[টিউটোরিয়াল] রুট ছাড়া যেভাবে স্ক্রিনশট নিতে হয়

প্রায় সময়ই আমরা মোবাইলের স্ক্রিনশট নেয়ার প্রয়োজন বোধ করি। স্ক্রিনশট হচ্ছে মূলত মোবাইল বা কম্পিউটারের ডিসপ্লেতে যা দেখা যাচ্ছে ঠিক তার একটি ছবি তোলা। আলাদা ক্যামেরা ছাড়া সফটওয়্যার দিয়ে ছবি তোলাকেই স্ক্রিনশট বলা যেতে পারে। কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোনেও স্ক্রিনশট নেয়ার জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে। আইসক্রিম স্যান্ডউইচ ও এর উপরের সংস্করণগুলোতে এবং সনি এক্সপেরিয়া ডিভাইসগুলোতে পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন একসঙ্গে চেপে ধরলেই স্ক্রিনশট উঠে যায়। কিন্তু স্টক জিঞ্জারব্রেড ব্যবহারকারীরা ডিভাইস রুট করা ছাড়া স্ক্রিনশট নেয়ার কোনো উপায় খুঁজে পান না। কেননা, স্ক্রিনশট নেয়ার অ্যাপ্লিকেশনগুলোর বেশিরভাগই রুট চেয়ে থাকে।

আজ চলুন দেখে নিই কীভাবে রুট ছাড়াই স্ক্রিনশট নিতে পারবেন জিঞ্জারব্রেড ডিভাইসে।

unnamed

স্ক্রিনশট নেয়ার জন্য যা যা প্রয়োজনঃ

  • অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড বা তার উপরের কোনো সংস্করণ।
  • কিছু ফাইল ডাউনলোড করতে হবে, তাই ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে।
  • এবং একটি কম্পিউটার।

যেভাবে স্ক্রিনশট নিবেন

  • প্রথমেই গুগল প্লে থেকে *Screenshot and Draw* অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন।
  • এখন আপনার মোবাইলে USB Debugging অপশনটি অন করুন এবং কম্পিউটারে কানেক্ট করুন।
  • তারপর আপনার কম্পিউটারে এই ফাইলটি Download করুনঃ (উইন্ডোজের জন্য) https://www.box.com/s/7915d40b859addf3011c
  • এখন zip ফাইলটি Extract করুন, এবং run.bat ফাইলটি চালু করুন।
  • run.bat ফাইলটি ওপেন করলে এরকম একটি Window আসবে এবং এটি চালু করার আগে মোবাইলটি কম্পিউটারে কানেক্ট করে নিবেন।

screenshotbat

  • যদি Service Started Successfully দেখায় তাহলে এখন ফোনটি পিসি থেকে খুলে ফেলুন।
  • এখন Screenshot and Draw অ্যাপটি আপনার মোবাইল এ চালু করুন।

unnamed (1)

এখন Activate বাটনে চাপ দিন এবং Screenshot নেওয়া শুরু করুন!

এই পদ্ধতিতে রুট ছাড়াও জিঞ্জারব্রেড বা তার পরবর্তী অ্যান্ড্রয়েড সংস্করণের ডিভাইসগুলোতে স্ক্রিনশট নেয়া সম্ভব। তবে আইসক্রিম স্যান্ডউইচ বা জেলি বিন ডিভাইসে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই স্ক্রিনশট নেয়ার পদ্ধতি রয়েছে বলে ওগুলোর ব্যবহারকারীদের হয়তো এই অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। কিন্তু অধিকাংশ ব্যবহারকারীর হাতেই এখনও অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেড চালিত ডিভাইস রয়েছে বলে এই টিউটোরিয়ালটি অনেক পাঠকের কাজে আসবে বলেই আমাদের বিশ্বাস।