কমদামী ডিভাইসের উপযোগী করে তৈরি হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট: সূত্র

অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট

অ্যান্ড্রয়েডের আগামী সংস্করণ ৪.৪ কিটক্যাট নিয়ে আগ্রহের অন্ত নেই। তবে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ নিজের ডিভাইসে চালাতে পারবেন কি না এ নিয়ে দুশ্চিন্তারও অন্ত নেই। তাদের দুশ্চিন্তা দূর করতেই যেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক এক প্রতিবেদক নতুন কিছু তথ্য প্রকাশ করেছেন।

আমির ইফরাতি নামের এই প্রতিবেদকের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট-এর মাধ্যমে লো-এন্ড ডিভাইসগুলোকে কাজে লাগানো এবং স্মার্টওয়াচ-জাতীয় পরিধেয় প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কাজ করছে গুগল। ফলে, কমদামী অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতেও অ্যান্ড্রয়েড নতুন এই সংস্করণটি কাজ করার সম্ভাবনা প্রবল হয়েছে।

৫১২ মেগাবাইট র‌্যামের ডিভাইসেও ভালো চলবে কিটক্যাট।ইফরাতি দাবি করেছেন, তিনি অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট-এর ‘ফিচার লিস্ট’ দেখার সুযোগ পেয়েছেন। নতুন বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মেমোরি ম্যানেজমেন্টে উন্নতি, যার ফলে “এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড ডিভাইস”, বিশেষ করে যেগুলোয় ৫১২ মেগাবাইট র‌্যাম ব্যবহৃত হয়, সেগুলোয় ভালোভাবে নতুন এই অ্যান্ড্রয়েড সংস্করণটি কাজ করবে।

অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা বাড়ার পেছনে অন্যতম কারণই হচ্ছে নানা আকৃতির নানা ডিজাইনের ও বিভিন্ন রকম দামের অ্যান্ড্রয়েড ফোনের সহজলভ্যতা। এসব ফোনের বেশিরভাগই তুলনামূলক কমদামে বিক্রি হয় এবং কম ক্ষমতাসম্পন্ন হার্ডওয়্যার দিয়ে তৈরি।  আর এ কারণে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণগুলোর স্বাদ থেকে বঞ্চিতই থেকে যান কম মেমোরিসম্পন্ন ডিভাইসের ব্যবহারকারীরা।

এর প্রভাব পড়ে অ্যাপ্লিকেশন ডেভেলপারদের উপরও। সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েডের বর্তমান সর্বশেষ সংস্করণ সব অ্যান্ড্রয়েড ডিভাইসের অর্ধেকেরও কম সংখ্যক ডিভাইসে চলছে। ফলে প্রতিটি নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে নতুন নতুন বৈশিষ্ট্য যোগ হলেও অ্যাপ্লিকেশন ডেভেলপাররা সেগুলোর সুবিধা কাজে লাগাতে পারছেন না। কেননা, একটি বড় সংখ্যক ব্যবহারকারীই তাদের লো-এন্ড ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে আপডেট পান না বা পেলেও খুব একটা ভালো অভিজ্ঞতা পান না।

অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের মধ্য দিয়ে গুগল এই সমস্যার সমাধান করছে বলেই এই প্রতিবেদক দাবি করেছেন।

এছাড়াও ৪.৪ কিটক্যাটের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে নতুন এক স্টেপ ডিটেক্টর, স্পেট কাউন্টার, জিওমেট্রিক রোটেশন ভেক্টরের মতো বিভিন্ন সেন্সরের জন্য সাপোর্ট দেয়া হচ্ছে যার ফলে কেবল ওয়াই-ফাই ও জিপিএস-এর বদলে ব্যবহারকারীর প্রতিটি পদক্ষেপ আরও সঠিকভাবে নির্ণয় করতে পারে। স্বাস্থ্য-সম্পর্কিত অ্যাপ (ফিটনেস) ও স্মার্টওয়াচের সমন্বয়ে এসব সেন্সরের সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

গুগল অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটনেক্সাস ৫ যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে। তাই আসলেই ৫১২ মেগাবাইট র‌্যামের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড কিটক্যাট উপযোগী হতে যাচ্ছে কি না, তা জানতে হয়তো আমাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না।