এইচটিসি ওয়াইল্ডফায়ার এস ব্যবহারকারীরা আপনাদের ফোন রুট করার জন্য প্রস্তুত হয়ে যান। রুট করার মাধ্যমে ফোনের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া যায়। শুনতে সিনেমার ডায়ালগের মতো লাগলেও আসলেই তা সত্যি। রুট করার মাধ্যমে আপনি আপনার ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবেন। ফলে আপনার ডিভাইসের কার্যক্ষমতা বাড়ানো, কাস্টম রম ইন্সটল করার মতো যাবতীয় সুবিধাদি উপভোগ করতে পারবেন।
চলুন কথা না বাড়িয়ে দেখে নিই এইচটিসি ওয়াইল্ডফায়ার এস রুট করার পদ্ধতি।
রুট করার আগে যা জানা জরুরি
- এই পোস্ট থেকে দেখে নিন রুট কী ও কেন, সুবিধা ও অসুবিধা এবং ঝুঁকিসমূহ
- রুট করতে যাওয়ার আগে অবশ্যই আপনার ফোনের বুটলোডার আনলক করা থাকতে হবে। সাধারণত রুট করতে বুটলোডার আনলক করতে হয় না, কিন্তু এইচটিসির এই ডিভাইসে বুটলোডার আনলক থাকতে হয়। আপনি এইচটিসির ওয়েবসাইটের এই পাতায় গিয়ে আপনার ডিভাইস (HTC Wildfire S) সিলেক্ট করুন। প্রথমে আপনাকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ওয়েবসাইটই আপনাকে বুটলোডার আনলক করার পদ্ধতি বলে দিবে। সতর্কতার সঙ্গে এইচটিসির ওয়েবসাইটে দেয়া নির্দেশনা অনুসরণ করে বুটলোডার আনলক করুন।
- পুরো কাজটি করতে একটু সময় লাগতে পারে। তাই কাজ শুরুর পূর্বে ব্যাটারি পুরোপুরি চার্জ করে নেয়া ভালো।
- মোটামুটি বড় আকারের ফাইল ডাউনলোড করতে হতে পারে (অ্যান্ড্রয়েড এসডিকে), সে জন্য ইন্টারনেট সংযোগ থাকা জরুরি।
- রুটের সময় বিদ্যুৎ চলে গেলে সমস্যা হতে পারে। তাই ল্যাপটপ ব্যবহার করা নিরাপদ।
- সর্বোপরি যে কোনো প্রকার ঝামেলা বা সমস্যার জন্য অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ দায়ী থাকবে না, যদিও আমরা চেষ্টা করবো আপনাকে সাহায্য করার।
ডাউনলোড
- এই লিংকে গিয়ে Updated Version-এ ক্লিক করে ডাউনলোড করুন ক্লকওয়ার্কমড রিকভারি।
- এই লিংকের প্রথম পোস্টে Attached Files থেকে ফাইলগুলো ডাউনলোড ডাউনলোড করুন।
রুট করার প্রথম ধাপ
প্রথম ধাপ হচ্ছে আপনার ফোনের বুটলোডার আনলক করা। এ ব্যাপারে পূর্ণ নির্দেশনা আপনি এইচটিসির সাইটেই পাবেন। ঘাবড়াবার কিছু নেই। আপনাকে অ্যান্ড্রয়েড এসডিকে ফাইলগুলো ডাউনলোড করে আপনার ফোনের আইডি এইচটিসির ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে। এইচটিসি আপনার ফোন আনলক করার জন্য একটি কি আপনাকে ইমেইল করবে। সেই কি ব্যবহার করেই আপনি বুটলোডার আনলক করতে পারবেন। কোনো ফোন ব্রিক বা নষ্ট হওয়ার ভয় নেই। পুরো প্রক্রিয়াটি এইচটিসির ওয়েবসাইটে নিচের ছবির মতো দেয়া আছে।
দ্বিতীয় ধাপঃ সিডব্লিউএম ইন্সটল
CWM হচ্ছে ক্লকওয়ার্কমড রিকভারির সংক্ষিপ্ত রূপ। এটি ইন্সটল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- ডাউনলোডকৃত ক্লকওয়ার্ডমড রিকভারি জিপ ফাইল এবং রুটের স্ক্রিপ্ট ফাইলগুলো আপনার কম্পিউটারের ডেস্কটপে রাখুন। এগুলো আনজিপ করবেন না।
- ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার HTC Wildfire S পিসির সঙ্গে কানেক্ট করুন।
- ডাউনলোড করা ফাইল দু’টি আপনার ফোনের মেমোরি কার্ডের রুট ফোল্ডারে ট্রান্সফার করুন। অর্থাৎ, মেমোরি কার্ডের ভেতরেই জিপ ফাইল দু’টো কপি করুন। কোনো ফোল্ডারের ভেতরে রাখবেন না।
- ফাইল ট্রান্সফার শেষে ইউএসবি ক্যাবল খুলে ফেলুন।
- Fastboot অপশনটি অফ করুন। Menu -> Settings -> Power -> Fastboot.
- পাওয়ার বাটন ব্যবহার করে ডিভাইস বন্ধ করুন। এবার আবার ডিভাইস চালু করুন ও পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন দু’টি একসঙ্গে চেপে ধরে রাখুন। (ভলিউম ডাউন হচ্ছে যে বাটন দিয়ে সাউন্ড কমিয়ে থাকেন) এবার আপনার ফোন বুটলোডার মোডে ঢুকবে। যদি স্বাভাবিক নিয়মে চালু হয়, তাহলে বন্ধ করে আবার চেষ্টা করুন।
- বুটলোডার মোডে কিছুক্ষণ অপেক্ষা করলে PG76IMG.zip ফাইলটি ফ্ল্যাশ করার অপশন নিচে থেকেই আসবে। Yes সিলেক্ট করলে স্বয়ংক্রিয়ভাবে এটি ফ্ল্যাশ হওয়া শুরু হবে। উপরে নিচে যেতে ভলিউম বাটনগুলো ব্যবহার করুন।
- কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাশ কমপ্লিট হলে ফোন রিবুট/রিস্টার্ট করুন।
এবার আপনার ফোনে ক্লকওয়ার্কমড রিকভারি ইন্সটল হয়ে গেছে। এবার রুট করার পালা।
তৃতীয় ধাপঃ রুট
প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে রুট স্ক্রিপ্টগুলো এসডি/মেমোরি কার্ডে রয়েছে। তারপর ফোনটি বন্ধ করে আগের নিয়মে পুনরায় চালু করে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন দু’টি একসঙ্গে চেপে ধরে রাখুন। যে মেনুটি আসবে, সেখান থেকে Recovery সিলেক্ট করুন। এই পর্যায়ে আপনি CWM রিকভারি মেনুতে প্রবেশ করেছেন।
রিকভারি মেনু থেকে install zip from sdcard -> choose zip from sd card সিলেক্ট করুন। আপনার মেমোরি কার্ডের ফাইলগুলো দেখতে পাবেন। root.zip ফাইলটি দেখিয়ে দিন। দুই-তিন মিনিটের মধ্যেই রুট ফাইলটি ফ্ল্যাশ সম্পন্ন হবে। ফ্ল্যাশিং শেষ হলে রিকভারি মেনু থেকে reboot system now সিলেক্ট করুন। সিস্টেম রিবুট হবে।
অভিনন্দন! এইচটিসি ওয়াইল্ডফায়ার এস-ও এখন আপনার আক্ষরিক অর্থেই দাস!
[টিউটোরিয়াল সূত্রঃ এক্সডিএ লিংক ১, ২]
বোনাস ধাপঃ কাস্টম রম ইন্সটল
যদিও বোনাস ধাপ বলা হচ্ছে, এই ধাপটি আজই দেয়া হচ্ছে না। আগে উপরের নিয়মে কারা কারা আপনার অ্যান্ড্রয়েড ফোনটি (এইচটিসি ওয়াইল্ডফায়ার এস)-এ কাজ করাতে পেরেছেন তারা মন্তব্যের ঘরে জানান। যথাসম্ভব দ্রুতই আমরা জানাবো কীভাবে আপনি ক্লকওয়ার্কমড রিকভারি ও রুট অ্যাক্সেসের কল্যাণে সহজেই ইন্সটল করতে পারবেন বিভিন্ন কাস্টম রম।
আপনার ফোন কি ইতোমধ্যেই রুট করা? উত্তর হ্যাঁ হলে, আমাদের জানিয়ে যান কেন আপনি ঝুঁকি থাকা সত্ত্বেও আপনার ফোন রুট করেছেন।