মাইক্রোম্যাক্স ঘোষণা করলো এ১১৫ ক্যানভাস ৩ডি

মাইক্রোম্যাক্স

মাইক্রোম্যাক্স ক্যানভাস ২ এবং ক্যানভাস এইচডি ফোন বাজারে আনার পর কেবল ভারতই নয় বরং বাংলাদেশের বাজারেও বেশ নাড়া ফেলে দেয়।  তুলনামূলক কমদামে দারুণ বিল্ড কোয়ালিটির ক্যানভাস সিরিজ ভারতেও জনপ্রিয়তার শীর্ষে ওঠে। সম্প্রতি মাইক্রোম্যাক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্যানভাস সিরিজের নতুন ফোন, মাইক্রোম্যাক্স এ১১৫ ক্যানভাস ৩ডি।

সূত্রমতে, কোম্পানিটির প্রথম ৩ডি স্মার্টফোনে রয়েছে ৫” স্টেরিওস্কোপিক ৩ডি ডিসপ্লে, ১ গিগাহার্জ ডুয়েল-কোর প্রসেসর, ৫১২ RAM, ৫ মেগাপিক্সেল ব্যাক ও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ও মেমোরি কার্ড স্লট।

মাইক্রোম্যাক্স এ১১৫ ক্যানভাস ৩ডিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন। এছাড়াও এর ব্যাটারির ক্ষমতা ২,০০০ এমএএইচ। ডুয়েল-সিম সুবিধা-সম্পন্ন এই স্মার্টফোনে কিছু প্রিলোডেড ৩ডি গেমস ও মাইক্রোম্যাক্সের নিজস্ব ৩ডি স্পেস অ্যাপ্লিকেশন থাকছে যার মাধ্যমে ৩ডি ভিডিও প্লেয়ার চালানো যাবে।

অন্যান্যবারের মতো এবার মাইক্রোম্যাক্স নতুন এই ফোনের দাম নিয়ে কোনো লুকোছাপায় যায়নি। আনুষ্ঠানিকভাবেই মাইক্রোম্যাক্স এই ৩ডি স্মার্টফোনের দাম নির্ধারণ করেছে মাত্র ৯,৯৯৯ রুপি (প্রায় ১৯২ ডলার), যা চলতি মাসের প্রথম সপ্তাহেই ভারতের বাজারে আসবে।

এর আগে তুলনামূলক কম দামের কারণে মাইক্রোম্যাক্স ক্যানভাস এইচডি ফোন অনলাইনে সহজলভ্য হওয়ার কিছুক্ষণের মধ্যেই সব বিক্রি শেষ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, মাত্র ১০ হাজার রুপিতে ৫ ইঞ্চি ৩ডি স্মার্টফোনের চাহিদা যথেষ্টই রয়েছে। তাই ভারতে বা বাংলাদেশে যারাই এই ফোন কেনার কথা ভাববেন, তাদের অন্তত আরও একমাস হয়তো অপেক্ষা করতে হবে।