অ্যান্ড্রয়েডকে টার্গেট করে ছড়ানো ম্যালওয়্যার ১ বছরে বেড়েছে ৭০০%

android malware

সম্প্রতি নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি জানিয়েছে, মোবাইলকে টার্গেট করে ছড়ানো ম্যালওয়্যারের পরিমান ২০১১ থেকে এ পর্যন্ত ৭০০% বেড়েছে যার সিংহভাগই গুগলের অ্যান্ড্রয়েড-ভিত্তিক অপারেটিং সিস্টেমকে লক্ষ্য করে তৈরি। এসব ম্যালওয়্যারের ৮৫ শতাংশই গুগল অ্যান্ড্রয়েডের উন্মুক্ততার সুবিধাকে কাজে লাগানোর চেষ্টা করে তৈরি করা হয়েছে। কেননা, অ্যান্ড্রয়েড সিস্টেমে সরাসরি অ্যাপ্লিকেশন ইন্সটল করা যায়, যা অ্যাপলের কোনো ডিভাইসেই সম্ভব নয়।

ম্যাকাফি জানিয়েছে, ভালো ও নিরাপদ সফটওয়্যারের বেশেই এসব ট্রোজান ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করে। পরে সফটওয়্যার আপডেটের নামে ক্ষতিকর প্রোগ্রাম ডাউনলোড করে নেয়। মোবাইল ক্যারিয়ার/অপারেটররা মাঝে একবার তৃতীয়পক্ষের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পদ্ধতি ব্লক করার চেষ্টা করেছিল। কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ও ডেভেলপাররা এর উন্মুক্ততা নিয়ে শক্ত অবস্থানে গেলে সেই প্রচেষ্টা বাতিল হয়।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েডকে টার্গেট করে ছড়াচ্ছে প্রচুর ম্যালওয়্যার

তবে অ্যান্ড্রয়েড ডিভাইসে সহজেই ম্যালওয়্যার ইন্সটল হয়ে যাওয়ার আশঙ্কা থাকলেও, প্রতিটি কাজই ব্যবহারকারীর অনুমতিক্রমে হয়ে থাকে। ইন্সটল, আপডেট ইত্যাদি যাবতীয় সব কাজ যেগুলো ম্যালওয়্যার আনতে পারে, তার সবকিছুর জন্যই ব্যবহারকারীকে আগে অনুমোদন দিতে হয়। তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইন্সটল করার সময় অ্যাপ্লিকেশনটি কী কী পারমিশন চাচ্ছে তা দেখে নেয়ার এবং মোবাইলেই কিছু ডাউনলোড করার সময় ঠিকানা দেখে বিশ্বস্ত সাইট থেকে ডাউনলোড করার অভ্যাস গড়ে তুললে নিরাপদ থাকা সম্ভব বলেই মন্তব্য করেছে ম্যাকাফি।