অ্যাংরি বার্ডস তুমুল জনপ্রিয় একটি গেম। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রোভিও মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে কাজ করে কয়েক মাস আগে বাজারে আনে গেমটির নতুন সংস্করণ অ্যাংরি বার্ডস স্পেস। মহাকাশভিত্তিক এই গেমটিও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠে। তবে সম্প্রতি নাসার কিউরিওসিটির মঙ্গলগ্রহে পৌঁছানো নিয়ে সাড়া জাগানোর পর রোভিও নতুন করে নাসার সঙ্গে কাজ করতে শুরু করে। আর এর ফলাফল হচ্ছে অ্যাংরি বার্ডস স্পেসে কিউরিওসিটি রোভার!
অ্যাংরি বার্ডস স্পেস গেমের নতুন আপডেটটি ইন্সটল করার পর ব্যবহারকারীরা টিজার ভিডিওতেই দেখতে পাবেন মঙ্গলের চিত্র (অবশ্যই বাস্তব নয়!)। একইসঙ্গে কিউরিওসিটিকেও জুড়ে দেয়া হয়েছে গেমের মূল কাহিনীর সঙ্গে। জানা গেছে, গেমটিতে সবুজরঙা পিগগুলো এই কিউরিওসিটিকে হাইজ্যাক করে ডিমের খোঁজে বের হয়। যারা অ্যাংরি বার্ডসের প্রথম গেমের সিনেমাটিক ট্রেইলার দেখেছেন, তারা জেনে থাকবেন যে, পাখিগুলোর ডিম চুরি করা নিয়েই এই পুরো যুদ্ধের সূত্রপাত! মঙ্গলে গিয়েও তেমনি রেহাই নেই।
নতুন অ্যাংরি বার্ডস স্পেসে মঙ্গলের বুকে ২০টি নতুন লেভেল তৈরি করা হয়েছে যেখানে ব্যবহারকারীরা আগ্নেয়গিরি, জ্বলন্ত গ্রহাণু ইত্যাদির সন্ধান পাবেন। এছাড়াও নতুন নতুন সব গোপন লেভেল সম্পন্ন করতে পারলে নাসার সত্যিকারের মিশন সম্পর্কে বিভিন্ন তথ্যও জানা যাবে এই গেম থেকেই। নিচে দেখুন গেমটির নতুন টিজার ভিডিও।
নাসা মঙ্গলে নিজেদের কাজে কিউরিওসিটি পাঠালো। কিন্তু দুষ্ট পিগগুলো তা হাইজ্যাক করে পাখির ডিম খুঁজতে বেরিয়ে পড়লো। এর প্রতিকার করার দায়িত্ব এবার আপনার। বসে পড়ুন অ্যাংরি বার্ডসের নতুন আপডেট নিয়ে আর পিগগুলোর দফা রফা করতে শুরু করুন এখনই!
গুগল প্লে স্টোর লিংকঃ অ্যাংরি বার্ডস স্পেস
অ্যাংরি বার্ডসেও মঙ্গলে পাঠানো কিউরিওসিটি চলে আসতে পারে এই ধারণা কি আগে থেকেই করতে পেরেছিলেন? নিচে অ্যাংরি বার্ডসে নাসার কিউরিওসিটি চলে আসা নিয়ে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না!