হ্যাকারদের কবলে স্যামসাং গ্যালাক্সি সিরিজের অ্যান্ড্রয়েড ফোন

গ্যালাক্সি এস থ্রিতে হ্যাকার

সম্প্রতি সিনেটসহ একাধিক সূত্র জানিয়েছে, রিমোটলি ডিভাইসের ফ্যাক্টরি রিসেট করার মাধ্যমে সব ডেটা মুছে ফেলার একটি পদ্ধতি পেয়ে গেছে হ্যাকাররা। তারা স্যামসাং গ্যালাক্সি এস থ্রি-সহ বেশ কিছু ডিভাইসের তথ্য দূর থেকেই মুছে দিতে সক্ষম হচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত এক ইকোপার্টি কনফারেন্সে এসব তথ্য জানানো হয়েছে।

স্ল্যাশগিয়ার নামের আরেকটি সাইট জানিয়েছে, ফ্যাক্টরি রিসেট বা ডেটা ওয়াইপের মাধ্যমে সব তথ্য মুছে ফেলার নির্দেশ ফোনে পৌঁছে দিতে হ্যাকাররা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করছেন। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে ওয়েব লিংক, কিউআর কোড এবং এনএফসি বা নিয়ার-ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি যেটি গ্যালাক্সি এস থ্রিতে নতুন আনা হয়েছে। তবে এসব কিউআর কোড বা ওয়েব লিংক কোনো কিছু ডাউনলোড না করে একটি USSD কোড রান করে। এই কোডটি রান করার ফলে ডিভাইসে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ফ্যাক্টরি রিসেট বা ডেটা ওয়াইপের কাজ শুরু হয়ে যায়। আর একবার এই প্রক্রিয়া শুরু হয়ে গেলে তা থামানোর আর কোনো উপায় নেই বলেই জানা গেছে। তবে ব্যবহারকারী রিসেট প্রসেসটি দেখতে পারবেন।

আরও পড়ুনঃ একাধিক ডিভাইসে জেলি বিন আনছে স্যামসাং

আমরা যেমন আমাদের ব্যালেন্স জানতে *৫৬৬# ইত্যাদি কোড চেপে সেন্ড বাটনে প্রেস করি, এগুলোই এক রকম ইএসএসডি কোড। হ্যাকাররা কোনোভাবে ডিভাইস রিসেট করার ইউএসএসডি কোড চালু করে ফেলে। এই পদ্ধতিতে হ্যাকারদের কাছে কোনো তথ্য পৌঁছায় না বা ব্যবহারকারীর কোনো তথ্য পাচার হয় না, কিন্তু ডিভাইসের সব অ্যাপ্লিকেশন, মেসেজ, কন্টাক্ট নম্বর ইত্যাদি মুছে যাবে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই।

এরচেয়েও মারাত্মক বিষয় হচ্ছে, পুরো সিম কার্ডকে স্থায়ীভাবে অচল করে দেয়াও সম্ভব এই ইউএসএসডি কোডের মাধ্যমে। আর হ্যাকাররা ঠিক সেটাই করছেন।

গ্যালাক্সি এস থ্রি ছাড়াও গ্যালাক্সি বিম, এস অ্যাডভান্স, গ্যালাক্সি এইস এবং গ্যালাক্সি এস ২ সেটগুলোকে এই আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এসব ডিভাইসে অ্যান্ড্রয়েডের উপর চলছে স্যামসাং-এর তৈরি করা টাচউইজ ইন্টারফেস। তবে অ্যান্ড্রয়েডের স্টক সংস্করণ ব্যবহৃত হওয়া গ্যালাক্সি নেক্সাসে কোনো ঝুঁকি পাওয়া যায়নি বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন। এতে করে স্যামসাং-এর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলেই মত প্রকাশ করেছেন অনেকে।

তৃতীয়পক্ষের একটি সাইট এই ঝুঁকি দূর করে আপডেট রিলিজ করা হয়েছে দাবি করলেও এখনও অনেকেই এই ভোগান্তিতে পড়ছেন। এ ব্যাপারে স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আপডেট

স্যামসাং আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। দেখুন এখানে

সুরক্ষিত রাখুন আপনার ডিভাইস

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার ডিভাইস থেকে অনিরাপদ বা অজ্ঞাত/নতুন কোনো লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকুন। সম্ভব হলে কিউআর কোড স্ক্যান করা থেকে বিরত থাকুন। অথবা নিউরেডার কিউআর কোড স্ক্যানার ব্যবহার করুন যেটি কিউআর কোডকে অ্যাকশনে রূপান্তর করার আগে আপনাকে একবার কোডে কী আছে তা দেখার সুযোগ দেবে। এছাড়াও গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীরা তাদের এনএফসি প্রযুক্তিটি বন্ধ করে রাখুন। এটি বন্ধ করার জন্য হোমস্ক্রিন থেকে Apps -> Settings -> More Settings -> NFC চেকবক্স থেকে টিক তুলে দিন।।

[স্ল্যাশগিয়ার]