Author: তুষার
সেই ছোটবেলা থেকে হাতের কাছে যেই মোবাইল পেতাম তার ১৪ গুষ্টি উদ্ধার করে ছাড়তাম। এখন অন্য মোবাইল এর ১৪ গুষ্টি উদ্ধার না করে থাকলেও নিজেরটা নিয়েই ব্যাস্ত থাকি। প্রতিদিনই নতুন কিছু শেখার চেষ্টা করি। যা জানি তা নিয়েই অন্যদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি। সাহায্য করার প্রয়াস নিয়েই অ্যান্ড্রয়েড কথনে আমার লেখালেখি শুরু।