গুগল সম্প্রতি তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিস্ট্রিবিউশন নাম্বার প্রকাশ করেছে। এর মাধ্যমে অ্যান্ড্রয়েডের কোন সংস্করণ কত শতাংশ ডিভাইসে ব্যবহৃত হচ্ছে তা জানা যায়। আর ডিসেম্বর ২০১২ এর হিসাবমতে, এখনও অর্ধেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড সংস্করণ।
উপরের গ্রাফে দেখতে পাচ্ছেন ডিসেম্বর ২০১২ সালের অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশন নম্বর। এবার আসুন এটি পেছনের বছরগুলোর সঙ্গে তুলনা করে দেখা যাক।
ডিসেম্বর ২০১১
- জিঞ্জারব্রেডঃ ৫০.৬%
- ফ্রোয়োঃ ৩৫.৩%
- এক্লেয়ারঃ ৯.৬%
নভেম্বর ২০১২
- জিঞ্জারব্রেডঃ ৫৪.২%
- আইসক্রিম স্যান্ডউইচঃ ২৫.৮%
- জেলি বিনঃ ২.৭%
ডিসেম্বর ২০১২
- জিঞ্জারব্রেডঃ ৫০.৮%
- আইসক্রিম স্যান্ডউইচঃ ২৭.৫%
- জেলি বিনঃ ৬.৭%
এবারে আপনি যদি ডিসেম্বর ২০১১-এর জিঞ্জারব্রেডের মার্কেট শেয়ার ডিসেম্বর ২০১২-এর মার্কেট শেয়ারের সঙ্গে তুলনা করেন, তাহলে দেখতে পাবেন মোটেই কমেনি জিঞ্জারব্রেডের সংস্করণ; বরং এর মার্কেট শেয়ার বেড়েই চলেছে। এর দু’টি কারণ রয়েছে। ২০১২ সালে বিভিন্ন ব্র্যান্ড প্রচুর পরিমাণ অ্যান্ড্রয়েড ফোন বাজারে এনেছেন। কিন্তু এর বেশিরভাগই জিঞ্জারব্রেড-চালিত। আইসক্রিম স্যান্ডউইচ বের হওয়ার কয়েক মাস পরেও নতুন মোবাইলে জিঞ্জারব্রেড দিয়ে বিক্রি হয়েছে যেমনটা এখন জেলি বিন ৪.২ বের হওয়ার পরও আইসক্রিম স্যান্ডউইচ দিয়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ ফোন।
দ্বিতীয় কারণ হচ্ছে, বেশিরভাগ জিঞ্জারব্রেড-চালিত ফোনই আইসক্রিম স্যান্ডউইচ বা জেলি বিনে আপডেট পাচ্ছে না। অধিকাংশ ব্যবহারকারীই অ্যান্ড্রয়েডের পুরনো এ সংস্করণে আটকে রয়েছেন।আইসক্রিম স্যান্ডউইচকে অ্যান্ড্রয়েডের পুনর্জন্ম বলে ধরা হয়। কেননা, এটিই প্রথম সংস্করণ যেটি মোবাইল ও ট্যাবলেট দু’টির জন্যই অপটিমাইজ করা হয়েছে। এছাড়াও পুরো ইন্টারফেস ঢেলে সাজানো হয়েছে আইসিএস-এ। কিন্তু ব্র্যান্ডগুলোর পুরনো ফার্মওয়্যার দিয়ে ফোন বিক্রি ও নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ না দেয়ার কারণে বেশিরভাগ ব্যবহারকারীই এখনও আটকে আছেন অ্যান্ড্রয়েড জিঞ্জারব্রেডে।
ডেভেলপারদের কল্যাণে অনেক সেটেই কাস্টম রম ব্যবহারের মাধ্যমে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহার করতে পারছেন। কিন্তু অধিকাংশ মানুষই এসব ঝামেলায় যেতে চান না এবং অফিসিয়াল আপডেটের আশায় থাকেন।
আপনার কী মনে হয়, অ্যান্ড্রয়েড বাজারে জিঞ্জারব্রেডের শেয়ার কমিয়ে আইসিএস বা জেলি বিনের পরিমান বাড়ানো কি গুগলের দায়িত্ব?