আগামী ২০শে জুন লন্ডনে স্যামসাং একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন কিছু পণ্য উদ্বোধন করতে যাচ্ছে। ২০শে জুন যতই এগিয়ে আসছে, প্রযুক্তি বিশ্বে ততোই সেদিন কী কী পণ্য উন্মোচিত হবে সে সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে। কিছুদিন্ আগে আমরা জানিয়েছি স্যামসাং-এর প্রথম ইন্টেল প্রসেসরের গ্যালাক্সি ট্যাবলেটের কথা যেটি ২০শে জুন আলোর মুখ দেখবে। আজ আরেকটি সূত্রে পাওয়া গেছে স্যামসাং-এর নতুন একটি অ্যান্ড্রয়েড-চালিত ক্যামেরা ফোনের ছবি যার মডেল গ্যালাক্সি এস৪ জুম।
গ্যালাক্সি এস৪ জুম-এ থাকছে ৪.৩ ইঞ্চি কিউএইচডি এস-অ্যামোলেড ডিসপ্লে। এতে থাকবে ১.৬ গিগাহার্জ ডুয়েল-কোর প্রসেসর, অপটিক্যাল জুমসহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ গিগাবাইট ইন্টারনাল ও ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি সাপোর্ট, ব্লুটুথ ৪.০, ওয়াই-ফাই এবং এজিপিএস। অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন চালিত হলেও এতে চলবে স্যামসাং-এর নিজস্ব টাচউইজ ইন্টারফেস।
স্যামসাং এর আগে গ্যালাক্সি ক্যামেরা নামের একটি ডিজিটাল ক্যামেরা বাজারে আনে যেটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। কিন্তু গ্যালাক্সি এস৪ জুম হতে যাচ্ছে স্যামসাং-এর প্রথম ক্যামেরা ফোন। অর্থাৎ, এটি কল সুবিধা সম্পন্ন একটি ফোন যার পেছনে জুড়ে দেয়া হয়েছে ডিজিটাল ক্যামেরা। ফোন ও ক্যামেরার হাইব্রিডও বলা যেতে পারে একে। উপরের ফাঁস হওয়া ছবি দেখে হয়তো এতক্ষণে বুঝতেই পারছেন কেমন হতে যাচ্ছে গ্যালাক্সি এস৪ জুম।
স্যামমোবাইল তাদের সূত্র অনুসারে জানিয়েছে, গ্যালাক্সি এস৪ জুম হতে যাচ্ছে স্যামসাং-এর গ্যালাক্সি এস৪ সিরিজের সর্বশেষ ফোন। স্যামসাং ইতোমধ্যেই গ্যালাক্সি এস৪, গ্যালাক্সি এস৪ অ্যাকটিভ এবং গ্যালাক্সি এস৪ মিনির ঘোষণা দিয়েছে। গ্যালাক্সি এস৪ জুম হতে যাচ্ছে এই সিরিজের সর্বশেষ ফোন।
গ্যালাক্সি এস৪ জুম নিয়ে আপনার কী মতামত?