স্যামসাং-এর ফ্ল্যাগশিপ সিরিজ গ্যালাক্সি এস-এর এস৩ যারা কিনতে পারেননি, তাদের জন্য গ্যালাক্সি এস৩ মিনি বের করেছিল স্যামসাং। হয়তো অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর লক্ষ্যে হলেও এস৩ মিনি যথেষ্টই জনপ্রিয়তা পায়। সাম্প্রতিক কিছু তথ্যে ধারণা করা হচ্ছে, ঠিক সেই পথেই আবার হাঁটতে চলেছে স্যামসাং। অর্থাৎ, সম্প্রতি অবমুক্ত হওয়া গ্যালাক্সি এস৪-এরও মিনি সংস্করণ বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। আর স্যামমোবাইলের একটি সূত্র ফাঁস করেছে নতুন এই গ্যালাক্সি এস৪ মিনি এর ছবি ও তথ্য।
স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনির মতোই গ্যালাক্সি এস৪ মিনি হচ্ছে মূল ডিভাইস গ্যালাক্সি এস৪-এর ছোট আকারের সংস্করণ। এর মডেল নম্বর GT-I9190. এতে রয়েছে ৪.৩ ইঞ্চি স্ক্রিন যাতে ব্যবহৃত হচ্ছে সুপার অ্যামোলেড প্রযুক্তি। এছাড়াও এর পিপিআই দেয়া হয়েছে ২৫৬ যেখানে মূল গ্যালাক্সি এস৪-এর পিপিআই রয়েছে ৪৪১ পিক্সেল ডেনসিটি। এছাড়াও গ্যালাক্সি এস৪ মিনিতে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন চলবে যার উপরে থাকবে স্যামসাং-এর নিজস্ব টাচউইজ ইউজার ইন্টারফেস যেটি ব্যবহৃত হয়েছে গ্যালাক্সি এস ৪-এ।
প্রসেসরের দিক দিয়েও যথেষ্টই দুর্বল হতে যাচ্ছে গ্যালাক্সি এস৪ মিনি (অন্তত এস৪-এর তুলনায়)। যেখানে গ্যালাক্সি এস৪-এ ব্যবহৃত হচ্ছে ১.৯ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর, সেখানে এস৪ মিনিতে দেয়া হবে ১.৬ গিগাহার্জ ডুয়েল-কোর প্রসেসর।
(আরও পড়ুনঃ অক্টাকোর নয়, কোয়াড-কোরই থাকছে গ্যালাক্সি এস৪-এর প্রথম ব্যাচে)
সবমিলিয়ে গ্যালাক্সি এস৪-এরই ছোট সংস্করণ হতে যাচ্ছে গ্যালাক্সি এস৪ মিনি যদিও ব্যবহারকারীরা একই ডিজাইন পেলেও একরকম পাওয়ার পাবেন না। আর এটি এ বছরের জুন-জুলাইয়ের দিকে বাজারে আসতে পারে। অবশ্য এখন পর্যন্ত পাওয়া এ সব তথ্যই ফাঁস হওয়া গুজব বলে ধরে নেয়া যেতে পারে। স্যামসাং আনুষ্ঠানিকভাবে এই ডিভাইস আদৌ প্রোডাকশনে আছে কি না সে সংক্রান্ত তথ্যও জানায়নি।
গ্যালাক্সি এস ৪ মিনি বাজারে আসলে কিনতে আগ্রহী হবেন কি?