স্মার্টফোন ও ট্যাবের মেলায় যেসব ডিভাইস অবশ্যই দেখে আসবেন

স্মার্টফোন ও ট্যাবের মেলা ২০১৪

বছরঘুরে আবারও আয়োজন করা হয়েছে স্মার্টফোন ও ট্যাবের মেলার। গত বছরের জানুয়ারিতে স্বল্প পরিসরে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় স্মার্টফোন এক্সপো। সেবার দর্শনার্থীদের আগ্রহ ছিল দেখার মতো। গত এক বছরে দেশের স্মার্টফোন ও ট্যাবলেট বাজার আরও চাঙ্গা হয়ে উঠেছে। আর সেই হিসেবেই ধারণা হচ্ছিল যে, এবার আরেকটু বড় পরিসরেই আয়োজন করা হবে এবারের মেলা। কিন্তু গতবারের একই গণ্ডিতে এবারও আয়োজন করা হয়েছে “স্মার্টফোন ও ট্যাবের মেলা ২০১৪”।

আজ থেকে শুরু হওয়া এই মেলা আগামী ৫ই এপ্রিল শনিবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। কোনো প্রবেশমূল্য ছাড়াই মেলায় দেখে আসতে পারবেন স্মার্টফোন ও ট্যাবের বাজারের জনপ্রিয় বেশ কিছু ডিভাইস।

এবারের মেলায় স্যামসাং, সিম্ফনি, এলজি, লেনোভো, আসুস, নোকিয়াসহ বেশ কিছু ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইস রয়েছে। মেলার প্রথমদিন ঘুরে এসে যেসব ডিভাইস আমাদের নজর কেড়েছে, সেগুলো নিয়েই আজকের ফিচার। তো চলুন দেখে আসা যাক স্মার্টফোন ও ট্যাবের মেলা ২০১৪-এর প্রথম দিনের নজরকাড়া সব ডিভাইস।

This post also appears on Android Kothon English.

স্যামসাং

মেলার অন্যতম আকর্ষণই হচ্ছে স্যামসাং, যা বলার অপেক্ষা রাখে না। কোরিয়ান কোম্পানিটির ফ্ল্যাগশিপ সিরিজের সর্বশেষ ফোন গ্যালাক্সি এস ৫ ঘিরে সব দর্শনার্থীদেরই আগ্রহের কোনো কমতি নেই। সবার জন্য স্যামসাংও বেশ কয়েকনটি গ্যালাক্সি এস ৫ সাজিয়ে রেখেছে, যেখানে আপনি হাতে নিয়েই দেখে নিতে পারেন স্যামসাং-এর নতুন এই ফোনটি।

স্যামসাং গিয়ার ফিট

গ্যালাক্সি এস ৫-এর চেয়েও বেশি আগ্রহ দেখা গেছে স্যামসাং-এর নতুন দু’টি স্মার্টওয়াচ, স্যামসাং গিয়ার ২ ও গিয়ার ফিট ঘিরে। স্যামসাং গ্যালাক্সি গিয়ার নামে স্মার্টওয়াচ বহু আগেই বাজারে আসলেও দেশের বাজারে কখনোই গ্যালাক্সি গিয়ার নিয়ে খুব একটা প্রদর্শনী বা প্রচারণা করেনি স্যামসাং বাংলাদেশ। তবে এবার স্যামসাং তাদের গিয়ার ২, গিয়ার ফিট ও গ্যালাক্সি এস ৫ এই তিনটি নতুন ডিভাইসের জন্যই প্রি-অর্ডার নিতে শুরু করেছে।

প্রায় একই ধরনের গ্যালাক্সি এস ৫ নিয়ে খুব বেশি আগ্রহ যদি নাও থাকে, নতুন ধরনের গিয়ার ২ ও বিশেষ করে আমাদের নজরকাড়া গিয়ার ফিট দেখে আসতে পারেন স্মার্টফোন মেলায়। আর যদি ভালো লেগেই যায়, তাহলে প্রি-অর্ডার তো করতেই পারবেন। তবে আগেই বলে রাখা ভালো, গিয়ার ফিট ব্যবহার করতে হলে আপনার লাগবে কম্প্যাটিবল ফোন। এছাড়া যেমনটি ছবিতে দেখতে পাচ্ছেন, গিয়ার ফিট স্ট্যান্ডঅ্যালোন ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবেন না।

স্যামসাং গিয়ার ফিট

গ্যালাক্সি নোট প্রো ১২.২

ফোন ও স্মার্টওয়াচের পর মেলায় স্যামসাং-এর স্টলে আরও দেখতে পাবেন নতুন গ্যালাক্সি নোট প্রো ১২.২, যেটি হঠাৎ দেখলে সহজেই ল্যাপটপ বলে ভুল হতে পারে। স্যামসাং সম্ভবত একে ল্যাপটপের রিপ্লেসমেন্ট হিসেবেই বাজারজাত করার চেষ্টা করছে। কিন্তু আমাদের দেখে মনে হয়নি যে এটি দিয়ে আমাদের গতানুগতিক ল্যাপটপ রিপ্লেস করা যেতে পারে। আর যদি সেটা না-ই করা যায়, তাহলে ১২ ইঞ্চি আকারের ট্যাবলেটের প্র্যাকটিক্যাল ব্যবহার কী তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আর তাই নিজের হাতেই ঘেঁটে দেখতে পারেন স্যামসাং-এর এ যাবৎকালের সবচেয়ে বড় আকারের ট্যাবলেট, গ্যালাক্সি নোট প্রো ১২.২।

এলজি

এলজি জি২

এলজি জি২

স্মার্টফোনের বাজারে এলজির রয়েছে বেশ দেখার মতো উপস্থিতি। গুগলের নেক্সাস ৪ ও সম্প্রতি নেক্সাস ৫ তৈরির পরই সবার নজরে আসে এলজি। স্মার্টফোন ও ট্যাবের মেলার এ আয়োজনে নেক্সাস ৫ দেখাচ্ছে এলজি। বাংলাদেশে অনেকেই গুগলের তত্ত্বাবধানে তৈরি এসব নেক্সাস ফোন ওয়ারেন্টিসহ কিনতে পারেন না। তবে এবার এলজি সরাসরি বিক্রি করছে নেক্সাস ৫। ফলে ওয়ারেন্টিসহ সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে কেনার সুবিধা পাচ্ছেন।

নেক্সাস ৫

এলজি নেক্সাস ৫।

মেলায় আমরা এলজির স্টলের সামনে খুব একটা ভিড় লক্ষ্য করিনি, যার কারণ অনেকেই এলজির স্মার্টফোন নিয়ে খুব একটা ধারণা রাখেন না। অথচ এলজির নেক্সাস ৫ কিংবা তাদের নিজস্ব ডিভাইস এলজি জি২ দেখার মতো দু’টি ডিভাইস। তাই হাই-এন্ড স্মার্টফোন কেনার ইচ্ছে থাকলে মেলায় গিয়ে অন্তত এলজির নেক্সাস ৫ ও এলজি জি২ এই দু’টি ডিভাইস অবশ্যই দেখে আসবেন।

এলজি নেক্সাস ৫ বিক্রি করছে মেলা উপলক্ষ্যে বিশেষ ছাড়সহ ৪০ হাজার টাকায়। আর এলজি জি২ বিক্রি হচ্ছে প্রায় ৫৩ হাজার টাকায়।

আসুস

আসুস

আসুস অ্যান্ড্রয়েড বাজারে সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে গুগলের নেক্সাস প্রোগ্রামের অধীনে প্রথম ট্যাবলেট ‘নেক্সাস ৭’ তৈরি করে। ‘গুগল আসুস নেক্সাস ৭’ নামে বাজারে আসা এই ট্যাবলেট একটি লম্বা সময় ধরে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বাজারে আদর্শ ট্যাবলেট হিসেবে বিবেচিত হয়েছে। সেই ফার্স্ট জেনারেশনের নেক্সাস ৭ বাজারে এনেছে আসুস। ৩২ গিগাবাইট স্টোরেজ সম্পন্ন সিম-সাপোর্টেড (৩জি) নেক্সাস ৭ দেখতে বা কিনতে চাইলে ঘুরে আসতে পারেন আসুসের স্টল। এটি প্রায় ৩৩ হাজার টাকায় মেলায় পাওয়া যাচ্ছে।

এছাড়াও রয়েছে আসুসের সাড়া জাগানো সিম সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোন আসুস ফোনপ্যাডও রয়েছে আসুসের ডিসপ্লেতে। আর আমাদের অভিজ্ঞতা বলে, ইন্টেল প্রসেসরের এই ফোনপ্যাড অল-ইন-ওয়ান (যেহেতু ফোন করার সুবিধা রয়েছে) ট্যাবলেট সত্যিই ভালো একটি ডিভাইস। মেলায় আসুসের বেশ কয়েকটি ফোনপ্যাড রয়েছে যেখান থেকে আপনি স্পেসিফিকেশন, দাম ও ডিজাইন/বিল্ড কোয়ালিটি অনুযায়ী মিলিয়ে পছন্দ অনুযায়ী কিনতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ট্যাবলেট।

লেনোভো

লেনোভো

লেনোভো ইয়োগা ৮।

লেনোভোর নাম স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে খুব একটা শোনা না গেলেও এদের রয়েছে দারুণ কিছু ডিভাইস। অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ-চালিত প্রায় সবগুলো লেনোভো ডিভাইসই রয়েছে মেলায়। ফ্লোরা লিমিটেড ও গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের স্টল ঘুরলেই দেখতে পাবেন লেনোভোর বেশ কিছু ট্যাবলেট ও হাইব্রিড ল্যাপটপ। তবে সবগুলোর মধ্যে আমাদের নজর কেড়েছে লেনোভো ইয়োগা ট্যাবলেট ৮।

১.২ গিগাহার্জ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ১২৮০ * ৮০০ পিক্সেল রেজুলেশনের ৮ ইঞ্চি আকারের এই ট্যাবলেটে রয়েছে ৩জি নেটওয়ার্ক ও ডুয়েল স্পিকার সুবিধা। এছাড়াও ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকায় এ থেকে ব্যাকআপও পাওয়া যাবে বেশ অনেক সময়ের। তারচেয়ে বড় ব্যাপার হলো এর বিল্ড কোয়ালিটি ও ডিজাইন বেশ ইউনিক।

লেনোভো ইয়োগা ৮

লেনোভো ট্যাবলেট ৮ সবচেয়ে কাজে আসবে যারা ট্যাবলেটে বেশ পড়াশোনার কাজ করে থাকেন। এর এক পাশে গোলাকৃতির স্ট্যান্ড রয়েছে, যেটি একে ল্যান্ডস্কেপ মোডে রাখার পাশাপাশি এক হাতে ধরতেও সুবিধাজনক করে তুলেছে। অত্যন্ত পাতলা হওয়ায় ট্যাবটিতে গেম খেলতে খুব একটা আরামদায়ক মনে না হলেও ঘণ্টার পর ঘণ্টা ওয়েব ব্রাউজিং কিংবা সত্যি সত্যিই ট্যাবলেটে পিডিএফ বই পড়ে শেষ করার মতো কাজ করার জন্য এটি হতে পারে পারফেক্ট ট্যাবলেট। মেলায় এটি পাচ্ছেন প্রায় ৩০ হাজার টাকা মূল্যে।

নোকিয়া

নোকিয়া এক্সনোকিয়া এক্স। যেন হাজার বছরের প্রত্যাশা শেষে নোকিয়াপ্রেমীদের স্বপ্নপূরণের ডিভাইস। এ নিয়ে ইতোপূর্বেই আমরা বিস্তারিত লিখেছি। কিন্তু সামনা-সামনি দেখে যতোটা ভালো লাগবে ভেবেছিলাম, ততোটা আসলেই লাগেনি। অনেকেই বলতে পারেন, মাত্র ১০ হাজার টাকায় এরচেয়ে বেশি আর কী থাকবে! কিন্তু তবুও নোকিয়া এক্স-এর প্রতি দর্শনার্থীদের আগ্রহ থাকলেও আমাদের স্বল্প সময়ে কাউকেই খুব বেশিক্ষণ নোকিয়া এক্স-এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি।

নোকিয়া এক্স হতে পারে তাদের জন্য সেরা ফোন, যারা নোকিয়ার ফিচার ফোন ব্যবহার করে নোকিয়ার ভক্ত হয়ে গেছেন আর যাদের প্রয়োজন একেবারেই বেসিক একটি অ্যান্ড্রয়েড ফোন। অনেকেই নিজে ব্যবহারের জন্য নয়, বরং পরিবারের অন্য কোনো সদস্যদের জন্য নোকিয়া এক্স কিনছেন। ফলে নিজেদের অ্যান্ড্রয়েডের পাশাপাশি পরিবারের সদস্যদের কাছেও অন্তত একটি অ্যান্ড্রয়েড থাকছে, যেটায় স্কাইপ ভিডিও কল কিংবা হোয়াটসঅ্যাপ-এ চ্যাট করা যায়।

তবে বাজেট যদি ১০ হাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে নোকিয়া এক্স যে একেবারেই খারাপ ফোন এমনটাও বলা যাবে না। মেলা চলাকালীন এক জায়গাতেও অন্যান্য ফোনের পাশাপাশি দেখে আসতে পারেন নোকিয়া এক্স। নিজেই সিদ্ধান্ত নিতে পারেন ১০ হাজার টাকায় কেমন এর বিল্ড কোয়ালিটি, ডিজাইন ও সফটওয়্যার পারফরম্যান্স। উল্লেখ্য, মেলা উপলক্ষ্যে নোকিয়া ৫% ডিসকাউন্টে নোকিয়া এক্সসহ অন্যান্য উইন্ডোজ ফোন-চালিত লুমিয়া ডিভাইন বিক্রি করছে।

অন্যান্য

স্মার্টফোন ও ট্যাবের মেলায় উপরের কোম্পানিগুলোরই রয়েছে আরও বেশ কিছু ফোন। এছাড়াও রয়েছে সিম্ফনির বেশ কিছু ফোন ও ট্যাবলেট, যদিও দুপুর পর্যন্ত সিম্ফনির এক্সপ্লোরার জেড ৩ ফোনটি প্রদর্শনীতে ছিল না। পাশাপাশি স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য বিভিন্ন এক্সেসরিজও পাওয়া যাচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ADATA পাওয়ার ব্যাংক (যেটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটি অথচ দাম মাত্র ২,০০০ টাকা), ওটিজি পেনড্রাইভ যেটি সরাসরি স্মার্টফোন ও ট্যাবলেটের মাইক্রো-ইউএসবি পোর্টে কাজ করে এবং ওয়্যারলেস চার্জার।

স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে চাহিদা ও আগ্রহের কোনো কমতি নেই। আর ছুটির দিন হিসেবে আগামীকাল শুক্রবার সেই আগ্রহেরই দেখা মিলতে পারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের স্মার্টফোন ও ট্যাবের মেলায়। তাই ফোন বা ট্যাবলেট আগামীকাল কিনুন বা আগামী মাসে কিনুন, একস্থানে বেশ কিছু ডিভাইস দেখে আসার এই সুযোগ হাতছাড়া করা একেবারেই ঠিক হবে না।

This post also appears on Android Kothon English.