৩জি সংযোগের নেক্সাস ৭ আসতে পারে

গুগল নেক্সাস ৭

সম্প্রতি একটি সূত্র থেকে জানা গেছে, তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে আসতে পারে ৩জি সংযোগের নেক্সাস ৭। এতে করে নেক্সাস ৭ ডিভাইস ব্যবহার করে ৩জি ইন্টারনেট ব্যবহার করা যাবে।  ফলে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমেই ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। নতুন এই নেক্সাস ৭ ৩জি’র দাম সম্পর্কেও কোনো আভাষ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৩০ ডলার বেশি দাম পড়তে পারে ৩জি সংযোগের নেক্সাস ৭ ট্যাবলেটের।

অ্যামাজনের কিন্ডল ফায়ারকে বলা হতো কমদামের মধ্যে সবচেয়ে ভালো হার্ডওয়্যারের ট্যাবলেট। যদিও ডিভাইসটি থেকে গুগল প্লে স্টোরে ঢোকা যেত না, তবুও অনেকেই ১৯৯ ডলারে এর চেয়ে বেশি কিছু আশাও করেননি। এমনই সময় গুগল তাদের নেক্সাস ৭ ডিভাইসটি বাজারে আনে। একই দামে এনভিডিয়া টেগরা ৩ এর মতো শক্তিশালী চিপসেট আর কোয়াড-কোর প্রসেসর পেলে অন্য কোনো ট্যাবলেটের দিকে তো মুখ ফিরিয়েও তাকানোর কথা না।

কিন্তু কিছুটা অসুবিধা ঠিকই রেখে দিয়েছে গুগল। গ্যালাক্সি নেক্সাস ৭ সব দিক দিয়ে দারুণ একটি কমদামী ট্যাবলেট হলেও এর নেই দু’টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটি হলো আলাদা মেমোরি কার্ডের স্লট, অন্যটি হলো মোবাইল কানেক্টিভিটি। মেমোরি কার্ড স্লট না থাকার বিষয়টি যদি মেনে নেয়াও যায়, বাংলাদেশের মতো দেশে কেবল ওয়াই-ফাই সংযোগের একটি ডিভাইস নিয়ে খুব একটা সুবিধা করে উঠতে পারবেন না সবাই। যেহেতু সাশ্রয়ী ট্যাবলেট হিসেবে নেক্সাস ৭ কিনতে চাইবেন সবাই, সেহেতু এসব ক্রেতাদের অনেকেরই ইতোমধ্যেই একটি স্মার্টফোন নেই। তাই হটস্পট তৈরি করেও ওয়াই-ফাই ইন্টারনেট পাওয়ার সুবিধা নেই। বাসায় যদি ওয়াই-ফাই রাউটার থাকেও, বাসার বাইরে গেলেই ইন্টারনেটে সংযুক্ত হওয়ার আর কোনো উপায় থাকবে না।

বাংলাদেশে যদিও এখনও ৩জি নেটওয়ার্ক চালু হয়নি, যেহেতু টেলিটক ৩জি আনছে শিগগিরই, সেহেতু নেক্সাস ৭ এর সঙ্গে টেলিটকের ৩জি সিম একটি সুন্দর যুগল হতে পারে, যারা দু’জনে মিলে আপনাকে ইন্টারনেট সংযোগ দেবে সবসময়!