কাজ)
৪০০০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন ওয়াল্টন প্রিমো ওয়ালপ্যাড ৭ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে ওয়াল্টনের অফিসিয়াল ফেসবুক পেজ সূত্র জানিয়েছে। মাত্র ৩৫০ গ্রাম ওজনের এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে আমরা এই ডিভাইস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এবং এক্সক্লুসিভ ছবি জোগাড় করার চেষ্টা করবো। সে পর্যন্ত অ্যান্ড্রয়েড কথনের ফেসবুক পেজের সঙ্গে থাকুন এবং মন্তব্যের ঘরে জানান ওয়াল্টনের নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেটের দাম সংক্রান্ত আপনার প্রত্যাশা।