গ্যালাক্সি সিরিজের নতুন রাজা গ্যালাক্সি এস ৪ এর পর নোট সিরিজেও নতুন আগমনের সংবাদ শোনা যাচ্ছে যদিও তেমন কোনো বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। কিছুদিন আগে গুজব ছড়িয়ে পড়ে সামনে গ্যালাক্সি নোট ৩ আসছে ৫.৯ ইঞ্চি ডিসপ্লে নিয়ে। আজ সেই গুজবের সত্যতা প্রমাণ করেছে স্যামসাং এর ডিসপ্লে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এক কর্মী। অর্থাৎ, নোট ৩ এর প্রথম নিশ্চিত বৈশিষ্ট্য হচ্ছে এর ৫.৯ ইঞ্চি স্ক্রিন। যদিও নিশ্চিতভাবে জানা যায়নি, তবুও ধারণা করা হচ্ছে OLED প্রযুক্তিই ব্যবহার করা হবে ডিসপ্লেটিতে।
এছাড়াও জানা গেছে গ্যালাক্সি এস ৪-এর মতই গ্যালাক্সি নোট ৩-ও প্রথমে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি শুরু হবে যা খুব সম্ভবত AT&T ক্যারিয়ারের আওতায় কিনতে পারবেন ক্রেতারা। গ্যালাক্সি নোট ৩ এর আনুষ্ঠানিক উন্মোচন ধারণা করা হচ্ছে আগামী অাগস্টে করা হবে। গ্যালাক্সি এস ৪-এর মতোই হয়তো বিশাল কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হবে নোট ৩। অবশ্য গ্যালাক্সি এস ৪ এর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যথেষ্টই বিড়ম্বনার শিকার হতে হয়েছে স্যামসাং-কে।
অন্যান্য বৈশিষ্ট্য যেমন চিপসেট ও অন্যান্য সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে যেহেতু এস ৩ এর হার্ডওয়্যার নোট ২ তে ছিল, সে অনুযায়ী নোট ৩-এ অক্টাকোর এক্সিনস ৫ চিপসেট এবং এস ৪-এর অন্যান্য বৈশিষ্ট্য থাকতে পারে।
অক্টাকোর গ্যালাক্সি এস ৪ এখনই নয়
এস ৪ এর কথা যখন উঠলোই, জানিয়ে দেয়া যাক এস ৪ এর সম্পর্কে পাওয়া নতুন তথ্য। স্যামসাং জানিয়েছে, এক্সিনস ৫ চিপসেটের কিছু সমস্যা এবং চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় প্রথমেই অক্টাকোর চিপসেটের এস ৪ বাজারে খুব একটা পাওয়া যাবে না; বরং ৭০% এস ৪ ই স্ন্যাপড্রাগন ৬০০ করটেক্স এ৯ ক্রেইট কোয়াডকোর চিপসেট চালিত হবে। অর্থাৎ, এই বছরই অক্টাকোরে বাজার মাত করতে পারছে না স্যামসাং। আবার এদিকে মে মাসে গুগল মটোরোলা এক্স ফোনে যদি অক্টাকোর প্রসেসর চলে আসে তাহলে গ্যালাক্সি এস ৪ তার বাজার কিছুটা হারায় কিনা তাও ভাববার বিষয়।
নতুন খবর তো পেলেন, ৫.৯ ইঞ্চি নোট ৩ আর বেশীরভাগই কোয়াডকোর এ৯ চালিত এস ৪-ই স্যামসাং এর শীর্ষ ডিভাইস হচ্ছে এই বছরের বেশিরভাগ সময়। আর যেহেতু গ্যালাক্সি এস ৪ এখনই এক্সিনস ৫ পাচ্ছেনা, সেহেতু ধারণা করা হচ্ছে গ্যালাক্সি নোট ৩-ও এই বছর পাচ্ছে না অক্টাকোর। হয়তো এ বছরের শেষের দিকে অক্টাকোরের স্যামসাং গ্যালাক্সি ডিভাইস আসবে বাজারে।
এই ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না।