অ্যাংরি বার্ডসের নির্মাতা রোভিও গত কয়েকমাস বেশ ব্যস্ত কাটিয়েছে। অ্যামেইজিং অ্যালেক্স ও সম্প্রতি ব্যাড পিগিস চালু করার পর খুব একটা দম নিচ্ছে না তারা। সম্প্রতি ঘোষণা করেছে, অ্যাংরি বার্ডস স্পেসের পর এবার অ্যাংরি বার্ডসের নতুন সংস্করণ আগামী নভেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে। আর এই সংস্করণ হবে জর্জ লুকাসের তুমুল জনপ্রিয় ও আলোচিত স্টার ওয়ার্স-এর উপর ভিত্তি করে।
রোভিও বলছে, অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স হবে এ যাবৎকালের সবচেয়ে সেরা অ্যাংরি বার্ডস। বিশেষ করে যারা মুভিটি দেখেছেন, তাদের জন্য এই অ্যাংরি বার্ডস খেলা তো যেন বাধ্যতামূলক! স্টার ওয়ার্স সংস্করণে অ্যাংরি বার্ডসের পরিচিত সব পাখিগুলোকেই দেখা যাবে ভিন্ন ধরনের সাজসজ্জায়। সব মিলিয়ে স্টার ওয়ার্সের পরিবেশ ফুটিয়ে তোলার জন্য যা যা দরকার, তার কোনোটাই বাদ রাখেনি রোভিও।
আরও পড়ুনঃ এবার নাসার কিউরিওসিটিতেও অ্যাংরি বার্ডস
অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স গেমের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামগ্রীও বাজারে আসবে যার মধ্যে রয়েছে খেলনা, কাপড়, পুতুল ইত্যাদি। এই গেমটি এতোটাই সাড়া ফেলেছে যে, কেবল গেম বিক্রির টাকায়ই নয় বরং গেমের চরিত্র অঙ্কিত বিভিন্ন সামগ্রী বিক্রি করেও বিশাল অঙ্কের টাকা আয় করে নিয়েছে অ্যাংরি বার্ডস।
অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স নভেম্বরের ৮ তারিখে মুক্তির কথা জানিয়েছে রোভিও। আশা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বরাবরের মতোই বিনামূল্যে গেমটি ডাউনলোডের সুযোগ পাবেন। তবে প্রাথমিকভাবে না পেলেও কিছুদিন গেলেই গেমটি ডাউনলোড করতে পারবেন ইন্টারনেট থেকে।
অ্যাংরি বার্ডস স্টার ওয়ার্স নিয়ে আপনি কি এক্সাইটেড?