প্রযুক্তি বিশ্ব প্রচণ্ড গতিশীল। নতুন কিছু ব্যবহারকারীরা হজম করতে না করতেই চলে আসে নতুন আরও আকর্ষণীয় সব প্রযুক্তি। সর্বশেষ প্রযুক্তি বলে যেন কিছু নেই। আজ আপনি খুব উৎসাহের সঙ্গে সেরা প্রযুক্তির পণ্য কিনবেন, আগামী পরশুই দেখবেন চলে এসেছে আরও উন্নত কিছু।
অনেকটা সেভাবেই গ্যালাক্সি নোট ২ বাজারে আসার মাত্র কয়েক সপ্তাহের মাথায়ই বরাবরের মতো ইন্টারনেট জগতে শুরু হয়েছে গ্যালাক্সি এস ৪ নিয়ে গুজব। এর আগেও বিভিন্ন সাইটে গ্যালাক্সি এস ৪ নিয়ে কিছু কিছু গুজব শোনা গেলেও এবার আন্তর্জাতিক মিডিয়ায় বেশ ফলাও করেই প্রচারিত হচ্ছে এসব গুজবের খবর।
সর্বশেষ প্রাপ্ত গুজব অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এস ৪-এ থাকবে ৪.৯৯ ইঞ্চি আকারের সুপার এমোলেড ডিসপ্লে যার রেজুলেশন হবে 1920 × 1080 ফুল এইচডি (ঠিক যেমনটা অ্যান্ড্রয়েড কথনে আগেই ধারণা করা হয়েছিল)। এছাড়াও বিশালাকার এই ডিভাইসে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।কিছু কিছু সূত্র আবার জানিয়েছে বেন্ডেবল অর্থাৎ বাঁকানো যাবে এমন স্ক্রিনেই তৈরি করা হচ্ছে গ্যালাক্সি এস ৪ যদিও এটি না হওয়ারই সম্ভাবনা বেশি।
আরও পড়ুনঃ স্যামসাং আনলো ২ লাখ ৪০ হাজার টাকা দামের ফ্লিপ ফোন
যদিও স্যামসাং এখন পর্যন্ত তাদের কোনো ডিভাইসেই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা দেয়নি, তাই প্রথমেই এই গুজব কেবল গুজবই ঠেকতে পারে। কিন্তু সূত্রমতে, গ্যালাক্সি নোট ২-এ স্যামসাং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা দেয়ার পরিকল্পনা করেছিল। পরবর্তীতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েই বাজারে আনা হয় গ্যালাক্সি নোট ২। তবে স্যামসাংই প্রথম ১৩ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনেনি। সনির এক্সপেরিয়া টি-তেও রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যা বার্লিনে আইএফএ কনফারেন্সের আগ মূহুর্তে গ্যালাক্সি নোট ২-এর সঙ্গেই অবমুক্ত হয়।
এবারে আসা যাক প্রসেসর নিয়ে ছড়ানো গুজবে। অনিশ্চিত সূত্রে জানা গেছে, গ্যালাক্সি এস ৪-এ থাকবে এক্সিনস ৫৪৫০ চিপসেটসমৃদ্ধ ২ গিগাহার্জ কোয়াড-কোর করটেক্স এ১৫। এক্সিনস ৫৪৫০-এর আগের সংস্করণ ৫২৫০ ব্যবহৃত হয়েছে সম্প্রতি বাজারে আসা নেক্সাস ১০-এ।
এ সব কিছুর পাশাপাশি অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিনই এস ৪-এ চলবে বলে ধারণা করা হচ্ছে। যদিও গ্যালাক্সি এস ৪-এর সঙ্গে গুগল তাদের নতুন সফটওয়্যার আপডেট পরিচয় করিয়ে দেয়ার একটি দারুণ সুযোগ পাবে, তবুও এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা, অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ সাধারণত নেক্সাস ডিভাইসের সঙ্গেই বাজারে আসে। তাই অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই আগামী বছরের নেক্সাসের সঙ্গেই আসবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস ৪ ২০১৩ সালের প্রথমার্ধেই মুক্তি পাবে বলে গুজব রটেছে। কনজিউমার ইলেকট্রনিক শো কিংবা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস – এই দু’টোর যে কোনো একটিতেই স্যামসাং তাদের ব্যাপক সফল গ্যালাক্সি এস ৩-এর উত্তরাধিকারী গ্যালাক্সি এস ৪ আনবে।
স্পেকস যাই থাকুক না কেন, গ্যালাক্সি এস ৩ ও নোট ২ এর তুলনায় এর ক্ষমতা বেশি থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই যারা হাই-এন্ড গ্যালাক্সি এস ৩ বা নোট ২ কেনার চিন্তা করছিলেন, তারা হয়তো আরও কয়েকমাস অপেক্ষা করতে পারেন।