মটোরোলার নতুন ফোন মটো জি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে বেশ কিছুদিন ধরেই। প্রেস ইমেজ ও স্পেসিফিকেশন ফাঁস হওয়ার মধ্য দিয়ে হঠাৎই মটোরোলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো “মটো জি” ফোনের কথা। আজ মটোরোলা এক আমন্ত্রণের মধ্য দিয়ে আগামী ১৩ই নভেম্বর মটো জি-এর আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দিয়েছে।
এর আগে জিএসএম এরিনার এক খবরে জানা গেছে, মটো এক্স-এরই ছোট আকৃতির ও কম শক্তিশালী একটি ডিভাইস হবে মটো জি যেটি মূলত বাজেটের ক্রেতাদের লক্ষ্য করে তৈরি। ফাঁস হওয়া তথ্য অনুসারে, মটো জি-তে থাকছে ৪.৫” ৭২০পি গরিলা গ্লাস ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ও ৮ গিগাবাইট স্টোরেজ। এছাড়াও অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন চালিত ডিভাইসে ৫ মেগাপিক্সেল ব্যাক ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ফাঁস হওয়া তথ্যমতে, ১,৯৫০ এমএএইচ ব্যাটারি সম্পন্ন মটো জি কন্ট্র্যাক্ট ছাড়া ১৩৫ পাউন্ডে বিক্রি হতে পারে, মার্কিন ডলারে যার দাম আসে ২১৬ ডলার প্রায়। এই দামে বিক্রি হলে ও ভালো স্পেসিফিকেশন থাকলে অবশ্যই ক্রেতা আকৃষ্ট করতে সক্ষম হবে মটোরোলার নতুন এই ডিভাইস। তবে এসব তথ্যের কতটুকু সত্য তার সবই জানা যাবে আগামী ১৩ই নভেম্বরের মটো জি অনুষ্ঠানে।
অপেক্ষায় থাকুন ১৩ই নভেম্বরের!