[রুট টিউটোরিয়াল] কীভাবে Root করবেন Symphony W5

রুট টিউটোরিয়াল

যারা দীর্ঘদিন ধরে সম্ভাব্য সকল উপায় অবলম্বন করেও Symphony W5 রুট করতে পারেননি, তাদের জন্য এবার সুখবর। এই পোস্টে কিভাবে Symphony W5 রুট, আনরুট এবং CWM রিকভারি ইন্সটল করতে হয়, তা বিস্তারিত বলবো।

তার আগে বলে নিই, কেন এতো দিন ইন্টারনেট থেকে প্রাপ্ত সব উপায় অবলম্বন করেও ডিভাইসটি রুট করা যায়নি। খেয়াল করে দেখবেন, যে কোনো মাইক্রো-ইউএসবি ক্যাবলে ৫টা পিন থাকে। এই পিনগুলোর মধ্যে ১+২+৩+৫ পিন কানেক্টেড থাকে। চতুর্থ পিনটা খালি থাকে। কিন্তু খুব সম্ভবত Symphony W5 ডিভাইসের মাইক্রো-ইউএসবি পোর্টে ১+২+৩+৫ কানেক্ট না করে ১+২+৩+৪ কানেক্ট করেছে। এজন্য প্রচলিত মাইক্রো-ইউএসবি ক্যাবল দিয়ে সব কাজ করা গেলেও রুট করা যায়নি। এই সমস্যার সমাধানের জন্য দরকার OTG Cable যার পুরো নাম On-The-Go Cable। কারণ OTG Cable এ ৫ নং পিনের সাথে ৪নং পিন শর্টেড থাকায় পিসির ডিভাইস ম্যানেজার হার্ডওয়ার ডিটেক্ট করতে পারে।

তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট কাজে নেমে পড়া যাক।

রুট করতে যা যা দরকার:

  • রুট কী ও কেন এবং এ সম্পর্কে স্বচ্ছ ধারণা।
  • একটি OTG ক্যাবল।
  • প্রয়োজনীয় সফটওয়ার। এখান থেকে সবগুলো সফটওয়্যার ডাউনলোড করে নিন- http://sdrv.ms/Ra2RW7
  • এই পদ্ধতি অনুসরণ করে দুর্ঘটনাবশতঃ ডিভাইসের কোনো ক্ষতি হলে অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট লেখক কেউ দায়ী থাকবেন না।

OTG ক্যাবল:

সিমফোনি ডব্লিউ ৫ রুট

বাজারে কিনতে পাবেন OTG ক্যাবল। ভালো ব্র্যান্ডের OTG ক্যাবল কিনতে হলে ৫০০ টাকার বেশি খরচ পড়বে। আর চায়না নন-ব্র্যান্ডেডগুলো ২০০ টাকার মতো দাম পড়বে। তবে চায়নাগুলো কতটা কাজে দিবে, তা নিয়ে সন্দেহ আছে। আমার পরিচিত একজন অলরেডি প্রতারিত হয়েছেন। বাজারে প্রচলিত OTG ক্যাবল কিনলে সাথে Mate to Male USB Connectorও কিনতে হবে, যার দাম ১০০-২০০ টাকার মতো পড়বে।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

বিকল্প ও আমার মতে সবচেয়ে ভালো পদ্ধতি হলো, নিজেই OTG ক্যাবল বানিয়ে নেওয়া। নিজে OTG ক্যাবল বানাতে পারলে Male to Male USB Connectorও লাগবে না। এটা ছাড়াই কাজ করা যাবে। আমি আমার পুরনো নকিয়া ডাটা ক্যাবল দিয়ে একটা OTG ক্যাবল বানিয়েছি।

কীভাবে বানাবেন OTG ক্যাবল:

সিমফোনি ডব্লিউ ৫ রুট

এজন্য আপনার ডিভাইসের চার্জার/ডাটা ক্যাবলের মতো যে কোনো একটা মাইক্রো-ইউএসবি ক্যাবল লাগবে। একটি ধারালো ছুরি দিয়ে ক্যাবলটির মাইক্রো-ইউএসবি অংশের প্লাস্টিক আবরণটি উঠালে দেখবেন, চিত্রের Regular ক্যাবলের মতো একটি পিন ফাঁকা রয়েছে। তবে আপনার ক্যাবলে হুবহু চিত্রের মতো নাও থাকতে পারে। যেমন, আমারটায় পিনগুলো দুই সারিতে ছিল। যাই হোক, আপনি কেবল কালো রংয়ের তারের সাথে সংযোগ রয়েছে যে পিনটির, তার সাথে ফাঁকা পিনটির (যেটার সাথে কোনো তারের সংযোগ নেই) সংযোগ করে দেবেন। ব্যাস, হয়ে গেলো আপনার OTG ক্যাবল।

তবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো, সংযোগটি অবশ্যই মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে ঝালাই করে আনবেন, নয়তো শর্ট হয়ে যেতে পারে। অথবা ক্যাবলটি নিয়ে সার্ভিসিংয়ের দোকানে গিয়ে বুঝিয়ে বললে, তারাই পুরো কাজটা করে দিতে পারবে।

আশা করছি ইতোমধ্যেই উপরে দেওয়া লিংক থেকে সবগুলো ফাইল ডাউনলোড করে ফেলেছেন। মূল কাজ শুরুর পূর্বে আপনার সিমফোনি ডব্লিউ ৫ ফুল চার্জ দিয়ে নিন।

ড্রাইভার ইনস্টল:

  • ডিভাইসটি বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন। কিছুক্ষণ অপেক্ষা করে আবার ব্যাটারি লাগিয়ে ফেলুন। তবে ডিভাইস চালু করা যাবে না।
  • ডাউনলোড করা ফাইলগুলোর মধ্যে MT6575 USB VCOM drivers.77z ফাইলটি আনজিপ সফটওয়ার দিয়ে Extract করুন।
  • আপনার বানানো OTG ক্যাবল দিয়ে ডিভাইসটি পিসিতে সংযুক্ত করুন।
  • ডেস্কটপে Computer [XP হলে My Computer] এর উপর রাইট ক্লিক করে Manage এ ক্লিক করুন। নতুন উইন্ডোর বাম পাশের প্যানেল থেকে Device Manager এ ক্লিক করুন। দেখবেন Unknown device নামে একটা অপশন আছে।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

  • Unknown device এর উপর রাইট বাটন ক্লিক করে Driver অংশে গিয়ে Update Driver এ ক্লিক করবেন। ব্রাউজ করে কিছুক্ষণ আগে Extract করা MT6575 USB VCOM drivers ফোল্ডারে প্রবেশ করুন। এখন আপনার পিসির অপারেটিং সিস্টেম অনুযায়ী ফোল্ডার সিলেক্ট করে OK করুন। আপনার পিসি যদি উইন্ডোজ সেভেন হয় তাহলে WIN7, ভিস্তা হলে Vista আর এক্সপি হলে 2K_XP_COM ফোল্ডারটি সিলেক্ট করবেন। ইনস্টলেশন শেষে নিচের চিত্রের মতো দেখা যাবে, তবে COM port ভিন্ন হতে পারে।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

যারা আগে রুট করার চেষ্টা করেছেন বা সিমফোনির প্রচলিত পিসি স্যুট, Moborobo, mobile go এসব সফটওয়ার পিসিতে ইনস্টল করে রেখেছেন, তারা ডিভাইস ম্যানেজারে Unknown device অপশনটা খুঁজে পাবেন না। এক্ষেত্রে দুইটা বিকল্প আছে।

১. পিসিতে নতুন করে উইন্ডোজ ইনস্টল করা। তবে দ্বিতীয় বিকল্পটা হলো সহজ অপশন।

২. যে কোনো ধরনের, এমনকি নকিয়ার, পিসি স্যুট ইনস্টল করা থাকলে আনইনস্টল করুন। আনইনস্টল করতে Revo Uninstaller ব্যবহার করতে পরামর্শ দেবো আমি। তারপরেও Unknown device অপশন খুঁজে না পেলে দেখবেন আপনার ক্যাবলটি Device Manager এর Ports (COM & LPT) অপশনে USB Signal Port বা অন্য কোনো নামে ডিটেক্ট হয়ে আছে। এক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে Uninstall এ ক্লিক করুন।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

নতুন উইন্ডো আসলে Delete the Driver Software for this device এ টিক দিয়ে OK দিন। ক্যাবল আনপ্লাগ করে ব্যাটারি খুলে কিছুক্ষণ অপেক্ষা করে তা প্রতিস্থাপন করুন। তারপর আবার ক্যাবল প্লাগইন করুন। এভাবে Unknown device না আসা পর্যন্ত এই পদ্ধতি ফলো করতে থাকুন। আশা করি ২/১ বারের বেশি এটা করতে হবে না। তারপর Unknown device চলে আসবে।

ফ্ল্যাশ টুলস:

পূর্বে ডাউনলোড করা ফাইলগুলো থেকে SP_Flash_Tool_v3.1224.01.7z এবং ROM-Boot.7z ফাইল দুটি Extract করুন।

  • OTG cable দিয়ে ডিভাইসটি পিসি’র সাথে কানেক্ট করুন। তার পূর্বে অবশ্যই আগের মতো মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন এবং ৩-৫ সেকেন্ড অপেক্ষা করে ব্যাটারি লাগান, তবে মোবাইল চালু করবেন না। Device Manager এ গিয়ে দেখুন MTK USB Port সাপোর্ট করছে কিনা।
  • কিছুক্ষণ আগে Extract করা SP Flash Tool folder থেকে Flash_tool.exe চালু করুন।
  • SP Flash Tool এর File এ গিয়ে Open Scatter-loading File ক্লিক করুন এবং ব্রাউজ করে Extract কৃত ROM ফোল্ডারের Test-Read-Back ফোল্ডারে অবস্থিত MT6575_Android_scatter.txt সিলেক্ট করুন। ডানপাশের Download Agent এর জন্য নিশ্চিত হয়ে নিন MTK_AllInOne_DA.bin এই ফাইলটি সিলেক্ট করা আছে কিনা। BOOTIMG এ টিক দিন। নিচের চিত্রের সাথে মিলিয়ে দেখুন সবকিছু ঠিক আছে কিনা।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

  • Read Back ট্যাবে ক্লিক করুন। এবার Add অপশনে ক্লিক করুন। এখন PageSpare এ ডবল ক্লিক করুন।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

  • Save As নামে যে উইন্ডো চালু হয়েছে, তাতে boot.img ফাইলনেম টাইপ করে Save দিন।
  • নিচের চিত্রের মতো একটা উইন্ডো আসবে। এখান থেকে শুধু Hex এবং Read Page Only অপশন দুটি সিলেক্ট করুন। আর Start Address হিসেবে 0x5C0000 এবং Length হিসেবে 0xA00000 লিখে OK ক্লিক করুন এবং Read Back অপশনটিতে ক্লিক করুন।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

  • সবকিছু সঠিকভাবে সম্পাদন করতে পারলে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে নিচের চিত্রের মতো OK ম্যাসেজ আসবে। (আমার ১০ সেকেন্ড লেগেছে)

সিমফোনি ডব্লিউ ৫ রুট

  • ইতোমধ্যে ROM >Test-Read-Back ফোল্ডারে boot.img নামে একটা ফাইল তৈরি হয়েছে। এটি আপনার ডিভাইসের মূল ইমেজ ফাইল। এটি সংরক্ষণ করুন, আগের অবস্থায় ফিরতে চাইলে এটি কাজে লাগবে।
  • Read করা শেষ। এখন আমরা ডিভাইসে Unprotected ROM কে Write করবো
  • OTG ক্যাবল আনপ্লাগ করুন এবং আগের মতো মোবাইল বন্ধ করুন+ব্যাটারি খুলে ফেলুন+ কিছুক্ষণ অপেক্ষা করুন+ব্যাটারি প্রতিস্থাপন করুন। তবে মোবাইল চালু করবেন না। OTG ক্যাবল দিয়ে পিসির সাথে ডিভাইস কানেক্ট করুন এবং Device Manager এ গিয়ে MTK USB Port ডিটেক্ট করছে কিনা চেক করুন।
  • Flash_tool.exe বন্ধ করে ফেললে পুনরায় চালু করুন। Scatter-loading এ ক্লিক করে আগেই Extract কৃত ROM ফোল্ডারের Symphony-Unprotected-Bootimage ফোল্ডারটির মধ্য থেকে MT6575_Android_scatter.txt ফাইলটি সিলেক্ট করুন।
  • PRELOADER অপশনটি Uncheck করুন, তবে PRELOADER এ ডবল ক্লিক করে preloader_gionee75cu_nand_gb2.bin সিলেক্ট করে নিন। নয়তো ডাউনলোড হবে না। আর শুধু BOOTIMG এ টিক দিন। BOOTIMG অপশনেও ডবল ক্লিক করে boot-un-pt.img সিলেক্ট করে নিন। এবার নিচের চিত্রের সাথে মিলিয়ে দেখুন সবকিছু ঠিক আছে কিনা।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

  • সবকিছু ঠিক থাকলে Download বাটনে ক্লিক করুন অথবা F9 প্রেস করুন। Write শুরু হবে, মাঝখানে কোন কনফার্মেশন উইন্ডো এলে OK/Yes দিন। সবোর্চ্চ এক মিনিটের মধ্যে আগের OK ম্যাসেজ পাবেন। ডিভাইস আনপ্লাগ করে বন্ধ করুন, ব্যাটারি খুলে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় প্রতিস্থাপন করুন। তারপর আপনার ডিভাইসটি চালু করুন।

রুট:

  • আপনার ডিভাইস এখন রুট করার জন্য প্রস্তুত।
  • এবার Settings>Application>Applications এ গিয়ে Unknown sources এ টিক দিন।
  • তারপর Settings>Application>Applications>Development এ গিয়ে USB debugging ও Allow mock locations এ টিক দিন।
  • পূর্বে ডাউনলোডকৃত ফাইলগুলোর মধ্য থেকে SuperOneClickv2.3.1-ShortFuse ফাইলটা Extract করুন।
  • আপনার ডিভাইস সাধারণ ইউএসবি ক্যাবল (এক্ষেত্রে আপনার চার্জার ক্যাবল, OTG ক্যাবল নয়) দিয়ে পিসির সাথে কানেক্ট করুন। যদি আপনার উইন্ডোজ ‘ডিভাইস ড্রাইভার পাওয়া যায়নি’ বা এ রকম কোনো মেসেজ শো করে, তাহলে এড়িয়ে যান।
  • Extract কৃত ফোল্ডার থেকে SuperOneClick.exe চালু করুন। উপরে বামপাশের ‘Root’ বাটনে ক্লিক করুন।
  • এখন প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল হওয়া শুরু করবে এবং আপনার কনফার্মেশন চাইবে। এসব ক্ষেত্রে Yes দিবেন। কয়েক মিনিটের মধ্যে আপনার ফোনটি সফলভাবে রুট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন লিস্ট পরীক্ষা করে দেখুন Super User নামে একটি অ্যাপস যোগ হয়েছে।

আনরুট:

  • ডিভাইস আনরুট করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
  • এবার Settings>Application>Applications এ গিয়ে Unknown sources এ টিক দিন।
  • তারপর Settings>Application>Applications>Development এ গিয়ে USB debugging ও Allow mock locations এ টিক দিন।
  • মাইক্রো-ইউএসবি ডাটা ক্যাবল দিয়ে পিসির সাথে ডিভাইস কানেক্ট করুন।
  • SuperOneClick.exe চালু করুন এবং Unroot এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আনরুট হয়ে যাবে।

Clockworkmod Recovery এবং স্টক রম ব্যাকআপ

  • পূর্বে ডাউনলোড করা ফাইলগুলো থেকে ROM-RECOVERY.7z ফাইলটা Extract করন।
  • ডিভাইস বন্ধ করুন। ব্যাটারি খুলে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং পুনরায় ব্যাটারি প্রতিস্থাপন করুন। তারপর OTG ক্যাবল দিয়ে পিসির সাথে ডিভাইস সংযোগ করুন।
  • আগেই Extract করা SP Flash Tool ফোল্ডার থেকে Flash_tool.exe চালু করুন। Scatter-loading এ ক্লিক করে Extract করা ROM-RECOVERY ফোল্ডারের Modified-ROM-CWMR ফোল্ডার থেকে MT6575_Android_scatter.txt সিলেক্ট করুন।
  • PRELOADER অপশন Uncheck করুন এবং RECOVERY তে টিক দিন। যদি recovery_un_pt.img সিলেক্ট করা না থাকে, তাহলে RECOVERY অপশনে ডবল ক্লিক করে এটি সিলেক্ট করে দিন। নিচের চিত্রের সাথে মিলিয়ে দেখুন সবকিছু ঠিক আছে কিনা।

সিমফোনি ডব্লিউ ৫ রুট

  • সবকিছু ঠিক থাকলে Download বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আগের মতো একটি OK ম্যাসেজ পাবেন। আপনার ডিভাইসে সফলভাবে CWM রিকভারি ইন্সটল সম্পন্ন হয়েছে।
  • OTG ক্যাবল আনপ্লাগ করে ডিভাইস বন্ধ করুন। ব্যাটারি খুলে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় তা প্রতিস্থাপন করুন। এবার ভলিউম আপ+পাওয়ার বাটন চেপে ধরে রাখুন এবং স্ক্রিনে সিমফোনির লোগো ভেসে উঠলে ছেড়ে দিন। ডিভাইস Clockworkmod রিকভারিতে প্রবেশ করবে।
  • এখন আপনার ডিভাইসের স্টক রম ব্যাকআপ নেয়ার পালা। পরবর্তীতে কাস্টম রম/ফার্মওয়ার ব্যবহার বা যে কোনো কারণে সমস্যায় পড়লে এই স্টক রম রিকভার করাই হবে সমাধান। তাই এটি গুরুত্বপূর্ণ ধাপ। আশা করছি শুরু থেকে এই পর্যন্ত মাঝখানে কোন অ্যাপস ডিলিট করেননি।
  • রিকভারি স্ক্রিনের bacup and Restore অপশন থেকে এসডি কার্ডে ব্যাকআপ নিন। ৫/৬ মিনিট সময় লাগতে পারে। কাজ সম্পন্ন হওয়ার পর রিবুট করুন। এসডি কার্ডে clockworkmod নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। এসডিকার্ড পার্টিশন দেওয়ার আগে অবশ্যই এটি পিসিতে ব্যাকআপ নিয়ে রাখুন, নইলে পুরো ফাইল মুছে যাবে।

পোস্টটি মূলত রবিউল ভাইয়ের ইংরেজি ব্লগপোস্টের বাংলা অনুবাদ। তবে কিছুটা সম্পাদনা ও বেশকিছু আপডেট যোগ করা হয়েছে।

টিউটোরিয়ালটি আপনার কাজে আসলো কি না অবশ্যই জানাবেন। অন্যান্য ফোনের তুলনায় সিমফোনি ডব্লিউ ৫ রুট করা একটু বেশিই ঝামেলার কাজ। কিন্তু রুট করার মাধ্যমে যেসব সুবিধা পাওয়া সম্ভব, তা বিবেচনা করলে এসব ঝামেলা কোনো ঝামেলাই মনে হবে না।

আপনার সিমফোনি ডব্লিউ ৫ কি রুট করেছেন বা করার পরিকল্পনা করছেন?