গ্যালাক্সি এস৪ এর ব্যাপক সাফল্যের পর বরাবরের মতই স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসের মিনি সংস্করণ আনতে যাচ্ছে। অর্থাৎ খুব শীঘ্রই স্যামসাং আনুষ্ঠানিকভাবে Galaxy S4 Mini বাজারজাত করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, জুনের ২০ তারিখই লন্ডনে স্যামসাং এর পুনর্নির্ধারিত অনুষ্ঠানেই গ্যালাক্সি এস৪ মিনির পর্দা উঠবে।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, গ্যালাক্সি এস ৪ মিনি হবে স্যামসাং এর নতুন ডিভাইসগুলোর একটি যা লন্ডনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সোমবার ঘোষণা দেয়া এই অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড চালিত গ্যালাক্সি সিরিজের পাশাপাশি স্যামসাং তাদের উইন্ডোজ চালিত ডিভাইসের ATIV সিরিজ কেও বিশ্বের কাছে তুলে ধরবে বলে জানা গেছে।
কিন্তু গ্যালাক্সি নাকি অ্যাটিভ, কোনটিকে বেশি গুরুত্ব দেবে সে সম্পর্কে স্যামসাং পরিস্কারভাবে কিছু জানায়নি। তবে এটুকু নিশ্চিত করেছে যে সেদিন তারা অন্তত তিনটি নতুন ডিভাইসের পর্দা উন্মোচন করবে।
গ্যালাক্সি এস৪ নিয়ে এরই মাঝে অনেক গুজব শোনা গেলেও প্রকৃতপক্ষে ডিভাইসটি কেমন হবে তা এখনো রহস্যই রেখেছে স্যামসাং। তবে এ পর্যন্ত প্রাপ্ত অনিশ্চিত তথ্য অনুযায়ী বলা যায় যে, এর আকৃতি হবে ৪.৩ ইঞ্চি এবং এতে থাকবে ১.৬ গিগাহার্জের প্রসেসর আর ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর দামটাও হবে স্বাভাবিকভাবে গ্যালাক্সি এস৪ এর চেয়ে অনেক কম।
এর জিপিইউ, র্যাম বা চিপসেট সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা সম্ভব হয়নি। তবে জানতেও খুব বেশি দেরি নেই, এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার ! ২০ তারিখের অনুষ্ঠানের আপডেট পেতে অ্যান্ড্রয়েড কথনের সাথেই থাকুন।