প্রযুক্তি বিশ্ব একটু বেশিই গতিময়। একদিকে একদল ভোক্তা প্রতিনিয়ত নতুন সব প্রযুক্তির আগমনকে স্বাগত জানান। অন্যদিকে আরেকদল ক্রেতা নতুন প্রযুক্তির দ্রুত আগমনে মনোঃক্ষুণ্ন হন। কেননা, তাদের নতুন কেনা গ্যাজেটটি শিগগিরই পুরনো হয়ে যায়।
অ্যান্ড্রয়েড জগতে রাজত্ব করছে স্যামসাং। আর তাদের বর্তমান ফ্ল্যাগশিপ ফোন হচ্ছে গ্যালাক্সি এস ৪। কিন্তু এখনও এর চাহিদা কমতে না কমতেই শুরু হয়ে গেছে গ্যালাক্সি এস ৪ নিয়ে ব্যাপক প্রত্যাশা। গ্যালাক্সি এস ৩ ব্যবহারকারীরা গ্যালাক্সি এস ৪ নিয়ে খুব একটা আশাবাদী না হলেও যারা এখনও কেনেননি তারাই নতুন এই সেট নিয়ে বেশি আগ্রহী। আমরা একবার জানিয়েছি যে, ইতোমধ্যেই গ্যালাক্সি এস ৪-এর গুজব ডানা মেলতে শুরু করেছে। সেই পোস্টে আমরা বলেছিলাম আগামী বছরের কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর। সম্প্রতি স্যামসাং-এর প্রকাশিত এক ভিডিওতে যেন তেমনটাই ইঙ্গিত করা হচ্ছে।
এমবেডেড ভিডিও দেখা না গেলে এখানে ক্লিক করুন।
স্যামসাং কেবল এতটুকুই জানিয়েছে যে, “নতুন কিছু” আসছে আগামী জানয়ারির ৮ থেকে ১১ তারিখের কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে। আমরা এখনও জানিনা এই নতুন কিছু বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। হতে পারে স্যামসাং যেসব নতুন পণ্য দেখাতে যাচ্ছে সেগুলোরই টিজার দেখানো হচ্ছে। আবার এমনও হতে পারে যে তাদের গ্যালাক্সি এস ৪-এর দিকেই ইঙ্গিত করছে স্যামসাং।
আপনার কী মত?