ডেস্কটপ কম্পিউটারে গুগল প্লে স্টোরকে আবারও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। গত মে মাসে অনুষ্ঠিত আই/ও কনফারেন্সের ঘোষণা অনুযায়ী, অ্যান্ড্রয়েড ডিভাইস ও কম্পিউটারে একই রকম প্লে স্টোর এক্সপেরিয়েন্স দেয়ার লক্ষ্যেই নতুনভাবে সাজানো হয়েছে প্লে স্টোর। কিন্তু ব্যবহারকারীরা নতুন ডিজাইনে আরও নতুন কিছুর হদিস পেয়েছেন। আর তা হলো গুগল গ্লাস সাপোর্ট।
গুগলের উদ্ভাবনী এই চশমা এখনও সাধারণ ক্রেতার নাগালে না এলেও প্রিভিউ সংস্করণগুলো যারা কিনেছেন, তাদের টুইটারের মতো সাধারণ কিছু “গ্লাসওয়্যার” বা গ্লাস-স্পেসিফিক অ্যাপ্লিকেশন ইন্সটল করার সুবিধা দিচ্ছে গুগল। কিন্তু আমরা জানি যে, গুগল গ্লাসে চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর তাই গুগলও এই গ্লাসের বিভিন্ন অ্যাপ্লিকেশনকে প্লে স্টোরের মাধ্যমেই ইন্সটল করার সুবিধা দিতে যাচ্ছে।
যেমনটা উপরের স্ক্রিনশটে দেখছেন, গুগল গ্লাস ব্যবহারকারীরা নতুন ডিজাইনের প্লে স্টোরে তাদের গুগল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করা গুগল গ্লাসের নাম দেখতে পাচ্ছেন। সাধারণত যেসব অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা হয়, সেসব ডিভাইসের নামই প্লে স্টোরে দেখা যায়। ব্যবহারকারীরা চাইলে ডেস্কটপ থেকেই অ্যাপ্লিকেশন ও ডিভাইস বাছাই করে ইন্সটল করার জন্য নির্দেশ দিতে পারেন।
(আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড গেমিং কনসোল, স্মার্টওয়াচ, ল্যাপটপ ইত্যাদি অনেককিছু নিয়ে কাজ করছে গুগল)
গুগল গ্লাসে অ্যাপ্লিকেশন ইন্সটল করার সুবিধা এখনও না আসলেও “গ্লাস”-কে তালিকায় দেখে এ ধারণা করেই নেয়া যায় যে, অচিরেই ব্যবহারকারীরা প্লে স্টোরের মাধ্যমে গুগল গ্লাসে অ্যাপ্লিকেশন ইন্সটল করতে পারবেন। এছাড়াও গুগল গ্লাস থেকেই সরাসরি গুগল প্লে স্টোরে ঢুকে অ্যাপ্লিকেশন ইন্সটল করা যাবে বলেও শোনা যাচ্ছে একাধিক প্রযুক্তি বিষয়ক সাইটে।
এর সবই গুগলের “একত্রীকরণ” মন্ত্রের বাস্তবায়ন বলা যায়, যার লক্ষ্যে গুগল গত বছর থেকেই কাজ করতে শুরু করেছে। এছাড়াও গুগল তাদের নতুন এই পরিধেয় প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগে এর সবদিক প্রস্তুত করে নিতে কাজ করছে তার প্রমাণও পাওয়া যায় নতুনভাবে ডিজাইন করা এই প্লে স্টোরে।
গুগল গ্লাস ভবিষ্যতে কেনার ও ব্যবহার করার ইচ্ছে আছে কাদের মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন!