অযাচিত দুর্ঘটনা থেকে বাঁচতে সফটওয়্যার আপডেটের পরামর্শ স্যামসাং-এর

গ্যালাক্সি এস থ্রি

স্যামসাং এবার আনুষ্ঠানিকভাবে তাদের গ্যালাক্সি এস থ্রি-সহ টাচউইজ ইন্টারফেস চালিত কিছু ডিভাইসে সাম্প্রতিক ইউএসএসডি কোড আক্রমণ সম্পর্কে বিবৃতি দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এই ঝুঁকি ডিভাইস থেকে দূর করা হয়েছে। কিন্তু অনেকেই এখনও সর্বশেষ ফার্মওয়্যার ডাউনলোড করেননি বলে তারা এই ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুনঃ হ্যাকারদের কবলে স্যামসাং গ্যালাক্সি সিরিজের অ্যান্ড্রয়েড ফোন

গ্যাজেট বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, সমস্যাটি অনেক ডিভাইস থেকেই অনুকরণ করা যায়নি কেননা সেসব ডিভাইসে স্যামসাং-এর সর্বশেষ ফার্মওয়্যার আপডেট ইন্সটল করা ছিল। আপাতঃদৃষ্টিতে মনে হচ্ছে, বিষয়টি স্যামসাং-এর নজরে আসার পর মিডিয়ায় আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস থ্রি’র জন্য ত্রুটিটি দূর করে একটি সফটওয়্যার আপডেট রিলিজ করেছে। যারা আপডেটটি ডাউনলোড করে ইন্সটল করেছেন, তারা এই সমস্যায় পড়া থেকে বেঁচে গেছেন। কিন্তু যারা আপডেট করেননি, তারাই হ্যাকারদের প্রেরিত সেসব কিউআর কোড বা ওয়েব লিংকে ক্লিক করার মাধ্যমে ডিভাইসের সব ডেটা মুছে ফেলার অপারেশন চালু করে ফেলছেন।

তাই এই দুর্ঘটনা থেকে বাঁচতে সব গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব ফোনের আপডেট ডাউনলোড করতে পরামর্শ দিয়েছে স্যামসাং। এটি ওভার-দি-এয়ার আপডেট হওয়ায় ফোনের সফটওয়্যার আপডেট বিভাগ থেকেই ডাউনলোড করে নেয়া যাবে। এনগ্যাজেট জানিয়েছে, তারা স্যামসাং-এর তৈরি টাচউইজ ইন্টারফেসের অন্যান্য ডিভাইসে এই ঝুঁকি রয়েছে কি না তা খতিয়ে দেখছে।