লোকেশন শেয়ারিং-এর ৪টি অ্যাপ্লিকেশন – বন্ধুদের জানান আপনি কোথায় আছেন

স্মার্টফোনের বিস্তৃতির সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তা পেতে থাকে লোকেশন শেয়ারিং সার্ভিস। এগুলোর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের জানাতে পারবেন এই মূহুর্তে আপনি কোথায় আছেন। অনেকেই এটি ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি বলে মনে করেন। কিন্তু আপনি চাইলেই সতর্কতার সঙ্গে কেবল আপনার বন্ধুদের মাঝে আপনার বর্তমান অবস্থান সংক্রান্ত তথ্য জানাতে পারবেন।

লোকেশন শেয়ারিং সেবাসমূহের সবচেয়ে সহজ দিক হলো এগুলো আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক এবং জিপিএস ব্যবহার করে আপনার অবস্থান নিজেই বের করে নেয়। আপনাকে কেবল আশেপাশে অবস্থিত উল্লেখযোগ্য স্থানসমূহ থেকে ঠিক কোনখানে আপনি আছেন তা বেছে নিতে হয়। চলুন দেখে আসি ৪টি লোকেশন শেয়ারিং অ্যাপ্লিকেশন।

ফোরস্কয়ার

ফোরস্কয়ার

বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় লোকেশন শেয়ারিং সেবা হচ্ছে ফোরস্কয়ার। মূলত, কেবল লোকেশন শেয়ার করার জন্যই এই সেবা চালু হয়েছে। এর মাধ্যমে আপনি অনেকটা ফেসবুকের মতোই বন্ধুদের লিস্টে যোগ করতে পারবেন এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে চেকইন করতে পারবেন। বাংলাদেশেও আপনি অবাক হবেন যে আপনার বাসার কাছের রেস্টুরেন্ট বা হাসপাতালটিও ফোরস্কয়ারে অন্তর্ভূক্ত রয়েছে।

একস্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক চেকইন করলে ফোরস্কয়ার আপনাকে বিভিন্ন ব্যাজ দেবে। অবশ্য বাংলাদেশে এগুলোর খুব একটা কাজ নেই। উন্নত বিশ্বে এমনও রয়েছে যে কোনো রেস্টুরেন্টে সপ্তাহে তিনবারের বেশি চেকইন করলে তারপর থেকে বিশেষ ডিসকাউন্ট পাওয়া যায়। বাংলাদেশি ফোরস্কয়ার ব্যবহারকারীরা তেমন কোনো সুবিধা না পেলেও অন্তত বন্ধুরা কখন কে কোথায় আছে তা জানতে পারবেন ফোরস্কয়ারের মাধ্যমে।

বাড়তি সুবিধা হিসেবে রয়েছে প্রতিবার চেকইন করার সময় ছবি শেয়ার করা এবং সেই চেকইন তাৎক্ষণিকভাবে টুইটার ও ফেসবুকে শেয়ার করার সুবিধা। ফোরস্কয়ার ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড শেষে বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

গুগল প্লে স্টোর লিংকঃ ফোরস্কয়ারfoursquare qr code

ফেসবুক

ফেসবুক

আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে এই কথা চোখ বুজেই ধরে নেয়া যায়। ৯০ শতাংশ ক্ষেত্রেই এই ধারণা সঠিক হতে পারে। ফেসবুকেও কিন্তু আপনি চেকইন করতে পারবেন। এটি স্ট্যাটাসের সঙ্গে সঙ্গেই করতে পারবেন অথবা কেবল চেকইন লিংকে ক্লিক করে আপনার অবস্থান শেয়ার করতে পারবেন।

ফেসবুকের এই সুবিধাটি ফিচার ফোনেও রয়েছে। যেহেতু ফিচার ফোনে কোনো জিপিএস নেই, তাই সেসব ফোনে ব্যবহারকারীকে নিজের স্থানের নাম খুঁজে বের করে চেকইন করতে হয়। কিন্তু স্মার্টফোন থাকলে সেই চিন্তা নেই। জিপিএস এবং ওয়্যারলেস নেটওয়ার্ক চালু থাকলে সহজেই আপনার অবস্থান বের করে নিতে পারবে ফেসবুক।

গুগল প্লে স্টোর লিংকঃ ফেসবুকfacebook for android qr code

গুগল ল্যাটিচিউড

গুগল ল্যাটিচিউড

গুগল ল্যাটিচিউড অন্যতম বিশেষ একটি লোকেশন শেয়ারিং সেবা। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের অবস্থান সরাসরি দেখতে পাবেন। সরাসরি অবশ্যই তাদের আশপাশের ছবি পাবেন না, বরং গুগল ম্যাপসে আপনার বন্ধুর অবস্থানটি শো করবে।

আপনাদের কারোর গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি বা স্যান অ্যানড্রিয়াস অথবা মাফিয়া/গডফাদার গেম খেলার অভিজ্ঞতা থাকলে বুঝতে পারবেন ল্যাটিচিউড কীভাবে কাজ করে। ম্যাপের উপর আপনার বন্ধুর প্রোফাইল ছবি দেখাতে থাকবে। মূলত গুগল ল্যাটিচিউডের সেবা এতটুকুই। তবে আপনি চাইলে যে কোনো সময় আপনার অবস্থান ‘ব্রডকাস্ট’ করা বন্ধ করতে পারবেন। সাধারণত গুগল ল্যাটিচিউড অ্যাপ্লিকেশনটি বন্ধ করলেই আপনার অবস্থান বন্ধ হয়ে যায়। তবে আপনার বন্ধুদের কাছে আপনার সর্বশেষ অবস্থান কিন্তু দৃশ্যমান থাকে।

তাই কোনো রেস্টুরেন্টে ঢুকে ল্যাটিচিউড চালু করে আশেপাশে বন্ধুদের দেখে বন্ধ করে দিলেও রেহাই পাবেন না। আপনার বন্ধুরা ঠিকই পেট নিয়ে হাজির হয়ে যাবে আপনার টেবিলে!

গুগল প্লে স্টোর লিংকঃ গুগল ম্যাপসgoogle maps for android qr code

গুগল+

গুগল প্লাস

গুগল+ নেটওয়ার্ক নিয়ে যে যাই বলুক, এটি প্রতিনিয়ত বেড়েই চলেছে। এক জরিপে দেখা গেছে, গুগল প্লাসে ব্যবহারকারী সংখ্যা ফেসবুকের তুলনায় অনেক কম থাকলেও ব্যবহারকারীদের সন্তুষ্টির দিক দিয়ে গুগল প্লাস রয়েছে প্রথম স্থানে। আর অন্য সব সোশাল নেটওয়ার্কিং সাইটকে সামনে এগিয়ে দিয়ে ব্যবহারকারীর সন্তুষ্টির দিক দিয়ে সবার পেছনে রয়েছে ফেসবুক।

সেই কথা থাক, গুগল+ ব্যবহারকারীরা গুগল+ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের অবস্থান শেয়ার করতে পারবেন। এটি অনেকটা ফেসবুকের চেকইন করার মতোই। কিন্তু নিশ্চয়তা দিয়ে বলতে পারি, গুগল প্লাসে চেকইন করতে গেলে আপনার আশেপাশের খুঁটিনাটি প্রায় সব কিছুর বিশাল তালিকা দেখে প্রথমবার চোখ বড় হবেই!

গুগল প্লে স্টোর লিংকঃ গুগল+google+ for android qr code

এই ছিল আমাদের লোকেশন শেয়ারিং সেবা নিয়ে চারটি অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত রিভিউ। আপনি কি লোকেশন শেয়ারিং সার্ভিস ব্যবহার করেন? আপনার কাছে নিজের অবস্থান বন্ধুদের জানানোর বিষয়টি কেমন লাগে? আমাদেরকে জানান মন্তব্যের ঘরে।