সনি ঘোষণা করলো নতুন Xperia Z ও ZL

Xperia Z

সনি ইয়োগা খ্যাত এক্সপেরিয়া জেড (Xperia Z) অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। সিইএস এর প্রথমদিন সনি আনুষ্ঠানিকভাবে এই ফোনের ঘোষণা দেয়। একই সঙ্গে এক্সপেরিয়া জেডএল-এরও ঘোষণা দেয়া হয়েছে। আর আগে ফাঁস হওয়া গুজবের সঙ্গে অনেকটাই মিলে গেছে বাস্তব এক্সপেরিয়া জেড।

সনি জানিয়েছে, এক্সপেরিয়া জেড আর জেডএল দু’টি ডিভাইসের স্পেসিফিকেশনই প্রায় এক। দু’টোতেই রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর ও ২ গিগাবাইট র‌্যাম। হ্যাঁ, ৩ গিগাবাইট র‌্যামের গুজব ছড়ালেও সনি নিশ্চয়ই ভাবছে এখনও ৩ গিগাবাইট র‌্যামের যুগ আসেনি। তাই আপাতত ২ গিগাবাইট র‌্যামই দেয়া হয়েছে নতুন এই দুই ডিভাইসে।

দু’টো ফোনেই রয়েছে ৫ ইঞ্চি 1080×1920 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে ২,৪০০ এমএএইচ ব্যাটারি, এনএফসি প্রযুক্তি ও এলটিই সুবিধাও রয়েছে। সব স্পেসিফিকেশন প্রায় একই রকম হলেও ফোনের বিল্ড কোয়ালিটি বা আউটলুকের দিক দিয়ে এক্সপেরিয়া জেড ও জেডএল অনেকটাই ভিন্ন।

সনি জানিয়েছে, এক্সপেরিয়া জেড-এ রয়েছে কার্বন ফাইবার স্কেলেটন ফ্রেম, টেম্পারড গ্লাস ব্যাক প্যানেল যেটি একই সঙ্গে পানি ও ধুলো প্রতিরোধক। অন্যদিকে এক্সপেরিয়া জেডএল-এ রয়েছে রাবারি প্লাস্টিক ও ডেডিকেটেড ক্যামেরা বাটন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চের মধ্যেই বাজারে চলে আসবে দারুণ এই দুই ডিভাইস। তবে এগুলোর দাম সম্পর্কে যেমন কোনো তথ্য জানায়নি সনি, তেমনি এড়িয়ে গেছে এটি প্রাথমিকভাবে কোন দেশে মুক্তি দেয়া হবে সেই তথ্যও।