গুগল আজ থেকে নেক্সাস ৫-এর জন্য অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের প্রথম আপডেট অ্যান্ড্রয়েড ৪.৪.১ মুক্তি দিচ্ছে। কোম্পানিটি এক ঘোষণায় জানিয়েছে, নেক্সাস ৫ ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের এই নতুন আপডেটটি পাবেন।
অ্যান্ড্রয়েড ৪.৪.১ আপডেটটি কেবল নেক্সাস ৫-এ মুক্তি দেয়ার অন্যতম কারণ হলো এটি নেক্সাস ৫-এর ক্যামেরা সফটওয়্যারের একটি উন্নত সংস্করণ। কম আলোর পরিবেশে দ্রুত ফোকাসিং, হোয়াইট ব্যালেন্সিং এবং কম শাটার ল্যাগের সুবিধা নেক্সাস ৫-এর ক্যামেরায় যোগ করতেই অ্যান্ড্রয়েডের এই আপডেটটি মুক্তি দিচ্ছে গুগল।
(আরও পড়ুনঃ RAW ফরম্যাট সাপোর্ট আসছে অ্যান্ড্রয়েডের স্টক ক্যামেরায়)
নেক্সাস ৫-এর ক্যামেরায় এইচডিআর+ নামে একটি বিশেষ সুবিধা রয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা বার্স্ট মোডে একসঙ্গে অনেকগুলো ছবি তুলে হাই ডাইনামিক রেঞ্জের সেরা ছবিটি সংরক্ষণ করতে পারেন। শুরু থেকেই এইচডিআর+ নিয়ে অনেক মার্কেটিং শোনা গেলেও নেক্সাস ৫ ব্যবহারকারীরা এর পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই নতুন আপডেটের মাধ্যমে এইচডিআর+ আরও উন্নত করা হয়েছে বলেও জানা গেছে।
অবশ্য লো-লাইট কন্ডিশনে এইচডিআর+ নতুন ৪.৪.১ আপডেটে কেমন ছবি তুলতে পারে সেটা এখনও দেখার অপেক্ষায় রয়েছেন ব্যবহারকারীরা।
Also available in English on Android Kothon En.