আসুসের তৈরি ও গুগলের ব্যানারে বাজারে আসা শক্তিশালী ট্যাবলেট ডিভাইস নেক্সাস ৭ নিয়ে একটি তুলনামূলক পোস্ট কয়েক সপ্তাহ আগে প্রকাশিত হয়েছে। সেই পোস্টে বলা হয়েছিল যে, নেক্সাস ৭-এর অন্যতম অসুবিধা হচ্ছে এর কম স্টোরেজ বা ধারণক্ষমতা। যেহেতু নেক্সাস ৭-এ এক্সটার্নাল মেমোরি কার্ড ঢোকানোর কোনো স্লট নেই, সেহেতু ইন্টারনাল মেমোরিতেই আবদ্ধ থাকবেন ব্যবহারকারীরা। আর অ্যাপ্লিকেশন ও মুভির এই যুগে ১৬ গিগাবাইট অনেকের কাছেই কম ঠেকতে পারে। অ্যামাজনের কিন্ডল ফায়ারের সঙ্গে নেক্সাস ৭-এর তুলনামূলক রিভিউটি পড়তে এখানে ক্লিক করুন।
আপনি যদি সেইসব ব্যবহারকারীদের মধ্যে একজন হয়ে থাকেন যারা ভাবছেন নেক্সাস ৭-এর ধারণক্ষমতা ৩২ গিগাবাইট হলে ভালো হতো, তাহলে আপনার জন্য সুখবর। একাধিক অনলাইন স্টোরে নেক্সাস ৭-এর ৩২ গিগাবাইটের একটি মডেল দেখা গেছে। যদিও নতুন এই মডেলের কোনো ছবি দেখা যায়নি, দাম হিসেবে ২৬০ ডলারই দেখানো হচ্ছে। অবশ্য অনেকের মতামত, এটি কেবল প্লেসহোল্ডার হিসেবে দেখানো হতে পারে।
আরও পড়ুনঃ নেক্সাস ৭ আসতে পারে ৩জি সংযোগসহ
আরেকটি সূত্র বলছে, দাম আসলে ২৬০ বা ২৭০-এরও অনেক বেশি হতে পারে। কেননা, গুগল নেক্সাস ৭-এর ৮ গিগাবাইট মডেল বিক্রি করছে ১৯৯ ডলারে। কিন্তু অন্যান্য স্টোরে এর দাম ২৪০ ডলারেরও বেশি দেখা গেছে। তাই এই মূহুর্তে ৩২ গিগাবাইট মডেলের নেক্সাস ৭-এর দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। এমনকি ৩০০ ডলারও ছাড়াতে পারে এই ডিভাইসের দাম। তবে তখন নেক্সাস ৭ এর চেয়ে কিন্ডল ফায়ার এইচডিই ভালো চয়েস হবে বলে আমার মতামত।
৩২ গিগাবাইট ধারণক্ষমতার নেক্সাস ৭ এই মাসের ২৪ তারিখের দিকেই বাজারে আসবে বলে সূত্র জানিয়েছে। নেক্সাস ৭ ৩২ গিগাবাইট কত দামে হলে কিনতে রাজি আছেন?