২০১০ সালে গ্যালাক্সি এস সিরিজের সর্বপ্রথম ফোন Samsung Galaxy S বের হবার পর থেকে প্রতি বছর বছর নতুন সব চমকপ্রদ ফিচার নিয়ে গ্যালাক্সি সিরিজের ফোন বের হওয়া এক ধরনের ট্রেন্ড এ পরিণত হয়েছে। ইতোমধ্যেই গ্যালাক্সি এস সিরিজের এস ২ ও এস ৩ বের হয়েছে। হার্ডওয়্যারের বিচারে তখনকার সময়ে ঐ ফোনগুলিই ছিল সেরা। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে স্যামসাং নিয়ে আসছে গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী ফোন স্যামসাং গ্যালাক্সি এস ৪। ইতোমধ্যে এই ফোন নিয়ে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা। কিন্তু সম্প্রতি AnTuTU বেঞ্চমার্ক ফলাফল ফাঁস হয়েছে এই ফোনের যা আরও কিছু তথ্য মোটামুটি নিশ্চিত করেছে।
বেঞ্চমার্ক ফলাফল অনুসারে দেখা গেছে, আসলেই ৫ ইঞ্চি আকারের 1920*1080 পিক্সেল ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে দেয়া হয়েছে নতুন এই গ্যালাক্সি ফোনে। সেই সঙ্গে আছে ১.৮ গিগাহার্জ গতির এক্সিনস ৫ অক্টা (৮ কোরের) প্রসেসর। আর গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য রয়েছে পাওয়ারভিআর এসজিএক্স ৫৪৪এমপি।
গ্যালাক্সি এস ৪-এ ২ গিগাবাইট RAM, ১৬/৩২ গিগাবাইট স্টোরেজ, এইচডি ভিডিও সুবিধাসম্পন্ন ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ব্লুটুথ ৪.০, এনএফসি, এলটিই ও অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন থাকার কথা জানা গেছে।
যদিও স্যামসাং এই কনফিগারেশন নিশ্চিত করেনি, তবুও ধারণা করা হচ্ছে এটিই গ্যালাক্সি এস ৪-এর আসল স্পেসিফিকেশন। যদি তাই হয়, তাহলে প্রতিযোগিতায় ঢুকেই অন্য সব ফোনকে পেছনে ফেলে দেয়ার সামর্থ্য রাখে গ্যালাক্সি এস ৪। এই মাসের ১৪/১৫ তারিখেই আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসের উদ্বোধনের কথা শোনা যাচ্ছে। তখনই বোঝা যাবে আসলেই কতটুকু বাজারমাত করতে সক্ষম এই ফোন।
স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর সম্ভাব্য ক্রেতা আছেন নাকি কেউ?