ছবি মিলেছে গ্যালাক্সি এস ৪-এর। বিস্তারিত
কনজিউমার ইলেকট্রনিক্স শো নিয়ে প্রতি বছরই বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আশা-আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। বছরের অন্যতম সেরা প্রযুক্তি পণ্যের প্রদর্শনী হয় এই আয়োজনে। যদিও বছরের সেরা পণ্যগুলোর প্রদর্শনী এখানে হয় সেটা বলা যাবে না, যেহেতু বড় বড় কোম্পানিগুলো পরবর্তীতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কিংবা নিজেদের আয়োজনে ডিভাইসের উদ্বোধন করে। কিন্তু বছরের শুরুতে সিইএস বেশ সাড়া ফেলতে ব্যর্থ হয় না কোনোবারই। এ বছরও সিইএস-এ প্রচুর ডিভাইস ও অন্যান্য প্রযুক্তি পণ্যের কথা শোনা যাচ্ছে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস ৪ যে সিইএস-এ প্রবেশ করতে যাচ্ছে, এই খবর একেবারেই নতুন।
(আরও পড়ুনঃ এপ্রিলেই আসতে পারে এস-পেনসহ গ্যালাক্সি এস৪)
দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, স্যামসাং-এর ভাইস চেয়্যারম্যান জে লি গ্যালাক্সি এস ৪ হাতে নিয়ে সিইএস ২০১৩-তে উপস্থিত হবেন। তবে রুদ্ধদ্বার কক্ষেই নতুন এই ডিভাইসটির প্রদর্শনী চলবে। অর্থাৎ, অংশগ্রহণ করা সবার নজরে পড়বে না স্যামসাং-এর আগামী এই চমক।
সূত্র জানিয়েছে, ৫ ইঞ্চি আকারের এমোলেড ডিসপ্লের পাশাপাশি এতে এআরএম করটেক্স এ৫ প্রসেসর থাকবে যার সঙ্গে থাকবে এক্সিনস ৫৪৪০ চিপসেট। তবে এর বেশি কোনো তথ্য জানা যায়নি।
কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে মূলত ব্যবসায়ীদেরই সুবিধা বেশি হয়। যদিও পণ্যগুলোর সর্বশেষ ব্যবহারকারী সাধারণ ক্রেতাই, তবুও এই আয়োজনে উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের নতুন পণ্যগুলো বিজনেস পার্টনারদের দেখিয়ে থাকে। গ্যালাক্সি এস ৪-ও তেমনি বিজনেস পার্টনারদের দেখানোর জন্যই সিইএস অভিমুখে যাত্রা করবে।
তবে এই ডিভাইসের গোপনীয়তা রক্ষা স্বার্থে এই প্রদর্শনী হবে রুদ্ধদ্বার কক্ষের ভেতরে। ফলে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরার চোখে হয়তো এ যাত্রাও গ্যালাক্সি এস ৪-এর চেহারা দেখতে পাবে না বিশ্ব।
আপডেটঃ ছবি মিলেছে গ্যালাক্সি এস ৪-এর। বিস্তারিত
অবশ্য এই খবরে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে, স্যামসাং গ্যালাক্সি এস ৪ নিয়ে প্রস্তুত। এ বছরের প্রথমার্ধেই যে কোনো সময় নতুন এই ফোন ঘোষণা করে বসতে পারে স্যামসাং।