আনুষ্ঠানিক ঘোষণা এলো স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০-এর

গ্যালাক্সি নোট ৮.০

স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০ নিয়ে আগেই আমরা অ্যান্ড্রয়েড কথনে লিখেছি। সর্বশেষ খবর হচ্ছে এই যে, স্যামসাং আনুষ্ঠানিকভাবে এই ডিভাইস সম্পর্কে তথ্য জানিয়েছে।

বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের কল্যাণেই স্যামসাং সব গুজবের ইতি টেনে তাদের গ্যালাক্সি নোট সিরিজের নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি নোট ৮.০-এর উদ্বোধন করেছে। এস-পেন সুবিধাসম্পন্ন নতুন এই নোটে রয়েছে ৮ ইঞ্চি আকারের টিএফটি ডিসপ্লে যার পিক্সেল রেজুলেশন 1,280 x 800 পিক্সেল। ১৮৯ পিপিআই এর এই ডিসপ্লের নিচেই রয়েছে স্যামসাং-এর নিজস্ব এক্সিনস ৪ কোয়াড-কোর ১.৬ গিগাহার্জ প্রসেসর ও ২ গিগাবাইট র‌্যাম।

স্যামসাং-এর টাচউইজ ইন্টারফেস সম্পন্ন গ্যালাক্সি নোট ৮.০-এ থাকছে অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন। ব্লুটুথ, ওয়াই-ফাই, এ-জিপিএস, ৩জি ইত্যাদি আধুনিক সব প্রযুক্তিই রয়েছে নতুন এই ফ্যাবলেটে। এছাড়াও স্যামসাং-এর জনপ্রিয় স্মার্ট স্টে (চোখ বন্ধ করলে ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি), পপ-আপ প্লে, এস-পেন নির্ভর অ্যাপ্লিকেশন ইত্যাদি গ্যালাক্সি নোটের বিভিন্ন সুবিধাদি তো রয়েছেই।

এপ্রিল থেকে জুনের মধ্যেই এই ডিভাইস বাজারে আসবে বলে স্যামসাং তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানালেও এড়িয়ে গেছে মূল্য সংক্রান্ত সব তথ্য। তাই গ্যালাক্সি নোট ৮.০ কেনার ইচ্ছে থাকলে ক্রেতাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।