অ্যান্ড্রয়েড ফোন নয়, অ্যাপ্লিকেশন আনছে নকিয়া

নকিয়া

সম্প্রতি নকিয়া প্রফেশনাল নেটওয়ার্ক লিংকডইনে লিনাক্স বিশেষজ্ঞের সন্ধানে একটি চাকরির নিয়োগপত্র প্রকাশ করলে আন্তর্জাতিক মিডিয়ায় আলোড়ন ওঠে যে, অ্যান্ড্রয়েড ফোন আনার জন্যই হয়তো লিনাক্স বিশেষজ্ঞের খোঁজে আছে নকিয়া। অ্যান্ড্রয়েড কথনেও আমরা এ ব্যাপারে লিখেছিলাম। সেখানে আমরা এও বলেছিলাম যে, অ্যান্ড্রয়েড ফোন না হলে কেবল অ্যান্ড্রয়েড  অ্যাপ্লিকেশন তৈরির জন্যও বিশেষজ্ঞের সন্ধান করতে পারে নকিয়া।

আর ঠিক সেটাই সঠিক হয়েছে।

আরও পড়ুনঃ নকিয়া এন৯-এ ইন্সটল করুন অ্যান্ড্রয়েড জেলি বিন

নকিয়ার মুখপাত্র ডগ ডসন জানিয়েছেন, নকিয়ার HERE ম্যাপস অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করার কাজেই ডেভেলপার খোঁজ করা হচ্ছে। উল্লেখ্য, নকিয়ার নতুন এই ম্যাপ অ্যাপ্লিকেশন ইতোমধ্যেই আইফোন ও আইপ্যাডের জন্য মুক্তি দেয়া হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই অ্যাপ্লিকেশন তৈরির জন্য কাজ শুরুর কথা ভাবছে নকিয়া। সে কারণেই লিনাক্স বিশেষজ্ঞ খুঁজতে শুরু করেছে ফিনল্যান্ডের এই মোবাইল প্রস্তুতকারক কোম্পানি।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড ও লিনাক্সের মাঝে সম্পর্ক

কাজেই, নকিয়া অ্যান্ড্রয়েড ফোন আনতে পারে এই খবর শুনে যারা আগ্রহী হয়ে উঠেছিলেন তাদের এবার খানিকটা হতাশই হতে হবে। তবে নকিয়া এবার অ্যান্ড্রয়েড ফোন তৈরির জন্য লোক খুঁজছে না বলে যে ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ফোন আনার কোনো পরিকল্পনা নেই এমনটাও বলেনি নকিয়া।