স্যামসাং আনবে গ্যালাক্সি এস ক্যামেরা

আপডেটঃ সম্প্রতি জানা গেছে, এই ক্যামেরার নাম রাখা হয়েছে গ্যালাক্সি ক্যামেরা। বিস্তারিত জানতে এখানে দেখুন

গ্যালাক্সি এস থ্রি’র বিজ্ঞাপন তো অনেক দেখেছেন। আর যারা গ্যালাক্সি এস থ্রি ব্যবহার করছেন তাদের জন্য তো কথাই নেই। এবার ভেবে দেখুন, যদি ঠিক এই সেটের মতোই একটি ডিজিটাল ক্যামেরা তৈরি হয়, তবে কেমন হবে?

samsung galaxy s camera

এটি গ্যালাক্সি এস ক্যামেরার ছবি নয়, বরং ভক্তদের তৈরি ইমেজ ম্যানিপিউলেশন।

এই ভাবনাটি আমরা আজ ভাবতে বসলেও স্যামসাং অনেক আগেই তা ভেবে রেখেছে। তাই তারা শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস ক্যামেরা যা আদতে একটি অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল ক্যামেরা। বার্লিনের আইএফএ প্রদর্শনীতে এই ক্যামেরার উদ্বোধন হবে বলে জানিয়েছে জিএসএমএরিনা।

গ্যালাক্সি এস ক্যামেরাতে ১৬ মেগাপিক্সেল সেন্সর ও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ থাকবে বলে জানা গেছে। এর স্ক্রিন সাইজ হবে ৪.৮ ইঞ্চি। এছাড়াও এর অনেক বৈশিষ্ট্যই স্যামসাং-এর নতুন গ্যালাক্সি এস থ্রি হ্যান্ডসেটের মতো হবে বলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। অন্যান্য ক্যামেরা থেকে এর আরেকটি বৈশিষ্ট্য হবে এই যে, এতে ইন্টারনেট সংযোগ থাকবে। ফলে ব্যবহারকারীরা ক্যামেরা থেকেই সরাসরি ছবি সোশাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করতে পারবেন। ধারণা করা হচ্ছে, এটি সেলুলার নেটওয়ার্কে চলবে যার অর্থ হচ্ছে, সিম ঢোকানোর স্লট থাকতে পারে। তবে ভয়েস কলের সুবিধা না থাকার সম্ভাবনাই বেশি।

এর আগে নিকন তাদের প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল ক্যামেরা আনার ঘোষণা দেয়। নিকনের ক্যামেরা থেকে গুগল প্লে স্টোরে প্রবেশ করা যায় ও অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায় বলে জানা গেছে। সে রকম কোনো তথ্য স্যামসাং-এর গ্যালাক্সি এস ক্যামেরা সম্পর্কে এখনো জানা যায়নি।

স্মার্ট ক্যামেরার যুগে স্যামসাং-এর প্রবেশের মধ্য দিয়ে অন্তত একটি বিষয় নিশ্চিত হওয়া গেলো যে, আগামী দিনগুলোয় ডিজিটাল ক্যামেরাও হয়ে উঠবে আজকের দিনের মোবাইলের মতোই স্মার্ট। তাই স্মার্ট ক্যামেরার যুগে সবাইকে স্বাগতম!