গুগল গ্লাস চলছে অ্যান্ড্রয়েডে!

গুগল যেদিন প্রথম তাদের অগমেন্টেড রিয়েলিটি গ্লাস বা গুগল গ্লাস নামের চশমার প্রোটোটাইপ দেখায়, সেদিন থেকেই সবাই এই চশমা নিয়ে নানা আলোচনা করতে শুরু করেন। কেউ বলেন কীভাবে এটি আমাদের চোখকেও সারাক্ষণ সোশাল নেটওয়ার্কিং-এ ব্যস্ত করে তুলবে। কেউ বলেন কীভাবে এটি আমাদের জীবন যাত্রায় সহজের পরিবর্তে আরও কঠিন করে তুলবে। কেউ বা আবার ভাবতে শুরু করেন আসলে কী অপারেটিং সিস্টেমে চলছে এই গুগল গ্লাস।

এই সর্বশেষটা যারা ভাবছিলেন, তাদের অধিকাংশই ডেভেলপার শ্রেণীর। ইতোমধ্যেই বাস্তব পণ্যে রূপ নিয়েছে গুগল গ্লাস। পৌঁছে গেছে অনেক ক্রেতার কাছেও। ডেভেলপারদের কাছেও অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস প্রকাশ করেছে গুগল। কিন্তু তবুও স্পষ্টভাবে কখনোই গুগল জানায়নি আসলে কী অপারেটিং সিস্টেমে চলছে এই অদ্ভূত চশমাগুলো।

তবে সম্প্রতি গুগলের সিইও ল্যারি পেইজ বলেই দিলেন, বহু পরিচিত অ্যান্ড্রয়েডেই চলছে গুগল গ্লাস। এক অনুষ্ঠানে প্রশ্নোত্তরের সময় তিনি সোজা ভাষায় জানান, গুগল গ্লাস চলছে অ্যান্ড্রয়েডে। আর অ্যান্ড্রয়েড যেমন ব্যাপকভাবে গৃহীত হয়েছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, গুগল গ্লাসও সেভাবেই গৃহীত ও সমাদৃত হবে বলে তিনি মনে করেন।

গুগল গ্লাস অ্যান্ড্রয়েডে চললে ডেভেলপারদের সুবিধা হওয়ার কথা। একই প্রোগ্রামিং এনভায়রনমেন্টে তারা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। কিন্তু্ একজন ডেভেলপার, যিনি গুগল গ্লাসের জন্য প্রকাশিত মিরর এপিআই দেখেছেন, তিনি জানিয়েছেন, গ্লাসের জন্য অ্যাপ্লিকেশন তৈরির এনভায়রনমেন্ট একেবারেই ভিন্ন। যেখানে জাভা দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, সেখানে গ্লাসের অ্যাপ্লিকেশন তৈরিতে জাভার কোনো কারবারই নেই।

গুগল গ্লাস অ্যান্ড্রয়েডে চলছে এই তথ্য কারো জন্য উপকারী হোক বা না হোক, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কিন্তু কিছুটা হলেও ভালো লাগবে এই তথ্যটা জেনে। আপনার কী মত?

Live with Google