মাত্র কিছুক্ষণ আগেই আমরা জানিয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি এস ৪ রুদ্ধদ্বারে প্রদর্শিত হবে সিইএস ২০১৩-তে। সেই পোস্টের শেষে আমরা দুঃখও প্রকাশ করেছিলাম যে এযাত্রা বোধহয় গ্যালাক্সি এস ৪-এর চেহারা দেখা আর হবে না আমাদের। কিন্তু ইতোমধ্যেই গ্যালাক্সি এস ৪-এর প্রেস ছবি ফাঁস হয়ে গেছে ইন্টারনেটে। আর অ্যান্ড্রয়েড কথন সঙ্গে সঙ্গেই সেই ছবি নিয়ে এসেছে আপনাদের জন্য।
ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, এটি গ্যালাক্সি এস ৪-এর প্রোটোটাইপ ছবি নয়। এই ছবিটি সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে পাঠানোর জন্য স্যামসাং-এর ডিজাইনাররা তৈরি করেছেন। সাধারণত এসব ছবিকেই প্রেস ইমেজ বা প্রেস ছবি বলা হয়ে থাকে। যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস ৪ নিয়ে মুখই খোলেনি স্যামসাং, তাই এই মূহুর্তে প্রেস ছবি পাবার একটিই উপায় আছে, আর তা হলো ছবি ফাঁস হওয়া।
স্যাম মোবাইল জানিয়েছে, যেই সূত্রে তারা উপরের এই ছবিটি পেয়েছে, সেই সূত্র দাবি করেছে এমন আরও অনেক গ্যালাক্সি এস ৪-এর প্রেস ছবি আছে তাদের কাছে, যদিও এখন পর্যন্ত এই একটি ছবিই ফাঁস হয়েছে। অ্যান্ড্রয়েড কথন পাঠকদের চিন্তা নেই। আরও ছবি ফাঁস হওয়ামাত্রই এই পোস্ট আপডেট করে সেসব ছবি সংযুক্ত করে দেয়া হবে।
এর আগে যেসব গুজব ফাঁস হয়েছে, সেই অনুসারে গ্যালাক্সি এস ৪-এ থাকছে ৫ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লে যার রেজুলেশন 1920 x 1080 ফুল এইচডি। এতে থাকছে ২ গিগাহার্জ কোয়াড-কোর এক্সিনস ৫৪৫০ প্রসেসর, মালি টি৬৫৮ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ২ গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন। তবে উপরের ছবির মতোই এসব তথ্য নিয়েও এখনও সম্পূর্ণ নিশ্চিত নয় কেউ্ই।
আরও সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন।