জেমস বন্ড ব্যবহার করবে এক্সপেরিয়া টি

জেমস বন্ড এক্সপেরিয়া টি

আপাতঃদৃষ্টিতে মনে হচ্ছে, ভোক্তাদের আগে সনির নতুন ডিভাইস এক্সপেরিয়া টি ব্যবহার করবেন বা করেছেন মি. জেমস বন্ড।

সনি সম্প্রতি এক্সপেরিয়া সিরিজের বেশ কয়েকটি নতুন ডিভাইস বাজারে এনেছে। এর মধ্যে এক্সপেরিয়া টি স্মার্টফোনটির উপর কোম্পানির বিশেষ মনোযোগ থাকবে বলে জানিয়েছে তারা। অর্থাৎ, এটি হবে কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ পণ্য। অন্য কথায় বলা যায়, স্যামসাং যেমন এতোদিন তাদের গ্যালাক্সি এস থ্রি নিয়ে অনেক বেশি প্রচারণা করেছে, সনিও এখন থেকে এক্সপেরিয়া টি নিয়ে প্রচারণা একটু বেশিই করবে।

তবে প্রচারণা সবচেয়ে বেশি বোধহয় করা সম্ভব ইংরেজি মুভির মাধ্যমে, যা হাজার হাজার দর্শক দেখে থাকেন। আর সেই মুভি যদি জেমস বন্ডের হয়, তাহলে তো কথাই নেই।

০০৭ খ্যাত বিখ্যাত স্পাই জেমস বন্ডের মুভিতে সবসময়ই বিভিন্ন গ্যাজেটের ব্যবহার দেখা গেছে। অনেকে জেমস বন্ড মুভিই দেখে থাকেন জেমস বন্ডের গ্যাজেসটগুলোর জন্য। এর আগের বেশ কয়েকটি জেমস বন্ড মুভিতে সনি এরিকসনের পণ্য দেখা গেছে। এবার জেমস বন্ড ফিরে আসছে তার নতুন ছবি “স্কাইফল” নিয়ে, যেখানে তাকে এক্সপেরিয়া টি ফোন ব্যবহার করতে দেখা যাবে।

সনি মোবাইল-এর প্রেসিডেন্ট ও সিইও হাজুও হিরাই জানিয়েছেন, ০০৭ খ্যাত এই স্পাই-এর আগামী মুভি স্কাইফল-এ দেখা যাবে এক্সপেরিয়া টি স্মার্টফোন। মুভিপ্রেমীরা স্কাইফল-এর ট্রেইলার দেখুন নিচে।

 

স্কাইফল ছবিটি নভেম্বরের ৯ তারিখে মুক্তির কথা রয়েছে। যদি এর আগেই এক্সপেরিয়া টি বাজারে চলে আসে, তাহলে আপনি বন্ডের আগেই তার গ্যাজেট ব্যবহারকার করে ফেলার সুযোগ পাবেন! কার কার জেমস বন্ড গ্যাজেট ব্যবহারের ইচ্ছা রয়েছে মন্তব্য করুন।