বর্তমানের অ্যান্ড্রয়েড বাজারের শীর্ষে থাকা কয়েকটি ফোনের মধ্যে অন্যতম এইচটিসি ওয়ান। কিছু কিছু রিভিউয়ার এই ফোনকে গ্যালাক্সি এস৪-এর চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন। তবে যার মন্তব্য যাই হোক, এইচটিসি ওয়ান ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। কেননা, এই ফোনের ইন্টারন্যাশনাল ভার্সনে অ্যান্ড্রয়েডের সর্বশেষ আপডেট জেলি বিন ৪.২.২ আপডেট রিলিজ করা হয়েছে।
তাইওয়ানের ব্যবহারকারীরা সবার আগে এই ওটিএ আপডেট পেয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। নতুন এই আপডেটে রয়েছে নতুন স্টাইলের লক স্ক্রিন, উইজেট, লঞ্চার বার, কুইক সেটিংস, নোটিফিকেশন বারে ব্যাটারি পারসেন্টেজ ইত্যাদি নতুন অনেক কিছু।
এইচটিসি ওয়ানের ক্যারিয়ার ভার্সনগুলো কবে এই আপডেট পাবে এ সংক্রান্ত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে ক্যারিয়ার ভার্সনের আগে ইন্টারন্যাশনাল ভার্সনে নতুন আপডেট রিলিজ করায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাইরের ব্যবহারকারীরা খুশিই হবেন!
উল্লেখ্য, ওটিএ আপডেট হচ্ছে Over-the-Air আপডেট যা অ্যান্ড্রয়েড ডিভাইসেই ডিভাইস নির্মাতাদের সার্ভার থেকে সরাসরি ডাউনলোড করার অপশন দেয়া হয়ে থাকে (যেমনটা উপরের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন)।
আপনার এইচটিসি ওয়ান ডিভাইসে অ্যান্ড্রয়েড ৪.২.২ ইন্সটল করার জন্য অপেক্ষা করছেন কি?