গেম রিভিউঃ Bad Piggies – অ্যাংরি বার্ডস নির্মাতা রোভিও’র নতুন চমক

ব্যাড পিগিস

অ্যাংরি বার্ডসের নির্মাতা রোভিও স্মার্টফোনের জন্য তাদের দ্বিতীয় গেমস অ্যামেইজিং অ্যালেক্স বের করে অ্যাংরি বার্ডস বাজারে আসার প্রায় ৩ বছর পর। কিন্তু এই তিন বছর রোভিও একেবারেই বসে থাকেনি। কেননা, অ্যামেইজিং অ্যালেক্স বের করার মাত্র কয়েকমাসের মাথায়ই নতুন আরেকটি গেম নিয়ে হাজির হয় রোভিও। যদিও গেমের চরিত্রের সঙ্গে অ্যাংরি বার্ডস প্লেয়াররা সবাই পরিচিত, তবুও গেমটি এসেছে সম্পূর্ণ নতুন এক গেমপ্লে নিয়ে। হ্যাঁ, ইতিমধ্যেই অনেকবার আমাদের সাইটেই গেমটির নাম শুনেছেন। আমি বলছি ব্যাড পিগিস গেমের কথা।

ব্যাড পিগিস

ব্যাড পিগিস গেমটি মূলত অ্যাংরি বার্ডস ও অ্যামেইজিং অ্যালেক্সের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যদিও এর গেমপ্লে ও গ্রাফিক্স সম্পূর্ণ নতুন, কিন্তু আইডিয়া নেয়া হয়েছে এই দু’টি গেম থেকেই। অ্যাংরি বার্ডসে পাখিগুলো দিয়ে পিগের তৈরি স্থাপনা ধ্বংস করতে হতো। সেই সঙ্গে পিগগুলোকেও আক্রমণ করতে হতো। কিন্তু ব্যাড পিগিস-এ আপনাকে খেলতে হবে পিগের ভূমিকায়। পিগগুলোকে অদ্ভূত সব গাড়ি বা স্থাপনা তৈরি করে দিতে হবে যাতে পথে থাকা সবগুলো স্টার কালেক্ট করে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছতে পারে।

পিগকে এই বাহন তৈরি করে দেয়ার জন্য আপনাকে বাক্স, চাকা, ফ্যান ইত্যাদি প্রয়োজনীয় বস্তু দেয়া থাকবে। আপনার কাজ হবে সেগুলোকে বসিয়ে কার্যকর একটি বাহন তৈরি করে দেয়া। পরের লেভেলে গেলে এক সময় এদের ওড়ার ব্যবস্থাও করে দিতে হবে বেলুন ও অন্যান্য বস্তু দিয়ে (যেমনটা উপরের লেভেলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন)। যারা অ্যামেইজিং অ্যালেক্স খেলেছেন, তারা হয়তো বুঝতে পারছেন গেমপ্লেটা কী রকম। তবে ভাগ্য ভালো যে, অ্যামেইজিং অ্যালেক্স যেভাবে কিছুক্ষণ পরই অনেক কঠিন আর কিছুটা বোরিং হয়ে যায়, ব্যাড পিগিস সেরকমটা নয়। বরং, সত্যি সত্যিই মজার গেম ব্যাড পিগিস।

ব্যাড পিগিস

অনেক গেমার আবার ব্যাড পিগিসকে অ্যাংরি বার্ডসের তুলনায় বেশি মজার বলেছেন। এর কারণটাও সহজ। অ্যাংরি বার্ডসেও উপরের লেভেলে গিয়ে সবগুলো পিগ মারা বেশ কঠিন হয়ে যায়। ব্যাড পিগিসেও যে উপরের লেভেলে গিয়ে সব কঠিন হয়ে যায় না এমনটা নয়, কিন্তু ততোটাও আবার কঠিন করেনি রোভিও। অন্তত খেলতে বসে মজা থেকে যেন বঞ্চিত না থাকেন, সেদিকে লক্ষ্যটা এবার ঠিকমতোই রেখেছে তারা।

ব্যাড পিগিস

সুতরাং, অ্যাংরি বার্ডস আর অ্যামেইজিং অ্যালেক্স খেলে থাকলে ব্যাড পিগিস কেমন হবে তা নিশ্চয়ই ধারণাও করতে পারছেন। কিন্তু শুধু ধারণায় বসে থাকবেন কেন? গুগল প্লে স্টোর থেকে ফ্রি-তেই ৩৪ মেগাবাইটের ব্যাড পিগিস ডাউনলোড করা যাচ্ছে। তাই নিচের লিংক থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ইন্সটল করুন অথবা আপনার অ্যান্ড্রয়েডের ক্যামেরা দিয়ে স্ক্যান করুন সঙ্গে থাকা কিউআর কোড

গুগল প্লে স্টোর লিংকঃ ব্যাড পিগিস কিউআর কোড ব্যাড পিগিস

ব্যাড পিগিস গেম সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতে অ্যাংরি বার্ডস বেশি মজার নাকি ব্যাড পিগিস বেশি মজার?