ডুয়েল সিম সুবিধাটি অনেকের জন্যই বেশ প্রয়োজনীয়। দু’টি সিম সবসময় একসঙ্গে চালু রাখার জন্য দু’টি সেট নিয়ে ঘোরার চেয়ে ডুয়েল স্ট্যান্ডবাই সুবিধাসম্পন্ন মোবাইল ব্যবহার করা অনেক সহজ। তবে ভালো স্মার্টফোনের ক্ষেত্রে ডুয়েল সিম পাওয়া বেশ বিরল। এই ট্রেন্ডটা শুরু করেছে স্যামসাং তাদের গ্যালাক্সি ওয়াই ডুয়োস দিয়ে। আর সেই ধারাবাহিকতায় তারা Galaxy S Duos সেটেও ডুয়েল সিম সুবিধা নিয়ে এসেছে, যা সম্প্রতি দেশের বাজারেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
২৭,৯০০ টাকা মূল্যের এই ৪ ইঞ্চি আকারের স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ যেটি জেলি বিনে আপডেট করা যাবে বলে জিএসএম এরিনায় বলা হয়েছে। আগেই বলা হয়েছে এটি ডুয়েল স্ট্যান্ডবাই সিম সুবিধাসম্পন্ন স্মার্টফোন, কাজেই একসঙ্গে যে কোনো দু’টি জিএসএম অপারেটরের নম্বর চালু রাখতে পারবেন নতুন এই ফোনে। কেবল একটি সিম দিয়ে কথা বলার সময় অপর সিমটি বন্ধ পাবেন কলার।
গ্যালাক্সি এস ডুয়োস-এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 480 x 800 pixels যার প্রতি ইঞ্চিতে পিক্সেল সংখ্যা হচ্ছে ২৩৩ পিপিআই। এতে ইন্টার্নাল ৪ গিগাবাইট স্টোরেজ রয়েছে যেটি চাইলেই মেমোরি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। আর র্যাম রয়েছে ৭৬৮ মেগাবাইট। ব্যাটারি দেয়া হয়েছে ১৫০০ এমএএইচ।
স্যামসাং-এর মধ্যম-বাজেটের এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট ও করটেক্স এ৫ ১ গিগাহার্জ প্রসেসর যেটি সিঙ্গেল কোর-বিশিষ্ট। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ৩জি, মাইক্রো-ইউএসবি ২.০ এবং ব্লুটুথ ৩.০। আর মোবাইল ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য এতে দেয়া হয়েছে ৫ মেগাপিক্সেল কন্টিনিউয়াস অটোফোকাস সুবিধা সমৃদ্ধ ব্যাক ক্যামেরা যেটা স্বল্প আলোয়ও এলইডি ফ্ল্যাশের মাধ্যমে ছবি তুলতে সক্ষম। ভিডি চ্যাটে আগ্রহীদের জন্যও সামনে আছে ভিজিএ ক্যামেরা।
স্যামসাং গ্যালাক্সি ওয়াই ডুয়োস ফোনটি গত সেপ্টেম্বরেই প্র্রথম বাজারে আনে। মাত্র দুই মাসের মাথায় এই সেটটি দেশে আসতে দেখে এই ধারণা করাই যেতে পারে যে, একসময় অন্যান্য স্মার্টফোন, ট্যাবলেটসহ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানরাও আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশেও দ্রুতই বিভিন্ন পণ্য বাজারজাত করবে।
স্যামসাং গ্যালাক্সি এস ডুয়োস কিনতে আগ্রহী? দামের তুলনায় সেটের স্পেসিফিকেশন সম্পর্কে আপনার কী মতামত?