পেটেন্ট ভঙ্গের অভিযোগে স্যামসাং-কে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের কিছু বেশি জরিমানা করে আদালত। এর প্রেক্ষিতে স্যামসাং ইলেকট্রনিক্স-এর বাজারমূল্য ১২শ’ কোটি ডলার (১২ বিলিয়ন) কমে গেছে। স্যামসাং-এর বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিক সামগ্রী থাকলেও তাদের স্মার্টফোন, ফোন এবং ট্যাবলেট বিক্রি থেকেই ৭০ শতাংশেরও বেশি আয় হয়ে থাকে।
জরিমানা ঘোষণা করার পর অ্যাপল স্যামসাং-এর বর্তমানে বাজারে থাকা আটটি ডিভাইসের বিক্রির উপর নিষেধাজ্ঞা চাইছে। এই ডিভাইসগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস ৪জি, স্যামসাং গ্যালাক্সি এস ২ (এটিঅ্যান্ডটি, স্কাইরকেট, টি-মোবাইল), গ্যালাক্সি এস ২ এপিক ৪জি, গ্যালাক্সি এস শোকেস, ড্রয়েড চার্জ এবং গ্যালাক্সি প্রিভেইল।
তবে এখানেই থেমে থাকতে রাজি নয় অ্যাপল। বিভিন্ন সূত্র জানিয়েছে, আসছে সেপ্টেম্বরের ২০ তারিখ অ্যাপল স্যামসাং-এর ফ্ল্যাগশিপ পণ্য গ্যালাক্সি এস থ্রি বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের স্মরণাপন্ন হবে।
গ্যালাক্সি এস থ্রি হ্যান্ডসেটটি গত মে মাসে বাজারে আসার পর এ পর্যন্ত ১০ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে বলে এর আগে জানিয়েছিলো স্যামসাং। এখনও কয়েকটি রঙের স্যামসাং গ্যালাক্সি এস থ্রি বাজারে আনছে কোম্পানিটি।