কনজিউমার ইলেকট্রনিক্স শো-এর জন্য প্রস্তুত হচ্ছে লাস ভেগাস, আর সেই প্রদর্শনী উদ্বোধনের আগেই কোম্পানিগুলো একের পর এক অবমুক্ত করে যাচ্ছে সেসব পণ্য যেগুলোর দেখা মিলবে এবারের সিইএস আসরে। আর তারই ধারাবাহিকতায় এলজি ঘোষণা দিলো জি ফ্লেক্স-এর নতুন সংস্করণ এলজি জি ফ্লেক্স ২।
এলজি জানিয়েছে, নতুন এই ফোনটিতে ৬৪-বিট সমর্থিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ অক্টা-কোর প্রসেসর ব্যবহৃত হচ্ছে। সেইসঙ্গে গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য রয়েছে অ্যাড্রিনো ৪৩০ জিপিইউ। এছাড়াও এই ২ ও ৩ গিগাবাইট র্যামেই পাওয়া যাবে যেটি নির্ভর করে স্টোরেজের উপর। ১৬ গিগাবাইটের মডেলে থাকবে ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইটের মডেলে থাকবে ৩ গিগাবাইট র্যাম।
তবে মডেল যেটাই হোক না কেন, এলজি জি ফ্লেক্স ২-এর মাইক্রোএসডি কার্ড স্লট সাপোর্ট করবে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত। হ্যাঁ, স্ন্যাপড্রাগন ৮১০-এর পাশাপাশি এটিও হতে যাচ্ছে এলজি জি ফ্লেক্স ২-এর আরেকটি বিশেষ সুবিধা।
এলজি জি ফ্লেক্স ২-এ থাকছে ৫.৫ ইঞ্চি ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লে। এর ডিসপ্লে প্রযুক্তি P-OLED. এলজি জি ফ্লেক্সের আগের মডেলের ডিসপ্লে সাইজ ৬ ইঞ্চি থাকলেও রেজুলেশন ছিল ৭২০পি। নতুন মডেলে এলজি সাইজ কিছুটা কমিয়ে বাড়িয়ে দিয়েছে রেজুলেশন। এছাড়াও নতুন মডেলটি আগের মডেলের তুলনায় ২০ শতাংশ বেশি টেকসই বলে জানিয়েছে এলজি। কেননা এলজি জি ফ্লেক্স ২ ফোনটি তৈরিতে ব্যবহৃত হচ্ছে DuraGuard টেকনোলজি।
কার্ভড বা বাঁকানো ডিসপ্লেই হচ্ছে এলজি জি ফ্লেক্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। নতুন এলজি জি ফ্লেক্স ২-এ সেই বাঁকানো ডিসপ্লে ব্যবহারকারীকে আরও ভালো অভিজ্ঞতা দেবে বলেই দাবি করছে এলজি।
কোম্পানিটি তাদের নতুন ফোনে আরও যোগ করেছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরায় ব্যবহৃত হচ্ছে OIS+ ও লেজার ফোকাস প্রযুক্তি যার ফলে ছবি তোলার জন্য এটি হয়ে উঠতে পারে অন্যতম পছন্দনীয় একটি ডিভাইস।
ব্যাটারি ব্যাকআপ ঠিক রাখতে এতে দেয়া হয়েছে ৩,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা প্রথম জেনারেশন জি ফ্লেক্সের চেয়ে ৫০০ মিলিঅ্যাম্পিয়ার কম। তবে এই নন-রিমুভেবল ব্যাটারিটি মাত্র ৪০ মিনিটে ৫০% চার্জ করা সম্ভব।
এছাড়াও নতুন জি ফ্লেক্স ২-এ চলবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এলজির নিজস্ব এক ইউজার ইন্টারফেস। সফটওয়্যারের দিক দিয়েও বেশ কিছু নতুনত্বের দেখা পাওয়া যাবে এলজি জি ফ্লেক্স ২-এ, যা আসন্ন সিইএস প্রদর্শনীর জন্য প্রস্তুত করা হচ্ছে। এ মাসের শেষের দিকেই কোরিয়ার বাজারে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ বিশ্বের অন্যান্য বাজারে ফোনটির বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন সিইএস ২০১৫-এর অ্যান্ড্রয়েড সংক্রান্ত বিভিন্ন আপডেট মিস না করতে এখনই অ্যান্ড্রয়েড কথনের ফেসবুক পেজে যুক্ত হোন অথবা ইমেইলের মাধ্যমে সব পোস্টের নোটিফিকেশন পেতে গ্রাহক হোন।
এলজি জি ফ্লেক্স ২ নিয়ে আপনার কী মন্তব্য?
ছবি ও সূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি