নকিয়া ফ্যানদের অনেকেই বহুদিন ধরে এই ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনের জন্য আশায় বুক বেঁধে রেখেছিলেন, যা সম্প্রতি মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যাবার পর আশার আর কোনো অবকাশ থাকেনি। কিন্তু নতুন এক সূত্র জানিয়েছে, মাইক্রোসফটের কাছে বিক্রি হওয়ার আগে অ্যান্ড্রয়েড-চালিত লুমিয়া ফোন তৈরি করেছিল নকিয়া।
সংবাদমাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নকিয়া একটি অ্যান্ড্রয়েড চালিত লুমিয়া ফোন তৈরি করেছিল যা নিয়ে তারা অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা চালিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে মাইক্রোসফট নকিয়াকে কিনে নেয়ায় সেই অ্যান্ড্রয়েড ফোন আর বাজারে আসার কোনো সম্ভাবনাই রইলো না।
নকিয়ার কর্মকর্তারা আগেও জানিয়েছেন, তারা উইন্ডোজ ফোন নিয়েই খুশি। কেননা, তারা গুগলকে আরও শক্তিশালী করে তুলতে চায়নি।
নকিয়া কখনোই অ্যান্ড্রয়েড ফোন বাজারে না আনলেও নকিয়াভক্তদের মধ্যে অনেকদিন ধরেই নকিয়ার অ্যান্ড্রয়েড ফোনের চাহিদা ছিল। তবে নকিয়া যদি উইন্ডোজ ফোন বাদ দিয়ে অ্যান্ড্রয়েড চালিত ফোন তৈরি করা শুরু করতো, তাহলে মাইক্রোসফটকে একটি বিশাল মার্কেট হারাতে হতো। পরিসংখ্যান মতে, মাইক্রোসফটের উইন্ডোজ ফোন বাজারের ৮০ শতাংশই নকিয়ার দখলে। আর সে কারণেই নকিয়া কোনো অ্যান্ড্রয়েড আনার আগেই এই বিভাগকে কিনে নিয়ে নিজের করে নেয় মাইক্রোসফট।
শেষ কথা হলো, অ্যান্ড্রয়েড-চালিত নকিয়া লুমিয়া আসলেই তৈরি করেছিল নকিয়া। কিন্তু তা নকিয়ার অভ্যন্তরেই থেকে গেল।
নকিয়ার অ্যান্ড্রয়েড ফোনের আশা করছিলেন কি?