অ্যান্ড্রয়েড জগতে আমরা কোয়ালকম, স্যামসাং এক্সিনস, মিডিয়াটেক ইত্যাদি-এর কাছ থেকে আমরা অনেক প্রসেসর দেখেছি কিন্তু এবার আসলো কম্পিউটারের স্বনামধন্য চিপ নির্মাতা ইনটেল। অনেকজন হয়তো বলছেন যে, এখন এর মোবাইল চিপসেটগুলোর সাথে Intel পারবে না। কিন্তু প্রযুক্তি বিশ্বে শেষ বলে কিছু নেই। একসময়ের রাজত্ব করা নকিয়াকে হার মানিয়ে দিয়েছে স্যামসাং। তাই ইনটেল হয়তো বাজিমাত করতেও পারে তাদের চিপসেট দিয়ে। আর ঠিক সে পথেই পা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
Lava International কিছুদিন আগেই বের করল তাদের দ্বিতীয় Intel চালিত স্মার্টফোন। Xolo X500 এর অনলাইনে দাম ঠিক করা হয়েছে ৮৯৯৯ রুপি। চলুন দেখে আসা যাক এর হার্ডওয়্যারে কী রয়েছে।
যা আছে মোবাইল এর ভিতরে
প্রথমেই এটিতে থাকছে একটি ১.২ গিগাহার্জ Intel Z2420 প্রসেসর এবং এটিতে Intel এর Hyper-Threading ও থাকছে। আরও থাকছে ৩.৫” ইঞ্চি আকারের HVGA ডিসপ্লে যার রেজুলেশন ৪৮০X৩২০ পিক্সেল। গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে থাকছে PowerVR SGX540; রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব। এছাড়াও এর ব্যাটারির ক্ষমতা ১৫০০ mAh। এছাড়াও এটিতে থাকছে একটি ৫ মেগাপিক্সেল এর ক্যামেরা।
কিছু বেঞ্চমার্ক
বেঞ্চমার্ক এ Xolo X500 তার প্রতিদ্বন্দ্বী ফোনদের হারাতে সফল হয়েছে; আর এটা সম্ভব হয়েছে তুলনামূলক কম রেজুলেশন দেয়ায়। কেননা, ফোনের ডিসপ্লে রেজুলেশন কম থাকায় ফোনের হার্ডওয়্যার বেশি গ্রাফিক্স প্রসেসিং-এ সক্ষম হচ্ছে। নিচে দেখুন কয়েকটি জনপ্রিয় বেঞ্চমার্ক টেস্টিং-এর রেজাল্ট।
- Antutu Benchmark এ Xolo X500।
- Quadrent Benchmark এ Xolo X500 ৩২৫০ পেয়েছে !
- কিন্তু Nenamark 2 তে এসে সবাইকে চমকে দিল Xolo X500 60FPS
এখন প্রশ্ন হল Xolo আর Intel কি Micromax, Karbonn এর জায়গা নিতে পারবে? আমার মনে হয় না, কারণ আমরা যত মোবাইল ব্যবহার করি তাদের প্রতিটিতে হইতো কোয়ালকম, এক্সিনস বা মিডিয়াটেক-এর প্রসেসর ব্যবহৃত হচ্ছে এবং এ সবগুলোই হচ্ছে ARM Architecture এর। সে জন্য বেশির ভাগ অ্যান্ড্রয়েড অ্যাপ এই এসব ডিভাইস সাপোর্ট করে। কিন্তু Intel এর প্রসেসর গুলো হচ্ছে X86 Architecture এর সে জন্য কিছু কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নাও চলতে পারে। কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে এটিই সবচেয়ে কমদামী এবং দ্রুত গতির ফোন।
ইনটেলের প্রসেসরে তৈরি অ্যান্ড্রয়েড ফোন নিতে আগ্রহী হবেন কি?