জেলি বিন আপডেট পেতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস ২

Samsung galaxy s-2

একের পর এক চমক নিয়ে যখন অ্যান্ড্রয়েড বাজিমাত করে যাচ্ছে তখন প্রযুক্তি প্রেমীরা তো আর বসে থাকতে পারে না। তারা যে যা পারে নিজের সামর্থ্যর মধ্যে থেকে অ্যান্ড্রয়েডের স্বাদ নিতে প্রস্তুত। সেরকম ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে না পারলেও আমাদের জন্য রয়েছে সিম্ফনি, ওয়ালটনসহ আরও অনেক কোম্পানি। অনেকের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে, একটি ফোন কেনার পর তার পরবর্তী ভার্সন বের হলে মনে আফসোস থেকেই যায় যে, ‘ইশ আরেকটু পরে যদি কিনতাম!!’

আফসোস হবেই বা না কেন? যেখানে অ্যান্ড্রয়েডের একের পর এক আপডেট বের হচ্ছে আর আমি সেই জিঞ্জারব্রেড নিয়ে পরে আছি! কিন্তু যে সকল স্যামসাং গ্যালাক্সি এস ২ ব্যবহারকারী আছেন তাদের জন্য সুসংবাদ। ফেব্রুয়ারির শুরুর দিকে আপনি পেয়ে যাবেন জেলি বিন আপডেট। সিনেট এর ভাষ্য অনুযায়ী স্যামসাং এর এক মুখপাত্র জানিয়েছেন যে, ফেব্রুয়ারির শুরুর দিকে সিঙ্গাপুরের অধিবাসী স্যামসাং গ্যালাক্সি এস ২ ব্যবহারকারীরা জেলি বিন আপডেট পেতে শুরু করবেন। পরবর্তীতে দ্রুত অন্যান্য দেশেও আপডেটটি পাওয়া যাবে। কিন্তু আপডেট শুধুমাত্র স্যামসাং কাইস (KIES) দ্বারা করতে হবে।

যারা স্যামসাং গ্যালাক্সি এস ২ রুট করে ফেলেছেন তাদের জন্য এটি দুঃসংবাদ বটে। তাই আর কিছু দিন ধৈর্য্যের পরীক্ষা দিন। হয়তোবা আপনার জন্য অপেক্ষা করতে পারে বিকল্প কোন পদ্ধতি।

মতামতে জানান স্যামসাং গ্যালাক্সি এস ২ ব্যবহারকারীরা কেমন লাগছে খবরটি শুনে। আর কারা কিনতে পারেন ফোনটি?