অবশেষে গুগল আনলো নেক্সাস ৪, ৩জি নেক্সাস ৭, নেক্সাস ১০ ও অ্যান্ড্রয়েড ৪.২

গুগলের অক্টোবর ২৯ তারিখের অনুষ্ঠান নিয়ে বিশ্বজুড়ে আগ্রহের কোনো কমতি ছিল না। অ্যান্ড্রয়েড জগতের সেরা কিছু ডিভাইস ও আপডেটের ঘোষণা আসার কথা ছিল আজকের অনুষ্ঠানে যা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেলো হারিক্যানের প্রকোপে। যুক্তরাষ্ট্রজুড়ে এখন হারিক্যান স্যান্ডি থেকে বাঁচার পূর্ব প্রস্তুতি চলছে। সেইসঙ্গে বিপদজনক এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার কাজও চলছে। এমতাবস্থায় নিউ ইয়র্কে গুগলের নতুন ডিভাইস ঘোষণা দেয়া মোটেই মানানসই নয়। আর তাই অনুষ্ঠান বাদ দিয়ে ইন্টারনেটের মাধ্যমেই নতুন সব ডিভাইস ও অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের ঘোষণা দিলো সার্চ জায়ান্ট গুগল।

নতুন ঘোষিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে এলজি নেক্সাস ৪, নতুন ৩২ গিগাবাইট ধারণক্ষমতার নেক্সাস ৭, ৩জি ও সিমকার্ডের সুবিধা সম্বলিত নেক্সাস ৭, নেক্সাস ১০ এবং অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন। চলুন নিচে গুগলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্যগুলো থেকে দেখা যাক কী কী সুবিধা রয়েছে নতুন এসব ডিভাইস ও অ্যান্ড্রয়েড সংস্করণে।

নেক্সাস ৪

গুগলের নতুন ৪.৭ ইঞ্চি নেক্সাস ৪ ডিভাইস নিয়ে প্রচুর তথ্য ছড়িয়েছে ইন্টারনেটে। এলজির সঙ্গে তৈরি এই স্মার্টফোন সম্পর্কে এ পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে, তার প্রায় সবগুলোকেই সঠিক প্রমাণ করে দিয়ে গুগল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন এই নেক্সাস ডিভাইসের।

নেক্সাস ৪

গুগল জানিয়েছে, ৪.৭ ইঞ্চি আকারের এই ডিসপ্লেতে রয়েছে 1280 x 768 পিক্সেল রেজুলেশন ও ট্রু এইচডি আইপিএস প্লাস প্রযুক্তি যার পিক্সেল পার ইঞ্চি বা পিপিআই হচ্ছে ৩২০। অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন চালিত এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো চিপসেট এবং ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। এতে ছবি তোলার জন্য পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে রয়েছে ১.৩ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা। এছাড়াও স্বভাবতঃই এতে রয়েছে ৩জি ইন্টারনেট সুবিধা। অবশ্য এতে এলটিই প্রযুক্তির ইন্টারনেট সুবিধা দেয়া হয়নি।

২১০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ এই নেক্সাস ৪ ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইট ধারণক্ষমতার দু’টি ইউনিটে পাওয়া যাবে। গুগল জানিয়েছে, নভেম্বরের ১৩ তারিখেই এটি বাজারে পাওয়া যাবে। এছাড়াও গুগল প্লে স্টোরের মাধ্যমে গুগলের কাছ থেকে সরাসরি মাত্র ২৯৯ ডলারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানী, ফ্রান্স, স্পেন এবং অস্ট্রেলিয়ার অধিবাসীরা নেক্সাস ৪ কিনতে পারবেন। পাশাপাশি সরাসরি স্টোর থেকেও কিনতে পারবেন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়াসহ বিভিন্ন দেশের ক্রেতারা। তবে তাদের নভেম্বরের শেষের দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে গুগল।

যদিও এর আগে গুগল এলজির সঙ্গে কোনো নেক্সাস ডিভাইস তৈরি করেনি, তবুও গুগল দাবি করছে, এলজি বেশ ভালোভাবেই তৈরি করেছে এই নেক্সাস ৪ যা ব্যবহারকারীদের অভিভূত করতে ব্যর্থ হবে না। এখন ব্যবহারকারীরাই হাতে পাবার পর বিচার করতে পারবেন আসলেই কেমন নেক্সাস ডিভাইস বানিয়েছে এলজি।

নেক্সাস ৭ ৩জি

নেক্সাস ৭

নেক্সাস ৭-এর ৩২ গিগাবাইটের খবর আমরা অনেক আগে থেকেই জানিয়ে আসছি। গুগল আজ এই তথ্য নিশ্চিত করেছে। গুগল জানিয়েছে, ৮ গিগাবাইট নেক্সাস ৭-এর দামেও ক্রেতারা এখন পাবেন ১৬ গিগাবাইটের নেক্সাস ৭ ট্যাবলেট। একইভাবে ১৬ গিগাবাইটের দামে অর্থাৎ ২৪৯ ডলারে ৩২ গিগাবাইটের নতুন নেক্সাস ৭ ট্যাবলেট পাবেন ক্রেতারা। গুগলের মতে, স্টোরেজ ক্যাপাসিটির বাইরে আর কোনো আপডেট নেই নতুন এই নেক্সাস ৭ ৩২ গিগাবাইট ইউনিটে। এগুলোর হার্ডওয়্যার একই এবং এগুলোয় অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিনই ব্যবহৃত হচ্ছে।

আরও দেখুনঃ গুগলের নেক্সাস ৭ ট্যাবলেটে ইন্সটল করুন উবুন্টু

তবে পাশাপাশি নেক্সাস ৭-এর একটি ৩জি সুবিধা সম্বলিত ডিভাইস বের করেছে গুগল। ২৯৯ ডলারের এই ৩জি ইউনিটের ধারণক্ষমতা হচ্ছে ৩২ গিগাবাইট। অর্থাৎ, ২৯৯ ডলারে নেক্সাস ৭ কিনলে ক্রেতারা তাতে সিম ঢোকানোর জায়গা পাবেন। ফলে, ডিভাইস দিয়ে মোবাইল ইন্টারনেট (২জি বা ৩জি) ব্যবহার করা যাবে। এতে করে সারাক্ষণ ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই-এর উপর নির্ভর হয়ে থাকতে হবে না  যা নেক্সাস ৭-এর অন্যতম সীমাবদ্ধতা বলে চিহ্নিত করা হয়েছে।

নেক্সাস ১০

নেক্সাস ১০ হতে যাচ্ছে আইপ্যাডের প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু আসলে কতোটা  ক্ষমতাধর হবে এই নেক্সাস ১০? এই প্রশ্ন বহুদিন ধরেই অ্যান্ড্রয়েড জগতে ঘোরাফেরা করছিল। সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ গুগল প্লে স্টোরে দেখা গেলো নেক্সাস ১০-এর তথ্য। আসার কথা ছিল কেবল নেক্সাস ৪ এবং নেক্সাস ৭ এর ৩২ গিগাবাইট সংস্করণ। কিন্তু সেই সঙ্গে নেক্সাস ১০ও দেখে খানিকটা কৌতুহলী ও আগ্রহী হয়ে উঠেছেন সবাই।

নেক্সাস ১০

গুগল তাদের প্লে স্টোরে জানিয়েছে, ১০ ইঞ্চি আকারের একটি শক্তিশালী হাই-এন্ড ট্যাবলেট হচ্ছে নেক্সাস ১০ যা তৈরি করেছে স্যামসাং। 2560 x 1600 পিক্সেল ডিসপ্লে রেজুলেশনের এই ডিভাইসে রয়েছে এ১৫ ডুয়েল কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন, পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি হচ্ছে ৯০০০ এমএএইচ।

আরও পড়ুনঃ আইপ্যাড মিনিঃ কী প্রভাব ফেলবে অ্যান্ড্রয়েড ট্যাবলেটে?

নেক্সাস ১০ একটি ওয়াই-ফাই অনলি ডিভাইস। অর্থাৎ, এটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনাকে ওয়াই-ফাই-এর মাধ্যমে কানেক্ট করতে হবে। এর বেশি তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি নতুন এই ডিভাইস নিয়ে। নেক্সাস ৭ ৩জি ৩২ গিগাবাইট এবং নেক্সাস ৪-এর মতোই নেক্সাস ১০-ও ১৩ই নভেম্বর থেকে প্লে স্টোরে পাওয়া যাবে বলে জানা গেছে। আর এর ১৬ গিগাবাইট ইউনিটের দাম পড়বে ৩৯৯ ডলার এবং ৩২ গিগাবাইটের দাম পড়বে ৪৯৯ ডলার।

অ্যান্ড্রয়েড ৪.২

যেমনটা শোনা গিয়েছিল, নেক্সাস ৪ ও নেক্সাস ১০-এর সঙ্গে অ্যান্ড্রয়েড ৪.২ অবমুক্ত করেছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.২-কে Key Lime Pie বলে ধারণা করা হলেও পরবর্তীতে এটি জেলি বিনের একটি ছোট আপডেট বলে জানা যায় এবং একেও জেলি বিন বলেই ডাকা হয়। অ্যান্ড্রয়েড ৪.২-এর ক্যামেরায় কিছু সুবিধা আনা হয়েছে, যোগ করা হয়েছে একাধিক ব্যবহারকারীর প্রোফাইল, যে সম্পর্কে আমরা আগেই জানিয়েছিলাম। অ্যান্ড্রয়েড ৪.২-এর কিছু আপডেট জানতে দেখুন নিচের পোস্ট।

আরও পড়ুনঃ কী আছে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিনে?

কিনছেন তো?

নেক্সাস ৭ ৩জি, নেক্সাস ৪ এবং নেক্সাস ১০; এই সবগুলো ডিভাইসই যে কোনো অ্যান্ড্রয়েড প্রেমীর মাথা নষ্ট করে দেয়ার মতো যথেষ্ট। যদিও নেক্সাস ১০-এর স্পেসিফিকেশন আরেকটু বেশি হতে পারতো, তবুও নেক্সাস ৪ স্মার্টফোন হিসেবে সত্যিই দারুণ এবং এর দামও যথেষ্টই কমপিটিটিভ। নতুন নেক্সাস ডিভাইসগুলোর ঘোষণা দেয়ার পর টুইটারে বিভিন্ন প্রযুক্তি ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের বেশিরভাগই দাম নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। অবশ্য নেক্সাস ৪-এ এলটিই সুবিধা না থাকায় বেশ কথা শুনতে হচ্ছে গুগলকে। এবার দেখা যাক, বাজারে এলেই নতুন নেক্সাসগুলোর আসল চাহিদা বোঝা যাবে।

তবে আপনি আপনার মন্তব্য এখনই দিয়ে দিন। আপনি কি আগ্রহী এই ডিভাইসগুলোর একটিও কিনতে? কেন? কেন নয়? মন্তব্যের ঘরে জানান আপনার মন্তব্য।