Xiaomi আনছে তাদের প্রথম মিডিয়াটেক ডিভাইস Xiaomi Hongmi

সম্প্রতি Xiaomi Red Rice নামের এক ডিভাইসের বেশ গুজব উঠেছিল, অবশেষে Xiaomi সেইসব গুজবের অবসান ঘটিয়ে ঘোষণা করল Xiaomi হোংমি নামের তাদের এই নতুন কোয়াড কোর ডিভাইস, যাতে আছে মিডিয়াটেকের এমটিকে ৬৫৮৯টি চিপসেট।

দেখতে অসাধারণ এই ডুয়াল সিমের ডিভাইসে রয়েছে ৪.৭ ইঞ্চি আকারের আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে ১২৮০*৭২০ পিক্সেল। অর্থাৎ এর পিক্সেল পার ডেনসিটি বা পিপিআই হচ্ছে ৩১২, ১জিবি র‍্যাম সমৃদ্ধ এই ডিভাইসে আছে ১.৫ গিগাহার্জ কোয়াড কোর কর্টেক্স এ৭ সিপিউ ও পাওয়ার ভিআর এসজিএক্স৫৪৪ জিপিউ। অন্যান্য ফিচার হিসেবে এতে আছে ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ও একটি মাইক্রো এসডি কার্ড স্লট। এছাড়াও ডিসপ্লে প্রোটেকশন হিসেবে রয়েছে করনিং গরিলা গ্লাস ২ এবং ২০০০এমএএইচ ব্যাটারি।

এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ইউয়ান যা বাংলাদেশী টাকায় মাত্র ১০ হাজার ২০০ টাকার আশেপাশেই। কিন্তু এটি বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা কিংবা পাওয়া গেলেও কি দামে পাওয়া যাবে সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য Xiaomi হচ্ছে চায়নার অন্যতম জনপ্রিয় একটি ডিভাইস ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কাস্টম রম প্রেমীদের অন্যতম পছন্দের একটি রম MiUi তাদেরই তৈরি। Xiaomi Hongmi তে রয়েছে এই রমের সর্বশেষ ভার্শন MiUi v5 যা অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিনের উপর ভিত্তি করে তৈরি।

ডিভাইসটির সম্পর্কে আপনাদের কি মতামত? এটি যদি বাংলাদেশে এসেও থাকে তাহলে কিনবেন কি এই কমদামী অসাধারণ ডিজাইনের ডিভাইসটি?