মার্চের ১৪ তারিখ স্যামসাং আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছে তাদের গ্যালাক্সি এস ৪ ডিভাইসের। এই কয়েকদিন অপেক্ষা করার বদলে প্রযুক্তি বিশ্বে এখন কেবল গুজব আর তথ্য ফাঁসের ছড়াছড়ি। সম্প্রতি দি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, “আই স্ক্রলিং” নামে নতুন একটি সুবিধা প্রথমবারের মতো দেখা যেতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ৪-এ।
(আরও পড়ুনঃ গ্যালাক্সি এস ৪ বেঞ্চমার্ক ও নতুন তথ্য ফাঁস)
বিষয়টা হবে এরকম, কোনো ওয়েবপেজ পড়ার সময় পাতার শেষের দিকে দৃষ্টি থাকলে গ্যালাক্সি এস ৪ স্বয়ংক্রিয়ভাবে স্ক্রল ডাউন করবে। ফলে, একটু পরপর ব্যবহারকারীকে স্ক্রল ডাউন বা স্ক্রল আপ করার ঝামেলা পোহাতে হবে না। নিউ ইয়র্ক টাইমস একে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে অভিহিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্যামসাং-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এসব তথ্য জানিয়েছে।
এর আগে স্যামসাং গ্যালাক্সি এস ৩-এ আনে “স্মার্ট স্টে” নামে নতুন প্রযুক্তি যা ব্যবহারকারী যতক্ষণ ডিভাইসের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, ততক্ষণ ব্যাকলাইট বন্ধ হয় না। দৃষ্টির উপর ভিত্তি করে এর আগেও স্যামসাং প্রযুক্তি ডেভেলপ করেছে বলে “আই স্ক্রলিং” সুবিধাটি বাস্তব হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
নতুন এসব সুবিধা গ্যালাক্সি এস ৪-কে এক্সপেরিয়া জেড ও এইচটিসি ওয়ান-এর উপযুক্ত প্রতিদ্বন্দ্বী করে তুললেও একই সঙ্গে এটি মানুষের অলসতা বাড়িয়ে দেয়ার আরেকটি সফল ধাপ বলেও মনে করছেন অনেকে।