অ্যান্ড্রয়েডকে টার্গেট করে ছড়াচ্ছে প্রচুর ম্যালওয়্যার

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে টার্গেট করে সম্প্রতি প্রচুর ম্যালিশিয়াস বা ক্ষতিকারক প্রোগ্রাম ছড়াচ্ছে হ্যাকাররা। বিভিন্ন ডিভাইস প্রস্তুতকারকরা তাদের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেছে নেয়ায় স্মার্টফোন জগতে এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত হ্যাকাররা। জানা গেছে, চলতি বছরের মাত্র তিন মাসে অ্যান্ড্রয়েডকে উদ্দেশ্য করে তৈরি ১৪,৯০০টি ম্যালিশিয়াস প্রোগ্রাম ধরতে পেরেছে নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব।

android under attack kaspersky

অ্যান্ড্রয়েডকে টার্গেট করে বের হওয়া ম্যালওয়্যার প্রোগ্রামের সংখ্যা।

ক্যাসপারস্কি সম্প্রতি তাদের সাইটে প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, ২০১২ সালের দ্বিতীয় কোয়ার্টারে অর্থাৎ, এপ্রিল থেকে জুনে অ্যান্ড্রয়েডকে টার্গেট করে তৈরি বিভিন্ন ক্ষতিকারক প্রোগ্রামের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর আগে ২০১২ সালের জানুয়ারি থেকে মার্চে এই সংখ্যা ছিল ৫,৪৪১ এবং ২০১১ সালের শেষ তিন মাসে ছিল ৩,৬৫৮। এপ্রিল থেকে জুনে এসে সেই সংখ্যা বেড়ে প্রায় ১৫ হাজার হওয়ায় ধারণা করা হচ্ছে তা আরও বাড়তে পারে।

ক্যাসপারস্কি জানিয়েছে, এসব ক্ষতিকারক প্রোগ্রামের প্রায় অর্ধেকই ব্যবহারকারীর ডিভাইস থেকে তথ্য চুরি করে থাকে। এসব তথ্যের মধ্যে রয়েছে কন্টাক্ট নেম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এছাড়াও সার্ভার থেকে আরও ক্ষতিকারক প্রোগ্রাম ডাউনলোড করতেও সক্ষম এসব প্রোগ্রাম। যেসব ম্যালিশিয়াস প্রোগ্রামের খোঁজ পাওয়া গেছে তার প্রায় চারভাগের এক ভাগ এসএমএস ট্রোজান দিয়ে তৈরি। আর ১৮ শতাংশই অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যাকডোর তৈরি করে যার ফলে ডিভাইস ব্যবহারকারীর হাতে থাকলেও এর পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের কাছে।

তবে সবচেয়ে কম সংখ্যক (২%) হচ্ছে ট্রোজান স্পাই যেগুলো ক্যাসপারস্কির মতে সবচেয়ে বেশি বিপদজনক। এগুলো ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য হাতিয়ে নিতে সক্ষম।

ক্যাসপারস্কি ল্যাবের এক সিনিয়র ম্যালওয়্যার বিশ্লেষক বলেছেন, বর্তমানে কেবল ক্রেডিট কার্ড তথ্য হাতানোর তালে থাকলেও ভবিষ্যতে অ্যান্ড্রয়েডকে লক্ষ্য করে হ্যাকাররা আরও বেশি তৎপর হয়ে উঠবে। ফলে ছড়াতে থাকবে আরও বিপদজনক সব ভাইরাস ও ম্যালওয়্যার। এগুলো থেকে নিরাপদ থাকতে কম্পিউটারের মতোই স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যান্টি-ভাইরাসসহ বিভিন্ন নিরাপত্তা বিষয়ক অ্যাপ্লিকেশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ক্যাসপারস্কির নিজস্ব নিরাপত্তার অ্যাপ্লিকেশন রয়েছে। তবে এর সব সুবিধা পেতে হলে ব্যবহারকারীকে তা কিনে ব্যবহার করতে হবে। এছাড়াও সাধারণ আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি লাইট অ্যাপ্লিকেশনটি বিনামূল্যে ব্যবহার করা যেতে পারে।

গুগল প্লে স্টোরঃ ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি লাইটqr code for kaspersky google play

তবে বিনামূল্যেই অ্যান্টি-ভাইরাস, অ্যান্টি-ম্যালওয়্যারসহ নিরাপত্তা সফটওয়্যারের পূর্ণ সুবিধা পেতে ব্যবহার করতে পারেন অ্যাভাস্ট মোবাইল সিকিউরিটি যা ডাউনলোডের লিংক পাবেন অ্যান্ড্রয়েড কথনের এই পোস্টটিতে

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সুরক্ষায় কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন?