অ্যাপলের ‘গোল্ড আইফোন’-এর জনপ্রিয়তা দেখে এবার স্যামসাংও ঘোষণা করলো তাদের নিজস্ব গোল্ড-থিমড ডিভাইস। জানা গেছে, ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস ৪-এর গোল্ড সংস্করণটি সংযুক্ত আরব আমিরাতে বিক্রি করবে স্যামসাং।
গোল্ড পিংক এবং গোল্ড ব্রাউন — এই দুইটি রঙের গ্যালাক্সি এস ৪-এর আলাদা রঙ ছাড়া ভেতরে আলাদা কোনো বিশেষত্ব নেই। অর্থাৎ, একেবারেই আইফোন ৫এস গোল্ড সংস্করণের মতো একই ফোনের গোল্ড সংস্করণ বের করতে যাচ্ছে স্যামসাং।
অন্য কথায় বলা যায়, মাত্র দুই সপ্তাহের মাথায়ই অ্যাপলের গোল্ড-থিমের আইফোনের দেখাদেখি গোল্ড-থিমড গ্যালাক্সি এস ৪ আনার ঘোষণা দিলো অ্যান্ড্রয়েড জগতে শীর্ষে থাকা কোম্পানিটি।
এর আগে অ্যাপলের ডিজাইন নকল করার অভিযোগে মোটা অঙ্কের জরিমানা হলেও আপাতঃদৃষ্টিতে দেখা যাচ্ছে যে, অ্যাপল সংক্রান্ত যে কোনো গুজব অ্যাপলভক্তদের চেয়ে স্যামসাং বেশি গুরুত্ব দিয়ে থাকে। উল্লেখ্য, আইফোনের গোল্ড এডিশন আনছে অ্যাপল এই গুজব অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। যদি গুজবে কান না দিয়ে থাকে, তাহলে ঘোষণা আসার মাত্র ২ সপ্তাহের মধ্যে নতুন ফোনের ডিজাইন করে ঘোষণা দিয়ে ফেলাও স্যামসাং-এর জন্য বেশ কঠিন কাজ হয়েছে।
তবে যেভাবেই হোক, স্যামসাং গ্যালাক্সি এস ৪ গোল্ড সংস্করণ আসছে। এবার দেখার বিষয় হলো, আইফোন ৫এস-এর মতো গ্যালাক্সি এস ৪-এর এই সংস্করণেরও এতো চাহিদা থাকে কি না।
আপনার কী মতামত? গোল্ড সংস্করণগুলো কি অন্যান্য গ্যালাক্সি এস৪-এর তুলনায় বেশি চলবে?